বাংলা নিউজ > বায়োস্কোপ > Sandy Saha: 'কাউকে কিছু জবাব দেওয়ার নেই', রোডিজের সঙ্গে নতুন যাত্রা নিয়ে বললেন স্য়ান্ডি সাহা

Sandy Saha: 'কাউকে কিছু জবাব দেওয়ার নেই', রোডিজের সঙ্গে নতুন যাত্রা নিয়ে বললেন স্য়ান্ডি সাহা

স্যান্ডি সাহা

স্যান্ডি জানিয়েছেন, এবার তিনি থাকছেন রোডিজের সোশ্যাল মিডিয়া হোস্ট হিসাবে। সাধারণত তিনি যেধরনের কনটেন্ট করেন বোল্ড এবং কৌতুক মিশিয়ে, সেধরনের কনটেন্টই থাকবে। টেলিভিশনের মূল সঞ্চালক সোনু সুদ ও বিচারকদের সঙ্গেই ভিডিয়ো বানাচ্ছেন তিনি। রোডিজের সোশ্যাল মিডিয়ার জন্য যত কনটেন্ট হবে, সেগুলি তিনিই করছেন।

নাম স্যান্ডি সাহা, সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁকে অনেকেই চেনে! তবে এবার বিশেষ কারণে আলোচনায় স্যান্ডি সাহা। ফের একবার MTV রোডিজ-এ দেখা যেতে চলেছে তাঁকে। এর আগে ২০১৮তে MTV-রোডিজের প্রতিযোগী হিসাবে তাঁকে দেখা গিয়েছিল। তবে এবার তিনি সঞ্চালকের ভূমিকায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখবর নিজেই জানিয়েছেন স্যান্ডি।

স্যান্ডি সাহা বলেছেন, এবার তাঁকে দেখা যাবে কাণ্ডকুমারের ভূমিকায়। আজতক বাংলাকে স্যান্ডি জানিয়েছেন, এবার তিনি থাকছেন রোডিজের সোশ্যাল মিডিয়া হোস্ট হিসাবে। সাধারণত তিনি যেধরনের কনটেন্ট করেন বোল্ড এবং কৌতুক মিশিয়ে, সেধরনের কনটেন্টই থাকবে। টেলিভিশনের মূল সঞ্চালক সোনু সুদ, তাঁর সঙ্গেই ভিডিয়ো বানাচ্ছেন তিনি, সঙ্গে থাকছেন বিচারকরাও। এই মুহূর্তে তিনি শ্যুটিংয়েই ব্যস্ত রয়েছেন। রোডিজের সোশ্যাল মিডিয়ার জন্য যত কনটেন্ট হবে, সেগুলি তিনিই করছেন। 

আরও পড়ুন-সলমনের বোন বলেই অর্পিতাকে বিয়ে! আর এখন টাকা ওড়াচ্ছেন? জবাব দিলেন আয়ুষ শর্মা

আরও পড়ুন-‘স্কুপ’ তাঁর ভাবমূর্তি নষ্ট করছে, আদালতের দ্বারস্থ ছোটা রাজন, কোনও লাভ হল কি

তাঁকে নিয়ে ট্রোলারদের জবাব দিতেই কি এধরনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন? সেবিষয়ে স্যান্ডি সাহা স্পষ্ট জানিয়েছেন, কাউকে কিছু জবাব দেওয়ার জন্য তিনি কিছু করছেন না। তিনি তাঁর ভালো লাগা কাজগুলিই করছেন। জানান, ২০১৮-তে যখন রোডিজের প্রতিযোগী হিসাবে গিয়েছিলেন, তখনও তিনি কাউকে জবাব দেওয়ার জন্য যাননি, এবারও তাই। গতবার তাও শো-থেকে বেরিয়ে যাওয়ার একটা ভয় কাজ করছিল, তবে এবার শুরু থেকে শেষপর্যন্ত তিনি থাকবেন, আর তাতেই ভীষণ খুশি। ট্রোলাররা সবসময়ই ট্রোল করবেন, তাই সেটা নিয়ে মাথা ঘামাতে নারাজ স্যান্ডি।

প্রসঙ্গত, ৩ জুন থেকে শুরু হতে চলেছে MTV রোডিজ সিজন-১৯। শোয়ের বিচারক হিসাবে দেখা যাবে রিয়া চক্রবর্তী, প্রিন্স নারুলা, গৌতম গুলাটি, আর সঞ্চালক হলেন সোনু সুদ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.