বাংলা নিউজ > বায়োস্কোপ > মমতার সরকারের উপর ‘মুসলিম তোষণ’-এর অভিযোগ, মুক্তির তারিখ ঘোষণা THE DIARY OF WEST BENGAL সিনেমার

মমতার সরকারের উপর ‘মুসলিম তোষণ’-এর অভিযোগ, মুক্তির তারিখ ঘোষণা THE DIARY OF WEST BENGAL সিনেমার

দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবি মুক্তির তারিখ ঘোষণা।

দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করল কলকাতা পুলিশ। এরই মাঝে ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হল। 

বাংলা নিয়ে ডায়েরি! কদিন আগেই বিটর্কে জড়িয়েছিল এই সিনেমা। তবে এবার বোধহয় বোমা ফাটানোর সময় এসেই গেল। সামনে এল দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পোস্টার। যেখানে মুক্তির তারিখ হিসেবে লেখা আছে ৩০ অগস্ট।

কদিন আগেই, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করেছিল কলকাতা পুলিশ। মে মাসে ছবির ট্রেলার মুক্তির পর আর্মহার্স্ট স্ট্রিট থানায় সনোজের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। বাংলার নামকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ তুলেই, থানায় যাওয়া হয়েছিল। প্রসঙ্গত, দু' মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে পশ্চিমবঙ্গের সঙ্গে কাশ্মীরের তুলনা টানা হয়েছে। দাবি করা হয়েছে, রাজ্যে শরিয়তি আইন চলছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, সেই নোটিসটি পাঠানো হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার তরফে। ভারতীয় দণ্ডবিধির ১২০বি/ ১৫৩এ/ ৫০১/ ৫০৪/ ৫০৫/ ২৯৫এ ধারা-সহ আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে এই ছবির নির্মাতার বিরুদ্ধে।

আরও পড়ুন: কেবিসি ১৬-তে 'সুপার সাওয়াল' দিয়ে জিতে নেওয়া যাবে দ্বিগুণ টাকা, জানুন নতুন নিয়ম

ট্রেলারেই দাবি করা হয়েছিল, বাংলা হিন্দুদের বাসের অযোগ্য হয়ে উঠেছে। মুসলিম তোষণের ইঙ্গিত ছিল। রাজ্যের পরিবেশ সবসময়ই উত্তপ্ত থাকে, এমন কথাও বলতে শোনা যায় সিনেমার অভিনেতাদের। খুন, ধর্ষণ, রাহাজানি চলছে প্রকাশ্যে! ফলে ট্রেলার মুক্তি পেতেই পরিচালকের বিরুদ্ধে বাড়ে ক্ষোভ।

আরও পড়ুন: এগিয়ে বাংলার শুভ সূত্রধর, দেখুন আর কারা উঠল সুপারস্টার সিঙ্গার ৩-এর ফাইনালে, পাবে মোটা টাকা

দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পোস্টার।
দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পোস্টার।

এরপর পরিচালক সনোজ মিশ্র এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, 'আমাদের ছবি সিস্টেমের বিরুদ্ধে কথা বলে। শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এক সম্প্রদায়ের মানুষকে তুষ্ট রাখার চেষ্টা চলছে। সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। যার সব প্রমাণ রয়েছে আমার কাছে। যথেষ্ট গবেষণা করেই সিনেমাটি তৈরি করেছি আমি।'

আরও পড়ুন: মাথায় মুসলিমের ফেজ টুপি, গলায় খ্রিস্টানদের ক্রস! রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার কঙ্গনার, ট্রোল টুইটারে

ছবির প্রযোজনা করেছেন জিতেন্দ্র নারায়ণ সিং (ওয়েসিম রিজভি)। সহযোগী প্রযোজক হিসেবে পোস্টারে নাম রয়েছে অর্জুন সিং-এরও।

প্রসঙ্গত, ঝামেলা এড়াতে বাংলার বাইরেই এই ছবির শ্যুটিং করা হয়েছে। রাজনৈতিক চক্রান্ত খুঁজে পেয়ে, ইতিমধ্যেই তৃণমূল সমার্থকরা এই সিনেমার বিরুদ্ধে গলা চড়িয়েছেন। এখন দেখার, নির্ধারিত দিনে আদৌ এই সিনেমাটি মুক্তি পায় কি না!

বায়োস্কোপ খবর

Latest News

চোরকে বেঁধে মারধর করার পর খেতেও দেওয়া হলো তাকে, বিরল কান্ড তেলেঙ্গানায় এবার মায়ের আগমন পালকিতে, জেনে নিন পুজোর কোন দিনে পড়েছে কোন তিথি ও সামগ্রী তালিকা নিজে আইনজীবী হয়েও জন্য অত উকিল রেখেছেন কেন? RG Kar কাণ্ডে মমতাকে তোপ শ্রীলেখার IND vs BAN 1st Test Day 2 Live: শতরান পূর্ণ করতে পারবেন জাদেজা? আজ নজর সেদিকেই অডিয়ো কাণ্ডে কুণালকে জেরা নয় কেন? প্রশ্ন করেছিল HC,পালটা বিস্ফোরক দাবি TMC নেতার রাসেল-নারিন ডাহা ফেল, পোলার্ডের একক লড়াই সত্ত্বেও ম্যাচ হারল নাইট রাইডার্স কদিনেই বিচ্ছেদ ব্যথা সামলে উঠেছেন নাতাশা! ফিরলেন চেনা ছন্দে, একাকী কোথায় গেলেন? সত্যি কি ট্রাম্প-মোদী সাক্ষাৎ হবে আগামী সপ্তাহে? অবশেষে মুখ খুলল বিদেশ মন্ত্রক ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে চমক দিয়ে বিরল বিশ্বরেকর্ড ল্যাবুশানের, এই নজির আর কারও নেই কারা সম্পর্কের মধ্যে নতুনত্ব আনতে পারেন? দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.