বাংলা নিয়ে ডায়েরি! কদিন আগেই বিটর্কে জড়িয়েছিল এই সিনেমা। তবে এবার বোধহয় বোমা ফাটানোর সময় এসেই গেল। সামনে এল দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পোস্টার। যেখানে মুক্তির তারিখ হিসেবে লেখা আছে ৩০ অগস্ট।
কদিন আগেই, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করেছিল কলকাতা পুলিশ। মে মাসে ছবির ট্রেলার মুক্তির পর আর্মহার্স্ট স্ট্রিট থানায় সনোজের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। বাংলার নামকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ তুলেই, থানায় যাওয়া হয়েছিল। প্রসঙ্গত, দু' মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে পশ্চিমবঙ্গের সঙ্গে কাশ্মীরের তুলনা টানা হয়েছে। দাবি করা হয়েছে, রাজ্যে শরিয়তি আইন চলছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, সেই নোটিসটি পাঠানো হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার তরফে। ভারতীয় দণ্ডবিধির ১২০বি/ ১৫৩এ/ ৫০১/ ৫০৪/ ৫০৫/ ২৯৫এ ধারা-সহ আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে এই ছবির নির্মাতার বিরুদ্ধে।
আরও পড়ুন: কেবিসি ১৬-তে 'সুপার সাওয়াল' দিয়ে জিতে নেওয়া যাবে দ্বিগুণ টাকা, জানুন নতুন নিয়ম
ট্রেলারেই দাবি করা হয়েছিল, বাংলা হিন্দুদের বাসের অযোগ্য হয়ে উঠেছে। মুসলিম তোষণের ইঙ্গিত ছিল। রাজ্যের পরিবেশ সবসময়ই উত্তপ্ত থাকে, এমন কথাও বলতে শোনা যায় সিনেমার অভিনেতাদের। খুন, ধর্ষণ, রাহাজানি চলছে প্রকাশ্যে! ফলে ট্রেলার মুক্তি পেতেই পরিচালকের বিরুদ্ধে বাড়ে ক্ষোভ।
আরও পড়ুন: এগিয়ে বাংলার শুভ সূত্রধর, দেখুন আর কারা উঠল সুপারস্টার সিঙ্গার ৩-এর ফাইনালে, পাবে মোটা টাকা
এরপর পরিচালক সনোজ মিশ্র এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, 'আমাদের ছবি সিস্টেমের বিরুদ্ধে কথা বলে। শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এক সম্প্রদায়ের মানুষকে তুষ্ট রাখার চেষ্টা চলছে। সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। যার সব প্রমাণ রয়েছে আমার কাছে। যথেষ্ট গবেষণা করেই সিনেমাটি তৈরি করেছি আমি।'
ছবির প্রযোজনা করেছেন জিতেন্দ্র নারায়ণ সিং (ওয়েসিম রিজভি)। সহযোগী প্রযোজক হিসেবে পোস্টারে নাম রয়েছে অর্জুন সিং-এরও।
প্রসঙ্গত, ঝামেলা এড়াতে বাংলার বাইরেই এই ছবির শ্যুটিং করা হয়েছে। রাজনৈতিক চক্রান্ত খুঁজে পেয়ে, ইতিমধ্যেই তৃণমূল সমার্থকরা এই সিনেমার বিরুদ্ধে গলা চড়িয়েছেন। এখন দেখার, নির্ধারিত দিনে আদৌ এই সিনেমাটি মুক্তি পায় কি না!