বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant Singh Rajput: দেহে ক্ষতের চিহ্ন, হাড় ভাঙা ছিল, সুশান্তকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য মর্গকর্মীর

Sushant Singh Rajput: দেহে ক্ষতের চিহ্ন, হাড় ভাঙা ছিল, সুশান্তকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য মর্গকর্মীর

সুশান্তের মৃত্যুতে ‘সত্যি’ অধরা

Sushant Singh Rajput: এক নতুন সংবাদমাধ্যমকে রূপকুমার জানিয়েছেন, সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন মিলেছিল। এমনকি অভিনেতার পা ছিল বাঁকা এবং ভাঙা। সুশান্তের চোখে কালো দাগ ছিল। মনে হয়েছে যেন কেউ ঘুষি মেরেছে। ঘাড়ের চিহ্ন দেখেও মনে হয়নি সে ঝুলে ছিল, ‘দেখে মনে হয়েছে তাঁকে শ্বাসরোধ করা হয়েছে।’

আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে? অভিনেতার মৃত্যুর আড়াই বছর পর তৈরি হয়েছে নতুন বিতর্ক। ফের চাঞ্চল্যকর মন্তব্য করেন কুপার হাসপাতালের মর্গকর্মী রূপকুমার শাহ। 

সংবাদমাধ্যমকে রূপকুমার জানিয়েছেন, সুশান্ত আত্মহত্যা করেননি। তাঁকে হত্যা করা হয়েছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্নও প্রত্যক্ষ করেছিলেন। মৃতদেহ দেখেই নাকি টের পেয়েছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর পরে দেহের ময়নাতদন্তের সঙ্গে যুক্ত ছিলেন ওই মর্গকর্মী।

এরপর ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি মর্গকর্মী রূপকুমার বলেছেন, সুশান্তের আঘাতের কথা তাঁর সিনিয়রদের কাছে তুলে ধরেছিলেন। কিন্তু তাঁরা তাঁকে 'নিজের কাজে মন দিতে' বলেছিল। মর্গকর্মীর দাবি, সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন মিলেছিল। এমনকি অভিনেতার পা ছিল বাঁকা এবং ভাঙা। যদিও অভিযোগের ভিত্তিতে কোনও প্রমাণই দিতে পারেননি ওই মর্গকর্মী। তাঁর কথায়, ‘আমি ময়নাতদন্ত দলের একজন অংশ ছিলাম। কিন্তু তখন ময়নাতদন্ত দলের নেতৃত্বে কে ছিলেন তা আমার মনে নেই।’

আরও পড়ুন: ‘পঞ্চমী’ ধারাবাহিকে রাজদীপের মায়ের ভূমিকায় ত্রমিলা, 'পয়মন্তী' চরিত্রটা কেমন?

তিনি আরও দাবি করেছেন, সুশান্তের চোখে কালো দাগ ছিল। মনে হয়েছে যেন কেউ ঘুষি মেরেছে। ঘাড়ের চিহ্ন দেখেও মনে হয়নি সে ঝুলে ছিল, ‘দেখে মনে হয়েছে তাঁকে শ্বাসরোধ করা হয়েছে।’

টিভিনাইন মারাঠিকে দেওয়া সাক্ষাৎকারে মর্গকর্মী রূপকুমার আগেই বলেছেন, 'ওই দিন পাঁচটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়। আমরা শুনেছিলাম, তার মধ্যে একটি নামজাদা কারও। আমরা ময়নাতদন্ত করতে গিয়ে জানতে পারি, সেটি সুশান্তের দেহ। ওঁর সারা গায়ে বেশ কিছু চিহ্ন ছিল। আর গলা-ঘাড়ের কাছেও তিনটি দাগ ছিল। মৃতদেহের ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ড হওয়ার কথা। কিন্তু উচ্চপদস্থরা বলেন, শুধু স্টিল ছবিই তোলা হবে। আমরা সেভাবেই কাজটি করি।’

২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। এর পর থেকেই তাঁর মৃত্যু নিয়ে নানা ধরনের ধোঁয়াশা রয়েছে। যদিও রিপোর্টে এটিকে আত্মহত্যা বলা হলেও সুশান্ত সিং রাজপুতের পরিবারের তরফে সে কথা মেনে নেওয়া হয়নি।

সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি সম্প্রতি সিবিআইকে অনুরোধ করেছেন যাতে তাঁরা এই দিকটা খতিয়ে দেখে। শ্বেতা টুইট করেন, ‘যদি এই দাবিতে এক কণাও সত্যি থাকে তাহলে আমরা সিবিআইকে অনুরোধ করতে চাই এটার দিকে নজর দিন সঠিকভাবে। আমরা সবসময় আশা করে এসেছি আপনারা সঠিক তদন্ত করবেন। এখনও পর্যন্ত কোনও পরিণতি আসেনি ভাবলেও আমাদের বুক ব্যথা করে।’

অন্য দিকে, সুশান্তের আইনজীবী এই প্রসঙ্গে মিডিয়াকে জানিয়েছেন, ‘আমি এই ব্যাপারে কিছুই বলতে পারব না। কারণ ওর বোনেরা আমাকে এই নিয়ে কিছুই বলেনি। কিন্তু আমি এখনও বলব সুশান্তের মৃত্যু কোনও সাধারণ আত্মহত্যার ঘটনা নয়। এর পিছনে ছিল বড় ষড়যন্ত্র, যা একমাত্র সিবিআই-ই খুঁজে বের করতে পারবে।’ 

 

বন্ধ করুন