বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রেমিকাকে ইমপ্রেস করতে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমনের বাবাকে মিছিমিছি হুমকি! ব্যবসায়ীর কথায় হতভম্ব পুলিশ

প্রেমিকাকে ইমপ্রেস করতে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমনের বাবাকে মিছিমিছি হুমকি! ব্যবসায়ীর কথায় হতভম্ব পুলিশ

প্রেমিকাকে ইমপ্রেস করতে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমনের বাবাকে মিছিমিছি হুমকি!

Salman Khan Father Threat: বুধবার সলমন খানের বাবা সেলিম খানকে এক ব্যক্তি রাস্তায় প্রকাশ্যে এক ব্যক্তি বাইকে এসে হুমকি দিয়ে যান। বলেন 'লরেন্স বিষ্ণোইকে পাঠাব?' এরপর পুলিশের দ্বারস্থ হন বর্ষীয়ান চিত্রনাট্যকার, ধরা পড়ে অভিযুক্ত। জেরায় কী জানালেন সেই ব্যক্তি?

বুধবার সলমন খানের বাবা সেলিম খানকে এক ব্যক্তি রাস্তায় প্রকাশ্যে এক ব্যক্তি বাইকে এসে হুমকি দিয়ে যান। বলেন 'লরেন্স বিষ্ণোইকে পাঠাব?' এরপর পুলিশের দ্বারস্থ হন বর্ষীয়ান চিত্রনাট্যকার, ধরা পড়ে অভিযুক্ত। জেরায় কী জানালেন সেই ব্যক্তি?

আরও পড়ুন: কদিনেই বিচ্ছেদ যন্ত্রণা সামলে উঠেছেন নাতাশা! ফিরলেন চেনা ছন্দে, একাকী কোথায় গেলেন হার্দিকের প্রাক্তন?

আরও পড়ুন: নিজে আইনজীবী হয়েও জন্য অত উকিল রেখেছেন কেন? RG Kar কাণ্ডে মমতাকে তোপ শ্রীলেখার

কী জানালেন সেই ব্যক্তি?

সেলিম খানের অভিযোগের ভিত্তিতে সেই বাইক আরোহী এবং তাঁর সঙ্গে থাকা বোরখা পরে থাকা মহিলাকে আটক করেছে মুম্বই পুলিশ। তাঁদের দুজনের নাম উমর আসিফ শেখ এবং আসমা শেখ। মূল অভিযুক্ত উমরের বয়স ২৬। তিনি পেশায় একজন পোশাক বিক্রেতা।

পুলিশি জেরায় উমর জানিয়েছেন তাঁর সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ নেই। তিনি কেবল তাঁর প্রেমিকার সামনে বীরত্ব প্রমাণ করতে চেয়েছিলেন। পুলিশের কথায়, 'উনি জানিয়েছেন উমর জানিয়েছেন তিনি সেলিম খানকে ভুয়ো হুমকি দিয়েছিলেন প্রেমিকা ইমপ্রেস করার জন্য।'

কী ঘটেছিল?

পুলিশের তরফে জানানো হয় বুধবার সকালে যখন কার্টার রোডে একটু হাঁটতে বেরিয়েছিলেন তখনই এক ব্যক্তি স্কুটারে করে আসেন। সঙ্গে এক মহিলাও ছিলেন। তাঁরা সেলিম খানের কাছে এসে গাড়ি থামান এবং হুমকির সুরে বলেন, 'লরেন্স বিষ্ণোইকে পাঠাব নাকি?' আর সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যান। সেলিম খান জানিয়েছেন যে মহিলা ওই স্কুটারে ছিলেন তবে মুখ ঢাকা ছিল বোরখা দিয়ে। জানা গিয়েছে স্কুটারটি কার্টার রোড থেকে ব্যান্ডস্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিল। উল্লিখিত কথাটা বলেই তাঁরা ইউ টার্ন নিয়ে বেরিয়ে যান। এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন সেলিম খান। এবং অভিযোগ দেয়ার করেন। তিনি ওই স্কুটারের নম্বর প্লেট থেকে কেবল ৪টি সংখ্যা মনে রাখতে পেরেছিলেন, যা হল ৭৪৪৪। আর সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ সেই ব্যক্তিকে আটক করে। এমনটা বান্দ্রা থানার এক পুলিশ কর্মী জানিয়েছেন। একাধিক ধারায় তাঁদের নামে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: টিআরপিতে বিরাট পতন, তবে কি ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে দিদি নম্বর ওয়ান? নেপথ্যে কোন কারণ?

তবে কেবল এদিনের এই ঘটনা নয়, দুদিন আগেই একজন বাইক আরোহী দ্রুত গতিতে বাইক চালিয়ে সলমন খানের গাড়ির কনভয়ে ঢোকার চেষ্টা করেন। এমনকি এর আগেও সেলিম খানকে হুমকি দেওয়া হয়েছে। শুধুই কি তাই ১৪ এপ্রিল তো দুই ব্যক্তি বাইকে করে এসে সলমনের বাড়ি উদ্দেশ্য করে গুলি চালিয়ে যান। সেই ঘটনার পর একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং প্রায় ১৮০০ পাতার একটি চার্জশিট ফাইল করা হয়েছে।

বায়োস্কোপ খবর

Latest News

চরম নাটক মারাঠা সচিবালয়ে, একাধিক বিধায়ক সহ ডেপুটি স্পিকারের ঝাঁপ ৪ তলা থেকে! দাড়িভিটের নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের স্বীকৃতি দিন, মমতাকে চিঠি লিখলেন সুকান্ত দুর্গাপুজো শেষ হলেই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ঘোষণা গিল্ডের ঢাকিদেরও বায়না দেওয়া হয়েছিল, বাড়িতে হওয়া দুর্গাপুজোর কথা বললেন নির্যাতিতার মা বিশ্বকাপ শুরুর আগেই কেন স্মৃতি, অমলদের চোখে জল? সন্দীপ ঘোষের সেদিনের কল লিস্ট এল CBI-এর হাতে, তদন্তের মোড় এবার ঘুরবে কোন দিকে? বাংলার উপকূলে দাঁড়িয়ে নিম্নচাপ, সাগরে তৈরি আরও এক ঘূর্ণাবর্ত, হবে ভারী বৃষ্টি বিদ্যা বালান তখন মেকআপে ব্যস্ত, দীর্ঘ অপেক্ষায় বিরক্ত কার্তিক? মিলল নিরাপত্তার আশ্বাস! দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছাপূরণ হতে পারে শাকিবের উপস্থিত ছিলেন কংগ্রেস নেতারাও, সেই আম্বানিদের বিয়ে নিয়ে গুরুতর অভিযোগ রাহুলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.