বাংলা নিউজ > বায়োস্কোপ > Cow Hug Day : ‘গরু যদি গুঁতিয়ে দেয়!’ ‘কাউ হাগ ডে’ নিয়ে হাসির রোল টলিপাড়ায়…

Cow Hug Day : ‘গরু যদি গুঁতিয়ে দেয়!’ ‘কাউ হাগ ডে’ নিয়ে হাসির রোল টলিপাড়ায়…

‘কাউ হাগ ডে’ নিয়ে কী বলছে টলিপাড়া?

'ভ্যালেন্টাইনস ডে' নয়, ১৪ ফেব্রুয়ারি ‘কাউ হাগ ডে’ সেলিব্রেট করা হোক। এমনই নির্দেশিকা ছিল কেন্দ্রীয় প্রাণী কল্যাণ পর্ষদের, যদিও বিতর্কের মধ্যে সেই নির্দেশিকা তুলে নেওয়া হয়ছে, তবে তা নিয়ে মুখ খুলতে ছাড়লেন না টলিপাড়ার শিল্পীরা…

প্রেমদিবসে গরুকে জড়িয়ে ধরতে হবে! দেশজুড়ে ভ্যালেন্টাইনস ডে-র বদলে পালিত হবে ‘কাউ হাগ ডে’। কেন্দ্রীয় প্রাণী কল্যাণ বোর্ডের তরফে সম্প্রতি এমনই নির্দেশিকা দেওয়া হয়। আর তা নিয়েই শুরু হয় জোর বিতর্ক। তোলপাড় হয় গোটা দেশ। যদিও শেষপর্যন্ত এই নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। তবে সে যাই হোক, প্রেমদিবসে ‘কাউ হাগ ডে’ পালনের নির্দেশিকা নিয়ে চর্চা এখনও বন্ধ হয়নি। কী বলছেন টলিপাড়ার শিল্পীরা?

<p>প্রদীপ্ত ভট্টাচার্য, পরিচালক</p>

প্রদীপ্ত ভট্টাচার্য, পরিচালক

এই নির্দেশিকা আপাতভাবে নিরীহ এবং হাস্যকর বলে মনে হলেও মোটেও তা নয়। ক্ষতিকর। তুলে নিয়েছে বলেই আপদ বিদেয় হয়েছে বলে মনে হয় না। আগামীদিনে কি আসতে চলেছে কে জানে।

<p>অনির্বাণ মাইতি, সম্পাদক</p>

অনির্বাণ মাইতি, সম্পাদক

প্রাণী কল্যাণ পর্ষদ যে নির্দেশিকা দিয়েছে, সেটা একদিকে ভালো। কারণ, মানুষের পশুপাখির প্রতি ভালোবাসা তো এমনিতে থাকে না, যদি একদিন গরুর প্রতিও ভালোবাসা প্রকাশ করা যায়, সেটা নাহয় ভালো। তাতে আপত্তির কিছু নেই। তবে যিনি এই নির্দেশিকা দিয়েছেন, ওঁকে যদি কেউ রাস্তাঘাটে এভাবে জড়িয়ে ধরেন তিনি মনে হয় না বিশেষ খুশি হবেন! তিনি অবাক হবেন বা বিরক্ত হবেন। গরুর ক্ষেত্রেও সেটা হবে। হঠাৎ করে গরুকে যদি জড়িয়ে ধরি, অথচ ওর সঙ্গে আমার কোনও বন্ধুত্বই নেই, তাহলে সেই প্রতিক্রিয়া মনে হয় না ভালো হবে! আমি জানি না, প্রাণী কল্যাণ পর্ষদ এটাতে কতটা কল্যাণ করবেন, তবে ওদের যে এজেন্ডা গরু হত্যা পাপ, গরুর প্রতি ভালোবাসা গড়ে তোলা, সেজন্যই হয়ত ওঁরা এটা করেছেন। তবে এতে গরুরা মোটেও খুশি হবে না।

<p>শ্রীলেখা মিত্র, অভিনেত্রী</p>

শ্রীলেখা মিত্র, অভিনেত্রী

এটা নিয়ে কী যে বলব! ছেলেমানুষি কিনা জানি না! এই যে মারোয়াড়িগুলো আমার বিল্ডিংয়ে রয়েছে, যাঁরা আমার কুকুর নিয়ে অশান্তি করেন, তাঁরাই আবার শনিবার কালো কুকুরকে খাওয়াবেন। কাউ হাগ ডে-তে গরুকে জড়িয়ে ধরবেন। পশুপ্রেমটা যদি রোজ থাকে তাহলে আমার কিছু বলার নেই। ব্যক্তিগত জীবনে প্রাণীদের দেখতে দেখতে আমি নিজেও মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। আগে যদিও খেতাম। এখন কোনও প্রাণীর মাংসই খাই না। প্রাণী মানে তো শুধু একটা প্রাণী নয়। তাই হাগ ডে যদি করতে হয় তাহলে অ্যানিম্যাল হাগ ডে করা হোক। গয়া গিয়েছিলাম, দেখলাম গরুগুলো কী যত্নে রয়েছে, অথচ কুকুরগুলো কী রোগা! গরুকে হঠাৎ করে বলদের মতো জড়িয়ে ধরতে গেলে তো লাথি খেতে হবে। (মজা করে)

<p>ইমন চক্রবর্তী</p>

ইমন চক্রবর্তী

কাউ হাগ ডে-তো তুলে নিয়েছে। এমন কিছু বলে কেন, যেটা তুলে নিতে হয়! (হাসি) ওঁরাই বলছেন, আবার তুলেও নিচ্ছেন। আমার ব্যক্তিগতভাবে কোনও প্রাণীকেই জড়িয়ে ধরতে অসুবিধা নেই। শুধু বাঘ, চিতার মতো প্রাণীরা যারা কামড়ে দেয়, তাদের ছাড়া…। কে কাকে জড়িয়ে ধরবেন, আর কাকে ধরবেন না, সেটাও যদি সরকার বলে দেয়, তাহলে মুশকিল। এটা মানুষের উপর ছাড়লেই ভালো হয়।

<p>বিশ্বনাথ বসু, অভিনেতা</p>

বিশ্বনাথ বসু, অভিনেতা

এটা নিয়ে আমি কিছু বলব না। আমি অভিনয়, কমেডি নিয়ে কথা বললে ঠিক আছে, কোনও বিতর্কে থাকতে চাই না।

<p>অপরাজিতা আঢ্য, অভিনেত্রী</p>

অপরাজিতা আঢ্য, অভিনেত্রী

কোনও একদিন কোনও কিছুই সেলিব্রেশনের কোনও অর্থ নেই। তাও আমরা বিগত এতবছর ধরে অনেককিছুই সেলিব্রেট করি, সেটাই হয়ত উপলক্ষ্য হয়ে যায়। তফাৎ যেটা সেটা হল আমরা পশুপ্রেমী নাকি পশুপ্রেমী নই, সেটা জড়িয়ে ধরে প্রমাণ করা যায় না। সবকিছুই কি আইনের মধ্যে বেঁধে দেওয়া যায়! তাহলে ভিতরে হয়ত আসল যে ভাবনাটা আছে, তা প্রকাশ পায় না। ভ্যালেন্টাইনস ডে, যেটা এতবছর ধরে সেলিব্রেট হয়ে আসছে, সেটা একটা বিশেষ ঘোষণার কারণে নষ্ট হওয়া উচিত নয়। আমি অন্তত গরুকে জড়িয়ে ধরব না, অত সাহস আমার নেই, গরু যদি গুঁতিয়ে দেয়! (হাসি)

<p>বনি সেনগুপ্ত</p>

বনি সেনগুপ্ত

আর কী কী শুনব! যত শুনি তত অবাক হই। আজকাল সহজ জীবনকে লোকজন বড় জটিল করে ফেলেন। সহজ জিনিসকে সহজ রাখলেই জীবন সুন্দর হয়। এসব মাথায় না নিয়ে আমার মনে হয়, যেটা এতবছর হয়ে এসেছে সেটাই হোক না। ওইদিন ভালোবাসার মানুষের সঙ্গে ভালোভাবে কাটানো যাক। এই দিনটা জটিল করে কী হবে! গো-মাতাকে এরমধ্যে না টানাই ভালো! (হাসি)

<p>পায়েল সরকার</p>

পায়েল সরকার

এটা নিয়ে আমার কিছু বলার নেই। তুলে নেওয়া হয়েছে যখন আর সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না।

<p>ঋতব্রত মুখোপাধ্যায়, অভিনেতা</p>

ঋতব্রত মুখোপাধ্যায়, অভিনেতা

এটা খুব বোকা বোকা। কী যে বলব! ভ্যালেন্টাইনস ডে-কে কাউন্টার করার জন্য আমাদের সংস্কৃতিতেও কিছু একটা হয় এটা প্রমাণ করার কিছু নেই। এটা তো খানিকটা ইনসিকিউরিটির জায়গা থেকে হয়। ও এটা তোমাদের আছে, তা আমাদেরও একটা আছে, এটা খানিকটা সেই ধরনের বিষয়। যাঁরা শিক্ষিত, তাঁরা ভারতবর্ষের ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে জানেন। ঐতিহ্য হিসাবে আমাদের অনেককিছুই রয়েছে, সেটা জোর করে কিছু প্রমাণ করার নেই। ওদের ভ্যালেন্টাইনস ডে আছে, তাহলে আমাদেরও কাউ হাগ ডে থাকুক, পাশ্চাত্যের সঙ্গে যেন প্রতিযোগিতা চলছে!

<p>আরব, গায়ক (টুম্পা সোনা)</p>

আরব, গায়ক (টুম্পা সোনা)

এই নতুন জেনারেশনের অনেকেই পশুপ্রেমী। তবে একই সেন্টিমেন্ট যখন গরুকে নিয়ে দেখানো হয়, তখন সেটাই অনেকে বিদ্রুপ করেন। তবে এক্ষেত্রে একটা বিষয় হাগ ডে যাঁরা ঘোষণা করেছিলেন, তাঁরা সেটা ১৪ ফেব্রুয়ারি কেন ঘোষণা করলেন! অর্থাৎ হয় মানুষ নয় গরুকে ভালোবাসো, যেন অপশনাল, সেটা হাস্যকর। তবে এসব ভুলে আমি যেহেতু নিরামিষাশী, তাই দুধ, ঘি, পনির এসবের মধ্যেই থাকি। তাই গরুকে আলিঙ্গন করতে আমার কোনও অসুবিধা নেই। যদি না কেউ বলেন, গরুকে আলিঙ্গন করলে মানুষকে আলিঙ্গন করা যাবে না। দুজনকেই নাহয় আলিঙ্গন করলাম! (হাসি) তবে ভ্যালেন্টাইনস ডে তুলে দিয়ে কিছু হোক সেটা চাই না।

<p>জিতু কমল</p>

জিতু কমল

আমি এটা নিয়ে সত্যিই কিছু বলতে চাই না। নবনীতার ঘটনার পর আমি খুবই হতাশ হয়েছি। ঠিক করেছি, রাজনৈতিক কোনও বিষয়ে আর নিজেকে জড়াব না।  

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.