বাংলা নিউজ > বায়োস্কোপ > তুমি চাটবে বলেই এঁটো বিস্কুট সারমেয় মুখে দেয়নি...' প্যারোডি গানে নচিকেতাকে বিঁধলেন অনুভব

তুমি চাটবে বলেই এঁটো বিস্কুট সারমেয় মুখে দেয়নি...' প্যারোডি গানে নচিকেতাকে বিঁধলেন অনুভব

প্যারোডি গানে নচিকেতাকে বিঁধলেন অনুভব

Anubhav on Nachiketa Chakraborty: সদ্যই মহানায়ক সম্মান পেয়েছেন নচিকেতা চক্রবর্তী। তারপরই তাঁকে বিদ্রুপ করে কোন গান গাইলেন সিপিএমের অনুভব মাইতি।

মহানায়ক উত্তম কুমারের ৫৪ তম মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবারে কারা মহানায়ক সম্মান পেয়েছেন সেটা ঘোষণা করেছেন। আর সেখানেই জানা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রদের সঙ্গে নচিকেতা চক্রবর্তীও এই সম্মান পেয়েছেন। তারপর গায়ককে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এবার তাঁকে গানে গানে বিঁধলেন সিপিএমের সমর্থন তথা জনপ্রিয় ইউটউবার অনুভব মাইতি।

আরও পড়ুন: 'রামের থেকে রাবণ ভালো'! বিতর্ক উসকে কেন এমন বললেন এসএস রাজামৌলি?

আরও পড়ুন: শাড়ি-ব্রা-কমোড-এসি অতীত, গণভবন থেকে হাসিনার ডিওরের ট্রলি তুলে পালালেন মহিলা! কাণ্ড দেখে তাজ্জব নেটদুনিয়া

নচিকেতা চক্রবর্তীর জন্য কী গাইলেন অনুভব মাইতি?

এদিন অনুভব মাইতি নচিকেতা চক্রবর্তীর জনপ্রিয় গান তুমি আসবে বলের প্যারোডি গান। তুমি আসবে বলে -কে বানিয়ে ফেলেন তুমি চাটবে বলেই। সেখানেই তিনি গায়ককে মুখ্যমন্ত্রীর পোষ্য বলে দাবি করেন। সুরে সুরে গান, 'তুমি চাটবে বলেই / তুমি চাটবে বলেই এঁটো বিস্কুট সারমেয় মুখে দেয়নি / তুমি চাটবে বলেই মুখ্যমন্ত্রীর সাদা চটি কাদা হয়নি / তুমি চাটবে বলেই / তুমি চাটবে বকেই স্তব্ধ গিটারে জমছে ধুলো সে যন্ত্রে / সে ময়লা শুধুই গিটারে নাকি আর তোমারও প্রতিটা রন্ধ্রে / আজ পোষ্য হলে।'

ইতিমধ্যেই এই প্যারোডি গানটি ২ লাখ ৬২ হাজারের বেশি ভিউজ পেয়েছে। শেয়ার হয়েছে বহুবার। অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'তোমার মতো প্রতিবাদী কণ্ঠ আজ সারা বাংলায় দরকার।' আরেকজন লেখেন, 'অসাধারণ প্যারোডি। মহানায়ক নচিকেতা চক্রবর্তী দয়া করে এই প্যারোডিটি শুনুন। খুবই ভালো লাগবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অসাধারণ, এই পুরস্কারটা দরকার ছিল নচিকেতার। মনে রাখতে হবে এই তৃণমূল দলের সঙ্গে যারা যোগাযোগ রাখে তারা কোনদিন ভালো হতে পারে না। লজ্জা লাগা উচিত নচিকেতার। মহানায়ক একটি আকাশ ছোঁয়া শব্দ। এই শব্দটি শুনলেই উত্তমকুমার শুধুমাত্র তার প্রতিচ্ছবি মনে ভেসে আসে। সেই মহানায়ক শব্দটির এতো দুর্ব্যবহার, সত্যি সেই শব্দটি এখন চটির তলায় স্নান পেয়েছে।'

আরও পড়ুন: ফের পুলিশ অফিসার হয়ে ফিরছেন আবির, তার আগে বহুরূপীর পোস্টার লঞ্চ অনুষ্ঠানে নজর কাড়লেন ঋতাভরী-কৌশানিরা

মহানায়ক সম্মান পেয়ে কী জানিয়েছে নচিকেতা?

এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে নচিকেতা জানিয়েছিলেন, ‘মহানায়ক সম্মান কিন্তু কেবল অভিনয়ের জন্য দেওয়া পুরস্কার নয়। মহানায়ক মানে অভিনেতা মহানায়ক নন। আমার গোটা জীবনের কাজের জন্য মহানায়কের সম্মানে আমায় এই পুরস্কার দেওয়া হয়েছে। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’ তাঁর আরও প্রশ্ন, 'কিছু অশিক্ষিত মানুষ অনেক রকম কথা বলছেন। কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, তাকে কি বিজ্ঞানী হতে হবে? তাঁদের বুঝতে হবে, আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোক। অন্তত ১২টা ছবিতে মিউজিক করেছি। তাহলে আমি কি সেই পুরস্কারটা পেতে পারি না? মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য আমায় অভিনেতাই হতে হবে এটা কোথায় লেখা আছে? মহানায়ক একটা ব্র্যান্ড।' তিনি আরও বলেন, 'ধরে নিন না, আমায় দিয়েই শুরু হল মহানায়ক সম্মান অভিনয়ের বাইরের শিল্পীদের দেওয়া। এরপরে অন্যান্য সঙ্গীতশিল্পীরা পাবেন, পরিচালকেরা পাবেন। আর অভিনয়ের বাইরেই বা বলি কি করে? গানে অভিনয় নেই? আমার ভাল লাগছে, এটা একটা ট্রেন্ড তৈরি হল।'

বায়োস্কোপ খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.