বর্তমানে সৌদি আরবে রয়েছেন সলমন খান। কিছুদিন আগে তিনি সেখানে একটি বক্সিং ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেখানে তাঁর ঠিক পাশেই সিট পড়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর প্রেমিকা জর্জিনা রোডরিগুয়েজ। সম্প্রতি সেই ম্যাচের আরও একটি ক্লিপ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ভাইজানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন রোনাল্ডো অথচ সলমনকে ঘুরেও দেখলেন না তিনি। যেন চিনতেই পারলেন না।
রেডইটে বলি ব্লাইন্ডস এন গসিপ পেজের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেই ভিডিয়োই বর্তমানে ভাইরাল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োতে সলমনকে বক্সিং ম্যাচের অন্যান্য দর্শকদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আর তখনই রোনাল্ডো তাঁর প্রেমিকার সঙ্গে বাইরে বেরিয়ে যান, ফিরেও তাকান না সলমনের দিকে।
এই পেজের তরফে একই সঙ্গে আরও একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠান থেকে হেঁটে বেরোচ্ছেন সলমন আর তাঁর বডিগার্ডরা ভিকি কৌশলকে ধাক্কা মারে সরিয়ে দিচ্ছেন। চলতি বছর আবু ধাবিতে একটি অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন ভিকি কৌশল এবং সলমন খান। তখনকারই ভিডিয়ো এটা। প্রসঙ্গত একটা সময় ভিকির ঘরণী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ছিল সলমনের। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি। দীর্ঘদিন ভিকির সঙ্গে প্রেম করার পর ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। বর্তমানে তাঁরা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
আরও পড়ুন: রণবীর-দীপিকার কফি উইথ করণ পর্ব নিয়ে খাপ পঞ্চায়েত! 'যা করার করুন' ট্রোলারদের তোপ করণ জোহরের
আরও পড়ুন: প্রসেনজিৎকে জাপটে ধরে রচনা, আবারও একসঙ্গে ছবিতে কাজ করছেন নাকি?
কী বলছেন নেটিজেনরা?
এক ব্যক্তি লেখেন, 'রোনাল্ডো সলমনের সঙ্গে ঠিক সেটাই করেছেন যেটা ভাইজান ভিকির সঙ্গে করেছিলেন।' আরেকজন লেখেন, 'রোনাল্ডো ভিকির হয়ে বদলা নিলেন।' 'এটা রোনাল্ডোর ভিকি কৌশল মোমেন্ট' মন্তব্য আরেকজনের।
আগামীতে মুক্তি পেতে চলেছে সলমন খানের টাইগার ৩। টাইগার ৩ ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনাকেও। দীপাবলির সময় মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে ভিকি কৌশলকে আগামীতে সাম বাহাদুর ছবিতে দেখা যাবে।