বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার অভিজাত রেস্তোরাঁ বাস্তিয়ান-অ্যাট দ্য টপে রবিবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। শিল্পার এই রোস্তোরাঁয় খেতে আসা এক অতিথির দামি গাড়ি চুরি যায়। বিল্ডিংয়ের পার্কিং লট থেকে ৮০ লক্ষ টাকা মূল্যের বিলাসবহুল টু সিটার কনভার্টেবল, একটি বিএমডব্লিউ জেড ৪ চুরি হয়ে যায় বলে জানা গেছে।
গাড়ির মালিক, বান্দ্রার ৩৪ বছর বয়সী ব্যবসায়ী রুহান ফিরোজ খান রাত ১টা নাগাদ দুই বন্ধুকে নিয়ে বাস্তিয়ানে পৌঁছন এবং রেস্তোরাঁয় নিযুক্ত ভ্যালেটের হাতে গাড়ির চাবি তুলে দেন। রেস্তোরাঁটি বন্ধ হয়ে যাওয়ার পর রুহান পার্কিং কর্মীদের তার গাড়িটি নিয়ে আসতে বলেন, তখন তাঁরা জানতে পারেন সেটি উধাও হয়ে গিয়েছে। পরে সিসিটিভি ফুটেজে নিশ্চিত হওয়া যায় যে, রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিএমডব্লিউটি চুরি করে নিয়ে যায়।
রুহানের অভিযোগের পরে, শিবাজি পার্ক পুলিশ সন্দেহভাজনদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩ এর ৩০৩ (২) (চুরির শাস্তি) ধারায় মামলা করেছে। রুহানের আইনজীবী আলি কাসিফ খান দেশমুখ বলেন, দুষ্কৃতীদের চিহ্নিত করতে পুলিশ সক্রিয়ভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
দাদর ওয়েস্টের কোহিনূর স্কোয়ারের ৪৮ তলায় বাস্তিয়ান অ্যাট দ্য টপ নামে একটি অভিজাত রেস্তোরাঁর মালিক শিল্পা শেট্টি। বরাবরই খুব জনপ্রিয় এটি, তারকা থেকে সাধারণ মানুষের কাছে। মুম্বইয়ের পুরো স্কাই লাইন নজরে আসে এখান থেকে। ভিতরের সাজসজ্জাও অতুলনীয়। মাস তিনেক আগে থেকেই নাকি বুক হয়ে যায় টেবিল। এখানকার খাবারের স্বাদ নাকি অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকে। দামও আকাশ ছোঁয়া। তবে সেখানকার দেশি-বিদেশি নানা পদ খেতে তাও ভিড় হয় দেখার মতো।
বলিউড অভিনেত্রী ও উদ্যোক্তা শিল্পা শেঠি কুন্দ্রা ১৯৯৩ সালে শাহরুখ খান ও কাজলের সঙ্গে অভিনয় করে সিনেমার জগতে পা রেখেছিলেন। ধরকন, ফির মিলেঙ্গে-এর মতো হিট সিনেমা তাঁর কেরিয়ারের গাড়ি তরতর করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
বাস্তিয়ানে যৌথ মালিকানা রয়েছে রাজ ও শিল্পার। তবে রাজ কুন্দ্রাই মূলত এটি দেখাশোনা করেন। নীল ছবির মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে, রাজ এই ব্যবসাতেই মন দিয়েছেন। তবে গাড়ি চুরির মতো ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে শিল্পা জানিয়েছেন, ‘গাড়ি চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। আমি পুলিশকে অনুরোধ করছি যে তারা দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করে।’