আগামী ২৮ ফেব্রুয়ারি Netflix - এ মুক্তি পেতে চলেছে ডাব্বা কার্টেল। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমা ট্রেলার। সিনেমার গল্প মুগ্ধ করেছে দর্শকদের। ২ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে কী রয়েছে? পাঁচ মধ্যবিত্ত নারীর কোন গল্প দেখানো হয়েছে সিনেমায়?
আরও পড়ুন: রাগত চোখে তাকিয়ে কার দিকে! সলমনের সিকান্দরের পোস্টারে মুগ্ধ নেটপাড়া
আরও পড়ুন: ডাকু মহারাজের পোস্টার থেকে উধাও উর্বশী, ভক্তেরা বলছেন, ‘প্রথম মহিলা যাকে…',
ডাব্বা কার্টেল ট্রেলার
ট্রেলারে দেখানো হয়েছে, পাঁচজন গৃহবধূ মধ্যবিত্ত মহিলা প্রতিদিন টিফিন তৈরি করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন। কিন্তু তাঁরা দুভাবে টিফিন তৈরি করেন। প্রথম প্রকারের টিফিনে থাকে ভাত, ডাল এবং অন্যান্য খাবার। দ্বিতীয় প্রকারের টিফিনে এমন কিছু দেওয়া হয় যার ফলে লাখ লাখ টাকা আয় করেন এই ৫ গৃহবধূ।
সিনেমার গল্প যত এগোয় ততই বোঝা যায়, একটি সাধারণ লাঞ্চবক্স পরিষেবার আড়ালে যে অন্য ব্যবসা শুরু করেছিল ৫ মহিলা, তাতে ধীরে ধীরে তারা নিজেরাই ফেঁসে যায়। নিজেদের পরিবার এবং নিজেদেরকে রক্ষা করার জন্য কী করবে তারা? আদৌ কি এই বিপদ থেকে রক্ষা পাবে তারা?
নেটফ্লিক্স এই সিরিজের ট্রেলার প্রকাশ্যে এনে ক্যাপশানে লিখেছে, They're cooking. And it's criminally good… অর্থাৎ কিছু একটা রান্না হচ্ছে, যেটা হচ্ছে সেটা ক্রিমিনালি দারুন।
আরও পড়ুন: ‘আমায় যদি ওয়াশরুমে যেতে হয়...’, ভ্যানিটি ভ্যান প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ রাকেশের
আরও পড়ুন: সর্দারজি ৩-এ এবার দিলজিতের সঙ্গে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির?
ডাব্বা কার্টেল অভিনয় করেছেন শাবানা আজমি, গজরাজ রাও, জ্যোতিকা, নিমিশা সজায়ন, শালিনী পান্ডে, অঞ্জলি আনন্দ, সাই তামহংকর, যীশু সেনগুপ্ত, লিলেট দুবে, ভূপেন্দ্র সিং জাদওয়াদ। পরিচালনা করেছেন হিতেশ ভাটিয়া। চিত্রনাট্য লিখেছেন বিষ্ণুমেনন এবং ভাবনা খের।