দাদাগিরি ১০ এ খেলতে আসছেন অমরেশ আচার্য। তিনি পেশায় একজন শিক্ষক। তবে গতে বাঁধা শিক্ষা দেওয়াই কেবল তাঁর কাজ নয়। তিনি তাঁর ছাত্রদের প্রকৃত অর্থে মানুষ করে তুলতে বদ্ধপরিকর। সেই গল্পই তিনি এদিন দাদাগিরির মঞ্চে শোনান। সেটা শুনে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
দাদাগিরি ১০ এ অমরেশ আচার্য
দাদাগিরি ১০ এ আসছেন মাস্টারদা, ওরফে অমরেশ আচার্য। তিনি পেশায় একজন শিক্ষক। তবে তার পাশাপাশি তিনি দুঃস্থ শিশুদের দেখাশোনা করেন। তাঁদের খেয়াল রাখেন। শিক্ষা দেন। এদিন দাদাগিরি ১০ এ নিজের কাজের কথা ভাগ করে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেন, 'কৃষ্ণনগর স্টেশনে যখন আমি রোজই দেখতাম কত মানুষ না খেয়ে শুয়ে আছেন। সেটা দেখে আমার খুব খারাপ লাগত। ব্যাপারটা আমায় খুবই ভাবাত। তারপর থেকে আমি এই কাজ শুরু করি। আমি এখন স্টেশনে গিয়ে ওখানকার শিশুদের দুধ খাওয়াই। ওদের স্কুলে পাঠাই। খেয়াল রাখি যাতে ওদের পুষ্টির কোনও ঘাটতি না হয় যেন।'
আরও পড়ুন: গোলাপি বেনারসিতে প্রশ্মিতা, পাশে ঘিয়ে পঞ্জাবিতে অনুপম, বিয়ে করেই লিখলেন, 'নতুন করে...'
আরও পড়ুন: কটাক্ষকে বুড়ো আঙুল, নিয়মরীতি মেনেই সাতপাকে বাঁধা পড়লেন শ্রীময়ী - কাঞ্চন, দেখুন বিয়ের প্রথম ছবি
অমরেশকে সকল শিশুরা ভালোবেসে মাস্টারদা বলে ডাকেন। আর তিনি ভালোবেসে ঠিক করেছেন ওদেরই নিজের পরিবার হিসেবে আপন করে নেবেন। তাই বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজের পাশাপাশি এই দুঃস্থ মানুষ এবং শিশুদের নিয়েই আছেন তিনি। তাঁর কাজ দেখে এবং শুনে মুগ্ধ হয়ে যান সৌরভ।
সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন তাঁর তারিফ করে ওঠেন। কাজ দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে আপনা থেকেই তাঁর মুখ থেকে 'বাহ' শব্দটি বেরিয়ে আসে। তারপর তিনি বলেন, 'তিনি সত্যিকারের একজন শিক্ষক।'
আরও পড়ুন: মাদকাসক্তির থেকে কাঞ্চনকে টেনে বের করেন শ্রীময়ীই! বিয়ের আগে বললেন, 'উত্তেজনায় ফুটছি...'
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।