দাদার ‘দাদাগিরি’। এই দুটো শব্দ বাংলার টেলিভিশনের দর্শকদের কাছে এখন নিত্যদিনই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘দাদা’ সৌরভ চিরকালই বাঙালির ভীষণ প্রিয়। আর এবার সৌরভের ক্যারিশ্মায় জনপ্রিয় হয়ে উঠেছে তাঁর টেলি শো 'দাদাগিরি'। সেখানে এসে গেম খেলার পাশাপাশি, নিত্যদিনই নানান অনুভূতি, অভিজ্ঞতা ভাগ করে নেন প্রতিযোগীরা। সেখানেই উঠে আসে নানান মজাদার বিষয় ও ঘটনা।
সৌরভের দাদাগিরির এমনই এক এপিসোডে প্রতিযোগী হয়ে হাজির হন শিলিগুড়ির বাসিন্দা, সোশ্যাল মিডিয়া সেনসেশন, RJ প্রিয়াঙ্কা সরকার। তিনিই সৌরভের কাছে বিশেষ অনুরোধ করেন। সৌরভও অবশ্য প্রিয়াঙ্কাকে ফিরিয়ে না দিয়ে অনুরোধ রাখলেন। তা কী অনুরোধ করেছেন প্রিয়াঙ্কা?
প্রিয়াঙ্কা সৌরভের কাছে হাতজোড় করে বলেন, ‘আমার একটা রিকোয়েস্ট (অনুরোধ) আছে।’ এরপর বললেন, ‘যেমন তুমি দেখলে আমি বাঙাল ভাষায় কথা বলি। শিলিগুড়ির ভাষাটাই অবশ্য এমন। আমরা ওইরকমই টোনে কথা বলি। অনেকেই আমাকে বলেন, তুমি কি বাংলাদেশ থেকে? তখন আমি বলি, আমি শিলিগুড়ির, ওখানকার ভাষাটাই ওইরকম। খাইছিস, যাইছিস, এমন…’।
আরও পড়ুন-এক প্লেটের দাম ৫০ হাজার! অরুণদার পাইস হোটেলের খিচুড়ির দাম শুনে সৌরভ বললেন 'জয় মা তারা'
আরও পড়ুন-'আমি একটু ধরে থাকিনা তোমার হাতটা, মনে হচ্ছে আমার…' সৌরভকে ছুঁয়ে আবেগঘন 'একলা' ইন্দ্রাণী
সৌরভকে প্রিয়াঙ্কা প্রশ্ন করেন, ‘কখনও কি তুমি বাঙাল ভাষায় কথা বলেছো?’ উত্তরে সৌরভ বলেন, ‘না, খুবই কম।’ প্রিয়াঙ্কা তখন বলেন, ‘আমি যদি তোমাকে একটা ওয়ার্ড বলি, যেটা বাঙাল ভাষায় খুবই জনপ্রিয়। সেটা কি তুমি বলতে পারবে? যেমন আমরা বলি ফাটায়দিসে।’ সৌরভ শুনে বলেন, ‘হ্যাঁ (বলতে পারব, সম্মতিক্রমে) ফাটায়দিসে’। আর তখন প্রিয়াঙ্কা ফের অনুরোধ করেন তাহলে এদের সকলের জন্য একবার বলো, ফাটায়দিসে। সৌরভও বললেন, ‘একদম ফাটায়দিসে, ৪জনেই ফাটায়দিসে।’
সৌরভের মুখে এমন বাঙাল শব্দ শুনে হেসে ফেলেন বাকি প্রতিযোগীরা। প্রসঙ্গত, সৌরভের জন্ম ঘটি পরিবারেই বলে জানা যায়। তিনি আবার মোহনবাগানের সমর্থক। একথা সকলেই এতদিনে জানেন। এদিকে 'দাদাগিরি'র মঞ্চেই এই ভাইরাল কন্যেকে সম্পর্কের টিপস দিয়েছেন সৌরভ। তাঁর কাছে একপ্রকার ‘লাভগুরু’ হয়ে গিয়েছিলেন সৌরভ।
প্রিয়াঙ্কাকে দাদা সরাসরি জিগ্গেস করেছিলেন, ‘প্রেম করার চেষ্টা চলছে, হচ্ছে না?’ উলটো দিক থেকে জবাব আসে- ‘কেউ পাত্তাই দিচ্ছে না’। এ কথা শুনে মহারাজের পরামর্শ ছিল, ‘আসলে বুঝতে পারছে না। প্রেমের কথাটা একটু রোম্যান্টিক হয়ে বলতে হবে, আমি শিখিয়ে দেব’। সৌরভের এমন পরামর্শ শুনে তখন প্রিয়াঙ্কা সহ সকলেই হেসে উঠেছিলেন।