এদিন দাদাগিরি ১০ এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাদাগিরি দেখাতে এসেছিল খুদেরা। সেখানেই অর্চিষ্মান নামক এক খুদের কথা শুনে নিজের এক অদ্ভুত মিল পেলেন সৌরভ। জানালেন সেই কথাও।
দাদাগিরি ১০ এ খুদেদের দাদাগিরি
এদিন অর্চিষ্মান নামক এক শিশু মালদা থেকে দাদাগিরি খেলতে আসে। সে সম্পর্কের বিষয়ে দারুণ ওয়াকিবহাল। কে কার কী হয় সহজেই বলে দিতে পারে। এদিন তাই সৌরভ গঙ্গোপাধ্যায় তার বিষয়ে বলেন, 'সে জানে কোন আত্মীয় তার সম্পর্কে কে হয়।' সঙ্গে করেন দুটো প্রশ্নও। সঠিক উত্তর দেয় সেই প্রশ্নগুলোর। এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায় ফের তাকে জিজ্ঞেস করেন, 'এই তোর মায়ের কটা বাড়ি?' জবাবে সে বলে, 'দুটো। মায়ের শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি।' সঞ্চালক অর্চিষ্মানকে তারপর আবারও জিজ্ঞেস করেন, 'তাহলে তুই থাকিস তোর মায়ের শ্বশুর বাড়িতে?' জবাবে অর্চিষ্মান হ্যাঁ বললে, সৌরভ বলেন, 'আমিও তাই। আমিও আমার মায়ের শ্বশুর বাড়িতে থাকি।' তাঁর এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে।
আরও পড়ুন: ২০২৪-এর অন্যতম হিট বাংলা ছবি, কিন্তু অতি উত্তম তৈরি হয়েছে কীভাবে? প্রকাশ্যে আনলেন সৃজিত
অর্চিষ্মান জানায় কেবল সে নয়, তার বাবাও তার মায়ের শ্বশুর বাড়িতেই থাকেন। ছেলের কথা শুনে হেসে ফেলে এই খুদের বাবা মা।
আপার কেজির ছাত্র এদিন তারপর সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবৃত্তি করে শোনায়। তবে সম্পর্কের বিষয়ে তার যতই জ্ঞান থাক, গুগলি রাউন্ডে নিজেই গুগলি খেয়ে যায় অর্চিষ্মান। দিয়ে ফেলে ভুল উত্তর।
আরও পড়ুন: 'সিনেমার কেরিয়ার শেষ, তাই এখন...' লাগাতার আক্রমণের শিকার হয়ে হিরণকে একহাত নিলেন দেব
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। তবে এখন দাদাগিরির ভক্তদের অনুমান শীঘ্রই এই শো শেষ হতে চলেছে। কারণ ইতিমধ্যেই জি বাংলার তরফে তাদের আরেক জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার প্রোমো প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। জলদি শুরু হয়ে যাবে অডিশন।