২০২৪ সাল সারা জীবন মনে থাকবে রাইমার। নভেম্বর মাসে আচমকাই বাবা ভরত দেব ভার্মাকে হারান তিনি। বাবার থেকে পাওয়া কিছু শিক্ষাকে সঙ্গে নিয়েই ২০২৫ শুরু করেছেন রাইমা। নতুন বছরে আর কী কী পরিকল্পনা রয়েছে রাইমার, জানালেন টাইমস অফ ইন্ডিয়াকে।
২০২৪ থেকে কি শিখলেন?
২০২৪ আমার কাছে সব থেকে খারাপ বছর কারণ আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা আমার প্রিয় বন্ধু ছিলেন। আমি ২০২৪ থেকে একটাই জিনিস শিখেছি, মৃত্যু জীবনের আসল সত্যি। বাবাকে হারিয়ে আমি অনেকটা সাহস অর্জন করেছি।
আপনি কী নিজেকে এখন জ্ঞানী বলবেন?
না। তবে এখন আমি আগের থেকে অনেক বেশি দায়িত্বশীল। আমার বাড়িতে আমার বাবা সব কিছু পরিচালনা করতেন, তার বদলে এখন আমাকেই সব দায়িত্ব নিতে হবে। বাবার শূন্যতা আমি ব্যাখ্যা করতে পারব না।
আরও পড়ুন: ঠিক যেন আইস কিউব! অনন্ত আম্বানির হাতঘড়ির দাম শুনে চোখ উঠবে কপালে, কত বলুন তো?
আরও পড়ুন: 'মেয়ের বিয়ের জন্য বাধ্য হয়ে…' আলিয়ার বিয়ের খরচ জোগাতে কী করেছিলেন অনুরাগ?
২০২৫ সালে কী প্ল্যানিং?
২০২৫ সালে আমি পরিপূর্ণভাবে বাঁচতে চাই। প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করতে চাই। আমি জানি না আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে, তাই প্রতিদিন আমি শেষ দিনের মতো বাঁচতে চাই।
বাবার থেকে পাওয়া কোন শিক্ষা নিয়ে নতুন বছর শুরু করলেন?
আমার বাবা একজন মজার মানুষ ছিলেন। বাবা বলতেন, উচ্চাভিলাসী হওয়া উচিত কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো বিশেষ প্রয়োজন। ভবিষ্যতে যাতে কোনও অনুশোচনা না থাকে, তার জন্য সবকিছু সমানভাবে বজায় রাখা প্রয়োজন। আজ বাবা নেই বলে বুঝতে পারছি বাবার দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রতিমুহূর্তে বেঁচে থাকার মধ্যেই আসল আনন্দ।
আরও পড়ুন: ভেন্টিলেশনে দেবের বাঘাযতীন পরিচালক, অবস্থা অতিসংকটজনক, RG করে ভর্তি ক্যানসার আক্রান্ত অরুণ রায়
বাবাকে হারানোর দুঃখ কী ভুলতে পারছেন?
দেখুন আমরা কেউ অতীতে ফিরে যেতে পারি না। আমরা কোনও কিছুই পরিবর্তন করতে পারি না। আমরা ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারি না। আমরা যেটা পারি সেটা প্রতিমুহূর্তে বেঁচে থাকতে এবং সমস্যার সঙ্গে মোকাবিলা করতে।
বিয়ে কবে করবেন?
বাবা মারা যাওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সঠিক জিনিস সঠিক সময় হয়। তাই আমি বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো করব না। হয়ত আমার এখন বিয়ের সময় হয়নি তাই আমি আবার জীবনসঙ্গীকে খুঁজে পাইনি। যখন সঠিক সময় হবে তখন নিশ্চয়ই খুঁজে পাব।