বাংলা নিউজ > বায়োস্কোপ > Dalljiet Kaur: ‘বড্ড খরচ’! দ্বিতীয় বিয়ে হল, ফের বাচ্চা নেবেন? হানিমুনে গিয়ে বেকায়দায় দলজিৎ

Dalljiet Kaur: ‘বড্ড খরচ’! দ্বিতীয় বিয়ে হল, ফের বাচ্চা নেবেন? হানিমুনে গিয়ে বেকায়দায় দলজিৎ

বাচ্চা প্ল্যান করবেন? 

শালিন বানোটের প্রাক্তন স্ত্রী সদ্যই বিয়ে করেছেন দুই কন্য়া সন্তানের বাবা ব্যবসায়ী নিখিল প্যাটেলকে। দলজিৎ নিজেও ৮ বছরের ছেলের মা। সন্তান নিয়ে ভবিষ্যত পরিকল্পনা ফাঁস করলেন অভিনেত্রী। 

বিগ বস প্রতিযোগী শালিন বানোটের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী দলজিৎ কৌর। দীর্ঘদিন আগেই সম্পর্কের পাঠ চুকেছে দুজনের। একদিকে কেরিয়ার দ্বিতীয় ইনিংস নিয়ে ব্যস্ত শালিন, আর সদ্যই দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন তাঁর প্রাক্তন স্ত্রী দলজিৎ। ব্যবসায়ী নিখিল প্যাটেলের সঙ্গে শনিবার সাত পাক ঘুরেছেন এই পঞ্জাবি অভিনেত্রী।

আপতত থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় ব্যস্ত দুজনে। সেখান থেকেই ইনস্টাগ্রাম লাইভে ফ্যানেদের সঙ্গে আড্ডা দিলেন নবদম্পতি। লন্ডনস্থিত ব্যবসায়ী নিখিল, তাঁর দুই কন্যা সন্তান (আরিয়ানা, অনিকা) রয়েছে। অন্যদিকে শালিন-দলজিতের এক পুত্র সন্তান রয়েছে, জেডন। ইনস্টাগ্রাম লাইভে একজন দলজিৎ-কে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ছোঁড়েন। জানতে চান, ভবিষ্যতে সন্তানের পরিকল্পনা রয়েছে কিনা। মুছকি হেসে অভিনেত্রীর জবাব, ‘একদম নয়, আমাদের তিন সন্তান রয়েছে’। মাথা নেড়ে সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে সহমত পোষণ করেন নিখিল, এরপর জানান, ‘ব্যাপারটা ব্যায়বহুল হয়ে যাবে’। বরের এই কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠেন দলজিৎ।

বেশিরভাগ অনুরাগী দাম্পত্য জীবনের শুভেচ্ছায় ভরিয়ে দেন দিলজিৎ-কে। মধুচন্দ্রিমার নানান মুহূর্ত ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নবদম্পতি। বিয়ের আসরে সাদা লেহেঙ্গা আর লাল দুপাট্টায় ছক ভাঙা সাজে পাওয়া গিয়েছিল দলজিৎ-কে। দুই সৎ কন্যা ও ছেলেকে সঙ্গে নিয়েই বিয়ে সারলেন অভিনেত্রী।

২০০৬ সালের টিভি শো ‘কুলবধু’-তে কাজ করার সময় প্রথম দেখা হয়েছিল শালিন আর দলজিতের। তিন বছর পর ২০০৯ সালের ডিসেম্বরে বিয়ে করেন তাঁরা। শালিনের বিরুদ্ধে মারধর-সহ একাধিক অভিযোগ তুলে ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন দলজিৎ। সেই সময় তাঁদের সন্তানের বয়স ছিল মাত্র ১ বছর।

আরও পড়ুন- লালের বদলে সাদা লেহেঙ্গা, বিয়ের মঞ্চে ছেলে ও সৎ মেয়ে, ব্যতিক্রমী দলজিৎ

২০২৩-র জানুয়ারি মাসে নিখিল প্যাটেলের সঙ্গে বাগদান সারেন দলজিৎ। একবার বিয়ে ভাঙলেও এই সামাজিক প্রতিষ্ঠান থেকে বিশ্বাস ওঠেনি অভিনেত্রীর। তবে দ্বিতীয় বিয়ে নিয়ে অতিরিক্ত সাবধানী তিনি, জানিয়েছেন- ‘এতটা সময় নিজেকে দিলাম, চাইনি এইবার কোনও ভুল সিদ্ধান্ত নিই’।

 

বন্ধ করুন