দলজিৎ কৌর মার্চের ১৮ তারিখ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আমেরিকা নিবাসী নিখিল প্যাটেলের সঙ্গে এদিন তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন। তাঁর বিয়ের আর মাত্র কদিন বাকি তার আগেই তিনি তাঁদের সম্পর্কের অদেখা একটি ভিডিয়ো পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। নেপালে গিয়ে তাঁর হবু স্বামী, নিখিল তাঁকে যে প্রপোজ করেছিলেন সেটারই একটা ভিডিয়ো ইনস্টাগ্রামে এদিন তিনি পোস্ট করেন।
সেখানে দেখা যাচ্ছে কাঠমাণ্ডুর রাস্তায় তাঁরা দুজন কালো জ্যাকেট পরে হাতে হাত ধরে হেঁটে আসছেন। এরপর সেই ভিডিয়োতে একাধিক শট দেখা যায় যেখানে ওদের আংটি সহ দলজিৎ কীভাবে নিখিলের কাঁধে ঘুমিয়ে পড়েন সেগুলো দেখানো হয়। এরপরই নিখিলকে হাঁটু গেঁড়ে তাঁকে প্রপোজ করতে দেখা যায়। এরপরই তাঁরা গভীর ভাবে একে অন্যকে চুমু খান।
দলজিৎ এই ভিডিয়ো পোস্ট করে ইনস্টাগ্রামে তাঁর ক্যাপশনে লেখেন, '৬ দিন বাকি আর আমাদের জীবনের সেই সব থেকে বিশেষ দিনটি আসতে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, অনুভূতিরা তালগোল পাকিয়ে যাচ্ছে। আজ থেকে আপনি আমাদের আমাদের প্রেমের সফরের টুকরো টুকরো মুহূর্তের ছবি দেখাব। কিন্তু তার আগে দেখুন কীভাবে সবটা শুরু হয়েছিল। ও আমায় নেপালের কাঠমাণ্ডুতে কীভাবে প্রপোজ করেছিল দেখুন।'
তাঁর এই পোস্টে বহু তারকারা নিজেদের মতামত জানিয়েছেন। ঋদ্ধিমা তিওয়ারি থেকে শ্বেতা তিওয়ারি, সুশান্ত দিভগিকর, প্রমুখ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়া এদিন তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে একগুচ্ছ ছবি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে তাঁর পরিবার বন্ধুদের সঙ্গে বিয়ের আগে মজা করতে দেখা যায়। ইতিমধ্যেই তাঁর হবু বর নিখিল দেশে ফিরে এসেছেন। তিনিও এখন তাঁর ব্যাচেলরহুডের শেষ দিনগুলো জমিয়ে আনন্দ করছেন।
দলজিতের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তাঁর সঙ্গে শালিন ভানোতের বিয়ে হয়েছিল। কিন্তু ২০১৫ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। তাঁদের একটি ছেলেও আছে, জেডন। এখন সে দলজিতের সঙ্গেই আফ্রিকার নাইরোবিতে চলে যাবে। এরপর তাঁরা যাবেন লন্ডনে যেখানে নিখিল জন্মেছেন এবং বড় হয়ে উঠেছেন।
কালা টিকা, কায়ামত কী রাত, গুড্ডা, সাসুরাল গেন্দা ফুল, ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন দলজিৎ। আগামী ১৮ তারিখ তিনি তাঁর নতুন জীবন শুরু করতে চলেছেন।