সারেগামাপা-র জমজমাট পর্ব দেখে সপ্তাহান্ত কাটছে বাঙালির। কিন্তু এর মাঝেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে চ্যানেলের নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর অডিশন পর্ব। ২৫শে অক্টোবর দার্জিলিং, ২৭শে অক্টোবর শিলিগুড়িতে অডিশনের ডেট পাকা। আরও পড়ুন-‘আলিয়া নামটা সার্থক’, মালায়ালাম কোন রাজ্যের ভাষা? জানা নেই কিয়ারার, কটাক্ষে জেরবার নায়িকা
টিভির পর্দায় নতুন বছরে আসবে ডান্স বাংলা ডান্সের ১৩তম সিজন। শোনা যাচ্ছে, মার্চ বা এপ্রিল মাস নাগাদ শুরু হবে নাচের রিয়ালিটি শো। তার আগে সারেগামাপা-ই মূল ফোকাস চ্যানেলের। নন-ফিকশনে আপতত প্রতিদ্বন্দ্বী চ্যানেল থেকে কোনও কম্পিটিশন নেই, তাই নিজেরদের মান ধরে রাখতে তৎপর জি বাংলা কর্তৃপক্ষ।
সপ্তাহ খানেক আগে একফ্রেমে পাওয়া গিয়েছিল তিন সুন্দরী শ্রাবন্তী-শুভশ্রী ও মৌনিকে। যা ডান্স বাংলা ডান্স ১৩-এর জল্পনা উস্কে দিয়েছিল। গত সিজনেও এই শো-এর বিচারকের ভূমিকায় পাওয়া গিয়েছিল এই তিন সুন্দরীকে। মৌনির অনুপস্থিতিতে শূন্য়স্থান ভরাট করেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। বিচারকের আসনে কোনও হেরফের হবে না, সেই সম্ভাবনা প্রবল।
২০০৭ সাল থেকে শুরু হয়েছিল ডান্স বাংলা ডান্সের সফর। শুরু থেকেই এই শো-এর সঙ্গে জড়িয়ে ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। মাঝে অবশ্য সেই বন্ধন আলগা হয়েছিল, তবে গত সিজনে মহাগুরুর আসন অলঙ্কৃত করেছিলেন তিনি। কিন্তু বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত নির্মাতরা। তাই খুব সম্ভবত এই সিজনের অংশ হবেন না মিঠুন। সদ্য দাদাসাহেব ফালকে জয়ী অভিনেতা বেশ কয়েক মাস ধরেই নানান শারীরিক সমস্যায় জেরবার। ভাঙা হাতেই পুরস্কার গ্রহণ করেছেন ‘শাস্ত্রী’ অভিনেতা।
মিঠুন যদি ডান্স বাংলা ডান্স ১৩-র অংশ না হন, তাহলে সেই শূন্যস্থান কে ভরাট করবেন? সেই নিয়ে উঠছে প্রশ্ন! টেলিপাড়ায় জল্পনা অভিজিৎ সেন পরিচালিত ডান্স বাংলা ডান্স-এর অংশ হতে পারেন দেব। কারণ পরিচালকের সঙ্গে এখন পারিবারিক সম্পর্ক দেবের। ডান্স রিয়ালিটি শো-র আগেও অংশ থেকেছেন দেব। তবে তা প্রতিদ্বন্দ্বী চ্যানেলে। দেবের ডান্স বাংলা ডান্স-এর অংশ হওয়াটা, নেহাতই জল্পনার স্তরে। তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অডিশনের ঘোষণায় সাফ জানানো হয়েছে, ৪ বছরের উর্ধ্বে যে কেউ এই প্রতিযোগিতার জন্য অডিশন রাউন্ডে অংশ নিতে পারবে। সোলো,ডুয়েট এবং গ্রুপ অর্থাৎ একক, দ্বৈত কিংবা দলীয় নৃত্যশিল্পীরা যোগ দিতে পারবে অনুষ্ঠানে। ঝাড়াই বাছই পর্ব শেষ হলে আগামী বছরের গোড়ায় শুরু হবে শ্যুটিং পর্ব।