ড্যান্স বাংলা ড্যান্স রিয়েলিটি শো থেকে পেয়েছিলেন খ্যাতি। জনপ্রিয়তার হাত ধরে পাচ্ছিলেন বহু শো। কিন্তু স্থানীয় কিছু যুবক লাগাতার উত্যক্ত করত তাঁকে। এরপরই এদিন বাড়িতে আত্মহত্যা করে উক্ত রিয়েলিটি শোয়ের প্রাক্তন প্রতিযোগী, তথা এক নাবালিকা।
আরও পড়ুন: বাগদানের অনুষ্ঠানেই কোয়েলের পর্দা ফাঁস করল রাই! ভুল শুধরে এবার স্ত্রীর কাছে ফিরবে অনির্বাণ?
আরও পড়ুন: 'কাজটা মোটেই ঠিক হল না, সবটা...' ভোটের নিরিখে ইন্ডিয়ান আইডল থেকে বাদ বাংলার সৃজন! চটে লাল অনুরাগীরা
কী ঘটেছে?
জানা গিয়েছে বাড়ি থেকেই এদিন ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত এই শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তার ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। বিগত কিছুদিন ধরেই বনগাঁর চাঁদপাড়া এলাকার কিছু যুবক সেই নাবালিকাকে উত্যক্ত করছিলেন বলেই মৃতার পরিবার এবং স্থানীয়দের তরফে জানানো হয়েছে। আর তারপরই এমন কাণ্ড ঘটায় সে। ইতিমধ্যেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতার বাবা মা জানিয়েছেন বুল্টন, বিট্টু এবং সুমন্ত নামক তিন যুবক সহ আরও কিছু যুবক মিলে তাঁদের মেয়ের উপর মানসিক চাপ তৈরি করছিলেন। বয়সে মৃতার থেকে তাঁরা অনেকটা বড় হলেও তাঁদের সঙ্গে ওকে মিশতে জোর করা হতো, তাঁদের সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ উঠছে। তাঁদের কথা মতো কাজ না করলেই ভয় দেখাতেন তাঁরা। ফোন করে হুমকি দিতেন। তাই এদিন তাঁরা উক্ত তিন যুবকের নামে আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন।
যেদিন ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত এই নাবালিকা আত্মহত্যা করে সেদিনও সে এই যুবকদের সঙ্গে বেরিয়েছিল। এরপর সে বাড়ি ফেরার পরই তার বাবার কাছে ফোন আসে যে তাঁর মেয়ে আত্মহত্যা করতে পারে। তিনি বাড়ি এসে দেখেন যে সেটাই ঘটেছে। হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। কিন্ত কেন তার উপর সেই যুবকরা এমন মানসিক অত্যাচার চালাচ্ছিলেন, কী ঘটেছিল সবটাই খতিয়ে দেখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন, এটাই প্রথম নয়। এর আগেও এই যুবকরা অনেক মেয়েকে টার্গেট করেছেন। একজন আত্মহত্যাও করেছেন বলে জানানো হয়েছে।
(Suicide prevention helpline-এর নম্বর:
ব্র্যান্ডেভালা ফাউন্ডেশন 9999666555 ২৪ ঘণ্টা
লাইফলাইন ফাউন্ডেশন 9088030303 সকাল ১০-সন্ধ্যা ৭ টা)