আজকাল বিভিন্ন রিয়েলিটি শোতে নানা ধরনের ভাবনা মাথায় রেখে গান বা নাচে বেশ রকমফের আনা হয়। নাচের ক্ষেত্রে পোশাকেও চমক দেখা যায়। তবে এদিন ড্যান্স বাংলা ড্যান্সের একটি ক্লিপ ভাইরাল হতেই সেটা নিয়ে ছিঃ ছিঃ পড়েছে নেটপাড়ায়। কিন্তু কী ঘটেছে? এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ওড়িশি পোশাক পরে বিবি পায়রা গানটিতে নাচ করছেন এবারের অন্যতম প্রতিযোগী অনুষ্কা।
তাঁর নাচের কিছুটা ক্ল্যাসিক্যাল স্টেপস থাকলেও, পরের দিকে ঠুমকা, ফ্রি স্টাইল স্টেপস দেখা যায়। সঙ্গে তেমনি অঙ্গভঙ্গি, এক্সপ্রেশন। তাঁর সেই পারফরমেন্স দেখে বিচারকরা খুশি, সেই পর্বে হাজির থাকা বিশেষ অতিথি অর্থাৎ গৃহপ্রবেশ সিনেমার প্রচারে আসা জিতু কমল, ইন্দ্রদীপ দাশগুপ্ত খুশি হলেও চটে লাল নেটপাড়া। একটি শাস্ত্রীয় নৃত্যের পোশাকের এমন 'অবমাননা' তাঁরা মেনে নিতে পারছেন না।
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'ভিডিয়োটা দিতে বাধ্য হলাম। আমার ফেসবুকে যে সমস্ত নৃত্য শিল্পীরা আছেন তাঁরা বলতে পারবেন যে এটা কি। ওড়িশি নৃত্যকে নিয়ে এভাবে ছেলেখেলা না করলেই পারত। জানি না এই নৃত্যর সৃজনশীল কে, তবুও তাঁর উদ্দেশ্যে বলছি আপনি আপনার যোগ্যতা নিয়ে কাজ করছে আপনার কি উচিৎ হয়েছে এটা করা? দিনের পর দিন ড্যান্স নিয়ে ছেলে খেলা হচ্ছে, ছিঃ। ধিক্কার জানাই এই রিয়েলিটি শোকে।' আরেকজন সেই ভিডিয়োতে মন্তব্য করেন, 'নাচের মতো পবিত্র জিনিসকে অপমান করা ছাড়া এগুলো কিছুই না, classical dance এর পোশাক, সাজসজ্জা ব্যবহার করে, সেটিকেই বিকৃত করে দেওয়া চলছে, দিনের পর দিন এগুলো দেখা সত্যিই classical dancer হিসেবে দুঃখজনক।' কেউ আবার লেখেন, 'আপনি আলাদা ভাবে মতামত জানাতে দিলেন তাই আমরাও জানতে পারছি নাহলে এত প্রশংসামূলক মন্তব্য থাকে এই নাচগুলোর কমেন্ট বক্সে তখন নিজেদের শিক্ষা নিয়ে লজ্জা লাগে, সাথে নিজেদের রুচিশীল মতো প্রকাশ করলে তো আর কথাই নেই।' তৃতীয় জনের মত, 'সব নৃত্যশৈলীর আলাদা আলাদা নিজস্বতা আছে। সেটাকে মেইন্টেইন করে নাচ করলে কি ক্ষতি হয় কে জানে? রবীন্দ্র -নজরুল নৃত্যে জিমন্যাস্টিক, একটা ক্রিয়েটিভ ড্যান্সে ক্লাসিক্যাল কস্টিউম বা গয়না ব্যবহার করে সেই নৃত্যশৈলীর নিজস্বতা নষ্ট করে কি পায় জানি না। ওয়েস্টার্ন ডান্সে করুক জিমন্যাস্টিক। ক্লাসিক্যাল, রবীন্দ্র, নজরুল নৃত্যর নিজস্বতা রেখে নাচ করলে আমার মনে হয় রিয়ালিটি শোয়ের গ্রহণযোগ্যতাও বাড়বে। আমার সীমিত জ্ঞানে তো তাই মনে হয়।'