২০১৬ সালে 'দঙ্গল' দিয়ে শুরু, অল্প সময়ের মধ্যেই অভিনেত্রী হিসাবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন সানায়া মলহোত্রা। খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'কাটহাল'। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তারই মাঝে নতুন সুখবর দিলেন সানায়া মালহোত্রা।
কী সেই সুখবর?
দিল্লি সংলগ্ন গুরুগ্রামে ৪ কামরার নতুন বাড়ি কিনেছেন সানায়া মালহোত্রা। সম্প্রতি সেই বাড়িরই গৃহপ্রবেশ করেছেন অভিনেত্রী। তারই এক ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সবুজ গর্জাস ব্লাউজের সঙ্গে সাদা শাড়িতে দেখা গিয়েছে সানায়াকে। মাথায় ঘট নিয়ে গৃহপ্রবেশ করেছেন তিনি। ছবি শেয়ার করে সানায়া লিখেছেন, 'নতুন বাড়ি'। প্রসঙ্গত, সানায়া মূলত দিল্লিরই বাসিন্দা। সেখানেই তাঁর পড়াশোনা ও বড় হয়ে ওঠা। তবে বর্তমানে কাজের সূত্রে এখন প্রায়ই তাঁকে মুম্বইতে থাকতে হয়।
প্রসঙ্গত সানায়া নিজের শহর দিল্লি থেকেই তাঁর আগামী ছবি 'কাটহাল'-এর প্রচার শুরু করেছেন। এই ছবিতে প্রথমবারের জন্য সানায়াকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। ট্রেলারে, আমরা একজন মহিলা পুলিশ অফিসারকে (সানায়া) ঘিরে একটি কমেডি গল্প দেখা যাচ্ছে। যেখানে তিনি একজন বিধায়কের (অভিনেতা বিজয় রাজ) অভিনীত বাগান থেকে দুটি কাঁঠাল চুরি হওয়ার রহস্য উন্মোচনের চেষ্টা করছেন। ছবিতে রাজপাল যাদবকে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা গিয়েছে।
ছবির পরিচালক ও সহ- চিত্রনাট্য়কার যশোবর্ধন মিশ্র ছবিটি সম্পর্কে বলেছেন, ‘আমার প্রথম ছবি 'কাটহাল'- এর ট্রেলার লঞ্চে অভিজ্ঞতা রোমাঞ্চকর। এখানে প্রতিভাবান অভিনেতাদের পেয়েছি। এই গল্প দর্শকদের হাসতে বাধ্য করবে এবং সেইসঙ্গে নিশ্চিত করবে যে তাঁরা একটি শক্তিশালী চিন্তাভাবনা নিয়ে যাবে। এখানে উদ্ভট ব্যঙ্গ-কৌতুক খুব কম। আমরা চরম সংবেদনশীলতার সঙ্গে প্রতিটি চরিত্র এঁকেছি।১৯ মে ছবিটি Netflix-এ স্ট্রিমিং হবে।'