প্রয়াত আমির খানের 'দঙ্গল' কন্যা সুহানি ভাটনাগর। 'দঙ্গল' ছবিতে আমির খান ‘মহাবীর সিং ফোগত’-এর মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। কিশোরী বয়সের ববিতার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যেয় দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানি ভাটনগরের। মৃত্যুর খবর সকলে জানতে পারেন শনিবার সকালে। মাত্র ১৯ বছর বয়সেই চলে যেতে হল তাঁকে।
'জাগরণ' এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কিছুদিন আগেই অভিনেত্রী সুহানি ভাটনাগরের পা ভেঙেছিলেন এবং সেকারণেই চিকিৎসা চলছিল তাঁর। সেই চিকিৎসার জন্য বেশিকিছু ওষুধ খেয়েছিলেন তিনি। সেই ওষুধের ওষুধগুলির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে সুহানির শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করে। আর সেটাই নাকি সুহানির এই অকাল মৃত্যুর কারণ।
জানা যাচ্ছে, চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। শনিবার ফরিদাবাদেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি। তবে পড়াশোনার জন্য আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। সুহানি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয়ে ফিরবেন। তবে তাঁর সে ইচ্ছা অধরাই রয়ে গেল চিরকালের জন্য…।
আরও পড়ুন-প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, মাতৃহারা যিশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা
এদিকে সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রামে অভিনেত্রী সুহানি ভাটনাগর খুব একটা সক্রিয় ছিলেন না। তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট ২০২১ সালের নভেম্বরের, যেখানে কয়েকটি সেলফি পোস্ট করেছিলেন তিনি। তার আগে অবশ্য তিনি প্রায়ই নিজের ছবি এবং ভিডিও শেয়ার করতেন। ২০.৯ হাজার অনুসরণকারী রয়েছে তাঁর। সুহানি তার ‘দঙ্গল’ সহ-অভিনেতাদের সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছিলেন।