নেট-দুনিয়ায় ট্রোলিংয়ের নিশানায় হামেশাই পড়েন সেলেব্রিটিরা। তবে আজকাল ট্রোল বাহিনীর ফেভারিট হয়ে উঠেছেন দর্শনা বণিক। গত বছর ডিসেম্বরে অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করেছিলেন নায়িকা। তারপর থেকেই আলোচনার কেন্দ্রে অভিনেত্রী। বিয়ের প্রথম বর্ষপূর্তিতে বাকি হাতে গোনা আর কয়েকটা দিন। এখনও দর্শনাকে নতুন বউ বলা চলে। আরও পড়ুন-‘ভোজপুরি পর্ন স্টার পবন সিং’-এর সাথে রোম্যান্সের পর মাড়োয়ারির বউ! বাংলাপক্ষের রোষে দর্শনা, ফুঁসলেন গর্গ
শুক্রবার সন্ধ্যায় বন্ধু পৌলমী দাসের বিয়ের আসরে বরের হাত ধরেই পৌঁছেছিলেন দর্শনা। পরনে মায়ের নীল সিল্কের শাড়ি আর সাদা ব্লাউজ। সঙ্গে কানে চাঁদবালি, খালি গলা এবং সমান্য মেকআপে দর্শনা। চুলে হালকা কার্ল করেছিলেন অভিনেত্রী। সাবেকি পোশাকে ভারী মিষ্টি দেখালো তাঁকে। কিন্তু বিয়ের কোনও চিহ্ন এদিন সঙ্গে ছিল না দর্শনার। সিঁথিতে সিঁদুর, কিংবা হাতে শাঁখা-পলা পরেননি তিনি। যা একান্তভাবেই তাঁর সিদ্ধান্ত। এই ঘটনার জেরেই অকারণে নেটিজেনদের বিদ্রুপের মুখে পড়তে হল দর্শনাকে।
যার জেরে রীতিমতো বিরক্ত দর্শনা। সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠলেন সৌরভ ঘরণী। দর্শনা স্পষ্ট লেখেন, ‘সিঁদুর পরলে আরও ভালো লাগত জাতীয় যে কমেন্ট দেখব, সেটাই ডিলিট করবো এবং কমেন্ট সেকশন অফ করবো। ধন্যবাদ। অনেক হয়েছে…’। সেই পোস্টের কমেন্ট বক্স বন্ধই রাখেন দর্শনা।
আরও পড়ুন-‘আমিই সরি বলি, বউ সবসময় ঠিক..’, বিয়ের ৭ মাস, দর্শনা থেকে ট্রোলিং, অকপট জবাব সৌরভের
মায়ের শাড়িতে দর্শনাকে দেখে প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা। তৃণা সাহা লেখেন, ‘মিষ্টি ব্যাপার’। লাল হৃদয়ের চিহ্ন আঁকেন অভিনেত্রী সুস্মিতা। এদিন বউয়ের পাশে সৌরভকে পাওয়া গেল ক্যাজুয়াল লুকে। জিনস আর জ্যাকেট পরেই বিয়েবাড়িতে যোগ দেন তিনি।
আরও পড়ুন-লোটে মাছের পকোড়া থেকে মরিচ মটন! পৌলমীর বিয়ের মেনু জুড়ে বাঙালিয়ানা, এলাহি আয়োজন
কব্জি ডুবিয়ে খাবারও খেয়েছেন নায়ক। বিয়ে বাড়িতে পানের কাউন্টারে গিয়ে মিষ্টি পানের স্বাদও চেখে দেখলেন। ট্রোল পুলিশদের জবাব দিতে ওস্তাদ দর্শনা। কিছুদিন আগে পবন সিং-এর সঙ্গে ভোজপুরী মিউজিক ভিডিয়োর অংশ হওয়ার জেরেই দর্শনাকে কটাক্ষ করেছিল অনেকে। এক নেটিজেন দর্শনার পোস্টে কটাক্ষ করে লিখেছিলেন, 'একদিকে এই পবন সিং বাঙালি মেয়েদের তার গানে অবজেক্টিফাই করছে আর আপনি তার গানে নাচছেন। মান, সম্মান, লজ্জা, একেবারেই বিসর্জন দিয়েছেন। নিজেকে আর বাঙালি বলবেন না।' তাতে অভিনেত্রী উত্তর দেন 'নিজের চরকায় তেল দিন।'