বাংলা নিউজ > বায়োস্কোপ > Darlings teaser: মা-মেয়ের চরিত্রে আলিয়া, শেফালি! শিকারী কখনও শিকার ছাড়তে পারে?

Darlings teaser: মা-মেয়ের চরিত্রে আলিয়া, শেফালি! শিকারী কখনও শিকার ছাড়তে পারে?

আলিয়া, শেফালি ‘ডার্লিংস’-এর দৃশ্যে

ডার্লিংস টিজার: আলিয়া ভাট এবং শেফালি শাহ নেটফ্লিক্সের নতুন ছবিতে মেয়ে এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

আলিয়া ভাটের আসন্ন সিনেমা ‘ডার্লিংস’-এর প্রথম টিজার প্রকাশ্যে এসেছে। নেটফ্লিক্সের এই সিনেমা আলিয়া অভিনীত প্রথম থ্রিলার ধর্মী সিনেমা। 'ডার্লিংস'-এ আরও অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথু।

টিজারের শুরুতে আলিয়া এবং বিজয় ভার্মার প্রেম-ঝগড়া চোখে পড়ে। শেফালি শাহ অভিনীত, মায়ের চরিত্রের কাছে আশীর্বাদ নিয়ে দুজনে বিয়ে করেন। বিষয়গুলি শীঘ্রই খারাপের দিকে মোড় নেয়। কারণ সন্দেহ, গোপনীয়তা এবং অশুভ উদ্দেশ্য সেগুলিকে গ্রাস করে।

আরও পড়ুন: স্বামীর সঙ্গে মক্কায় প্রথম হজযাত্রা প্রাক্তন অভিনেত্রী সানা খানের, দেখুন ভিডিয়ো

গোটা টিজারে আলিয়া একটি ব্যাঙ এবং একটি বিছে সম্পর্কে ভয়ঙ্কর গল্প আবৃত্তি করে। কীভাবে এক শিকারী কখনই তাঁদের আসল প্রকৃতি ত্যাগ করে না, সেই কথাই উঠে আসে। রইল ‘ডার্লিংস’-এর টিজার-

মা এবং মেয়ের সম্পর্কের গল্প নিয়ে ছবির গল্প। ছবিতে নিজেদের জীবনযুদ্ধ কীভাবে চালিয়ে যাচ্ছেন তাঁরা তা ফুটে উঠবে। শাহরুখের রেড চিলিসের সঙ্গেই জুটি বেঁধে আসছে আলিয়া প্রযোজিত এই ছবি। এটি একটি ডার্ক কমেডি ফিল্ম।

আলিয়ার প্রযোজনা সংস্থার নাম ইটারনাল সান সাইন প্রোডাকশন। আগামী ৫ অগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘ডার্লিংস’।

বন্ধ করুন