লাখো মহিলা ভক্তের মন ভেঙে নতুন বছরের শুরুতেই নতুন জীবন শুরু করলেন দর্শন। গোপনে প্রিয় বন্ধু ধরল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। রীতি মেনে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমেই সেরেছেন বিয়ে। তাঁদের বিয়ের কিছু মিষ্টি মুহূর্তের ছবিও স্যোশাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দর্শন।
ইনস্টাগ্রামে বিয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। স্ত্রীয়ের সঙ্গে কাটানো তাঁর বিশেষ দিনের সুন্দর কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দম্পতিকে সাবেকি পোশাকে দেখা গিয়েছে। তাঁদের প্রতিটি ছবিতেই তাঁদের মুখে ফুটে উঠেছে আনন্দের ঝলক ও ভালোবাসার ছোঁয়া। ছবিতে তাঁদের রসায়ন ও একে অপরের প্রতি প্রেম সকলের নজর কেড়েছে।
আরও পড়ুন: পল্লবীর পর্দার বরের বিয়ে! ‘সাজও আলাদা হবে…’ সৃজনের বিয়ে নিয়ে উত্তেজিত 'পর্ণা'
ছবিগুলি শেয়ার করে দর্শন লিখেছেন, 'আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার'। পোস্ট প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমের পাতায় তাঁদের ছবি দেখে নবদম্পতিকে ভালবাসা এবং শুভেচ্ছায় ভরে দিয়েছেন অনুরাগীরা। তাঁরা নানা মন্তব্য -সহ আন্তরিক অভিনন্দন এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
এক ভক্ত লিখেছেন, ‘মা গো!!!! আমি ছবিগুলো দেখে নিজেকে ধরে রাখতে পারছি না। আমরা কী জানতাম আমদের জন্য এমন কিছু অপেক্ষা করছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, 'ওহ মাই গড', নজর যেন না লাগে, অনেক অনেক অভিনন্দন রাভাল, আপনার সুখী ও সুস্থ দাম্পত্য জীবন কামনা করি।'
আরও পড়ুন: ‘ইমার্জেন্সি’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে সদগুরু! 'সহজ কাজ নয়…' কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ
আর একজন লেখেন, ‘যে দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, অবশেষে তা এসে গিয়েছে এবং এর থেকে ভালো আর কিছু হতে পারত না! আপনাকে জীবনের এই সুন্দর নতুন অধ্যায়ে পা রাখতে দেখে আমার মন আনন্দে ভরে গিয়েছে। এখানেই রয়েছে সারাজীবনের ভালোবাসা, হাসি-ঠাট্টা আর অসংখ্য স্মৃতি। আপনারা দু’জনে পৃথিবীর সব সুখ পান এই কামনাই করি। আমি আপনাদের পরিবার বলতে পেরে গর্বিত। সবচেয়ে সুন্দর দম্পতিকে অভিনন্দন! অন্য একজন লেখেন, ‘আপনাদের দু’জনকেই অনেক ভালোবাসি।'
ধরাল সুরেলিয়া সম্পর্কে
ইনস্টাগ্রাম বায়ো অনুসারে, ধরল আর্কিটেক ডিজাইনার। ধরল সিইপিটি, ইটিএইচ, ব্যাবসন এবং আরআইএসডি -সহ বহু বিখ্যাত প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন।
কাজের সূত্রে, দর্শনকে, ‘প্রেম রতন ধন পায়ো’ তে ‘জব তুম চাহো’, ‘তেরা সুররুর’ ছবি থেকে ‘ম্যায় ওহ চাঁদ’, তারপর 'সনম তেরি কসম' ছবিতে ‘তু খিচ মেরি ফটো’, ‘লাভযাত্রী’ তে ‘চোগাদা’, ‘মিত্রোঁর কামারিয়া’, ‘মেড ইন চায়না’ থেকে ‘ওধনি’, ‘লাভ আজ কাল’ থেকে ‘মেহরামা’, ‘লুডো’ ছবিতে ‘দিল জুলাহা’, ‘শেরশাহ’ তে ‘কাভি তুমহে’, ‘তাড়প’-এ ‘তেরে শিবা জগ মে’, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' তে ‘ধিন্দোরা বাজে রে’ এবং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’তে ‘সাহিবা’ প্রভৃতি গানগুলি গেয়েছেন।