দর্শনা বণিক সম্প্রতি তাঁর নতুন কাজের কথা ঘোষণা করেছেন। যমালয়ে জীবন্ত ভানু মুক্তি পাওয়ার পর তাঁকে বাংলা ছবিতে নয়, বরং দেখা যাবে ভোজপুরি সুপারস্টার পবন সিংয়ের সঙ্গে তাঁর একটি গানের ভিডিয়োতে। আর সেই কথা জানতে পেরেই নেটিজেনদের রোষের মুখে পড়লেন অভিনেত্রী।
কী ঘটেছে দর্শনা বণিক এদিন তাঁর আগামী কাজ আও রাজা নামক একটি মিউজিক ভিডিয়োর কথা ঘোষণা করেন। বলাই বাহুল্য, নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি ভোজপুরি গান। আর গানটি গেয়েছেন ভোজপুরি গায়ক পবন সিং। এদিন দর্শনা গানটির পোস্টার পোস্ট করে লেখেন, 'কামিং সুন।' সেখানে তাঁকে গায়কের কোলে বসে থাকতে দেখা যাচ্ছে শাড়ি পরে। আর এই পোস্টার দেখেই রে রে করে ছুটে এসেছেন অনেকেই।
এক ব্যক্তি লেখেন, 'একদিকে এই পবন সিং বাঙালি মেয়েদের তার গানে অবজেক্টিফাই করছে আর আপনি তার গানে নাচছেন। মান, সম্মান, লজ্জা, একেবারেই বিসর্জন দিয়েছেন। নিজেকে আর বাঙালি বলবেন না।' তাতে অভিনেত্রী উত্তর দেন 'নিজের চরকায় তেল দিন।' তাঁদের এই কথপোকথনের স্ক্রিনশট এবং অবশ্যই গানটির পোস্টারের স্ক্রিনশট জুড়ে এক ব্যক্তি টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে পোস্ট করেন।
লেখেন, ‘ভোজপুরি পর্নস্টার পবন সিং বাঙালি নারী নিয়ে নোংরা গান বানিয়ে বাঙালির অপমান করেছে যা নিয়ে। বাংলা পক্ষ বহু প্রতিবাদ করেছে। অন্যদিকে বাংলার অভিনেত্রী দর্শনা বণিক এই পবন সিংয়ের সঙ্গে নাচের ভিডিয়ো রিলিজ করছে। দর্শনা বণিক বাঙালি জাতির একটা লজ্জা।’
অনেকেই সেই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এবং অধিকাংশ মানুষই সেখানে সৌরভ পত্নীকে কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ছিঃ, একজন বাঙালি নারীর এত নীচ রুচি ভাবতেও লজ্জা লাগে।' আরেকজন লেখেন, 'এইসব মেয়েদের এতটুকু লজ্জাও নেই।' তৃতীয়জন লেখেন, 'বাংলা প্রযোজক যদি এদের ব্যবহার করতে না পারে তাহলে পেটের দায়ে এদের তো কারও সঙ্গে কাজ করতে হবে নাকি।'
কেউ কেউ তো আবার সোজা দর্শনার পোস্টে গিয়েই লিখে এসেছেন, 'এরাই আবার বলবে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আর নিজেরা ভোজপুরির কোলে বসে পড়বে। এই নোংরা পবন সিং যে কিনা বাঙালি নারীদের নিয়ে কুৎসিত গান লেখে তার গানে নাচতে চলে গেলেন। লজ্জা নেই একটু? থাকবেই বা কি করে। ছিঃ বাঙালি নারী হিসাবে নিজেকে পরিচয় দেবেন না।'