দর্শনা বণিককে আগামীতে সূর্য ছবিতে দেখা যাবে। এই ছবিটি আদতে একটি তামিল ছবি মারার রিমেক। যদিও কেবল বাংলা নয়, এই ছবিটবি আগে আরও একাধিক ভাষায় তৈরি করা হয়েছে যেমন মালায়লি ভাষায় চার্লি, মারাঠি ভাষায় দেবা হল মারা ছবিটির রিমেক। এবার এটি নতুন রূপে আসছে বাংলায়। এখানে গল্প আবর্তিত হবে তিনজনকে কেন্দ্র করে। দিয়া, উমা এবং সূর্য। দিয়ার চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে। উমা এবং সূর্যর চরিত্রে যথাক্রমে থাকবেন মধুমিতা এবং বিক্রম। এই আসন্ন ছবিটির বিষয়ে কী জানিয়েছেন দর্শনা?
সূর্য ছবিটি নিয়ে কী জানিয়েছেন দর্শনা?
দর্শনা আনন্দবাজারকে দেওয়া একটা ইন্টারভিউতে জানিয়েছেন এই ছবির গল্প শুনেই তিনি দিয়া চরিত্রটির প্রেমে পড়ে গিয়েছিলেন। তাঁর কথায় তিনি স্ক্রিনে না থাকলেও তাঁর রেশ থাকবে। অভিনেত্রীর কথায়, 'চিত্রনাট্য পড়ে দিয়া চরিত্রটিকে ভালোবেসে ফেলি। না করার কোনও কারণ খুঁজে পাইনি।' শ্যুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জানাতে গিয়ে অভিনেত্রী বলেন সূর্যর অনেকটা শ্যুটিং পাহাড়ি অঞ্চলে হয়েছিল। আর তাঁর উঁচু জায়গায় ভয় লাগে। সেটা কাটাতে সাহায্য করেন বিক্রম এবং পরিচালক শিলাদিত্য মৌলিক। এমনকি একদিন বৃষ্টির সময় যখন শ্যুটিং বাতিল করে দেওয়া হয় তখন পাহাড়ি বৃষ্টি ভিজতে বাইক নিয়ে বেরোচ্ছিল নায়ক এবং পরিচালক তাঁদের সঙ্গে জুড়ে যান দর্শনাও। জানান, 'ওই ঝিরঝির বৃষ্টিতে যেন বিক্রম দার বাইকে বসে উড়ছিলাম।'
সৌরভের সঙ্গে রসায়ন প্রসঙ্গে দর্শনা
দর্শনা জানান তিনি এবং সৌরভ যেহেতু অল্পদিনের আলাপেই সাতপাকে বাঁধা পড়েছেন তাই এখন ধীরে ধীরে একে অন্যকে চিনছেন। এমনকি মাসে দশদিন অভিনেত্রীকে বাবার কাছে গিয়ে থাকার কথাও বলেন সৌরভ।
সূর্য ছবিটি প্রসঙ্গে
সূর্য ছবিটি আগামী ১৯ জুলাই মুক্তি পাবে। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন দর্শনা বণিক, বিক্রম চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার। ছবিটির পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক। প্রযোজনার দায়িত্বে প্রদীপ চক্রবর্তী।