'শহরের উষ্ণতম দিনে' ও 'পারিয়া'র বিরাট সাফল্যের পর এবার বিক্রম চট্টোপাধ্যায় ফিরছেন 'সূর্য' হয়ে। প্রকাশ্যে এল বিক্রম চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'সূর্য'-এর প্রথম ঝলক। জনপ্রিয় পরিচালক শিলাদিত্য মৌলিক পরিচালিত সিনেমা 'সূর্য' চলতি বছরের জুলাই মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
এর আগে 'সোয়েটার' ছবির জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক। এবার তিনি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চলেছেন। এই সিনেমায় বিক্রমকে দেখা যাবে ছবির নাম ভূমিকায় 'সূর্য'-এর চরিত্রে। তিনি ছাড়াও এই ছবিতে থাকছেন অভিনেত্রী মধুমিতা সরকার ও দর্শনা বনিক।
আরও পড়ুন: রচনার প্রশংসাতেই হল বাজিমাত! জামাই ষষ্ঠীতে হিট হুগলির দই
আজ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে৷ একেবারে নতুন অবতারে ধরা দিয়েছেন অভিনেতা। তবে শুধু প্রথম লুক নয়, আজ মুক্তি পেয়েছে ছবির টিজারও। একেবারে ভরপুর রোম্যান্টিক মুডে টিজারে দেখা গিয়েছে বিক্রমকে। ছবিতে 'সূর্য'-এর চরিত্রে অভিনেতা বিক্রম তো থাকছেনই তাছাড়াও অভিনেত্রী মধুমিতা সরকারকে দেখা যাবে উমা চরিত্রে, অন্যদিকে অভিনেত্রী দর্শনা বনিককে দেখা যাবে দিয়া চরিত্রে।
আকাশের সূর্য যেমন নিজের আলো ছড়িয়ে পৃথিবীকে ফুলে, ফলে ভরিয়ে রাখে। ছবির সূর্য ছড়িয়ে দেয় নিজের না পাওয়াগুলো। যা যা তার অপ্রাপ্তির খাতায় জমা তার সবটাই অন্যদের উজাড় করে দেওয়াতেই তাঁর আনন্দ। তবে নানা ঘটনা চক্রে তাঁর জীবনে এসে পড়ে উমা আর দিয়া । শুরু হয় তিন জনের জীবনের গল্প। পথ চলতে চলতে কীভাবে এক পথে এসে মিলে যায় তাদের তিন জনের সেই আলাদা জীবন সেটাই ধরা পড়বে এই ছবিতে। তবে এই পথের প্রতিটি মোড়ে রয়েছে নানা টুইস্ট।
আরও পড়ুন: এবার ভালোবাসার গল্পের নায়ক উন্মেষ গঙ্গোপাধ্যায়! প্রকাশ্যে এল 'শ্রুতিমধুর'-এর ফার্স্ট লুক
ছবির কাজ বেশির ভাগটাই হয়েছে পাহাড়ে মোড়া নর্থ বেঙ্গলে। 'ইনোভেটিভ ফিল্মস'-এর ব্যানারে চলতি বছরের ১৯ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে 'সূর্য'।
প্রসঙ্গত, বিক্রম চট্টোপাধ্যায়কে শেষবার পারিয়া ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল এই ছবিটি। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে উঠে এসেছিল পথ কুকুরদের উপর হওয়া অত্যাচারের কথা। ১৭ মে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন দর্শকদের আসে আরও এক বিশেষ চমক। তাঁর জন্মদিনেই জানা যায় 'পারিয়া ২' আসছে। এদিন একই সঙ্গে প্রকাশ্যে আসে ছবির পোস্টারও। বিক্রম নিজেও সেই পোস্ট শেয়ার করেছিলেন।