আসছে জমালয়ে জীবন্ত ভানু। আর এই ছবিতেই সুচিত্রা সেনের চরিত্রে ধরা দেবেন দর্শনা বণিক। হ্যাঁ, এই খবর প্রকাশ্যে আসা পরই টলিউডে রীতিমত হইচই পড়ে গিয়েছে। এমনকি দর্শনা নিজেও যখন এই ছবির অফার পেয়েছিলেন তখন তিনি ভীষণই চমকিত হয়েছিলেন বলে জানিয়েছেন। আর কী জানিয়েছেন এই চরিত্রের বিষয়ে?
পর্দায় সুচিত্রা সেন হতেই কী অনুভূতি হয়েছিল দর্শনার?
দর্শনা বণিক এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'আমায় যখন কৃষ্ণেন্দু দা (ছবির পরিচালক, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়) ফোন করেছিল আমি তখন দার্জিলিংয়ে। ফেব্রুয়ারি মাসে টয়ট্রেনে করে ঘুরছি। এই প্রস্তাব পাওয়ার পর না বলার কোনও প্রশ্নই ছিল না।'
দর্শনা আরও জানান কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তাঁকে বারবার করে সুচিত্রা সেন অভিনীত সাড়ে চুয়াত্তর ছবির সেই দুটো দৃশ্য দেখতে বলেছিলেন যে দুটো দৃশ্য জমালয়ে জীবন্ত মানুষ ছবিতে তুলে ধরা হবে।
প্রসঙ্গত জমালয়ে জীবন্ত ভানু ছবিতে সাড়ে চুয়াত্তর ছবিটির দুটো দৃশ্য দেখানো হবে। এর মধ্যে একটি মাসিমা মালপো খামু। আর এই ছবিতে এই দুটো দৃশ্যেই সুচিত্রা সেন হয়ে অবতীর্ণ হবেন দর্শনা।
কেমন লেগেছে এই দৃশ্যের শ্যুটিং করতে?
দর্শনা বণিক জানিয়েছেন, শাশ্বত চট্টোপাধ্যায় রীতিমত চাপা দুশ্চিন্তায় কেঁপেছেন শট দিতে গিয়ে। দর্শনা নিজেও বেশ ঘাবড়ে গিয়েছিলেন বলেই জানান। অভিনেত্রীর মনে হয়েছিল 'কোথায় মিস সেন, আর কোথায় আমি। চেহারাতেও কোনও মিল নেই। কী করে কী করব বুঝতে পারছিলাম না।' যদিও তাঁর মনের সব আশঙ্কা কাটিয়ে তাঁকে সুচিত্রা সেনের মতো করে তোলেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।
তবে এই দৃশ্যের শ্যুটিংয়ে উত্তম কুমার ছিলেন না। তাই সেই প্রসঙ্গ মনে করে অভিনেত্রী আক্ষেপের সুরে জানিয়েছেন, 'সাড়ে চুয়াত্তর ছবির এই দৃশ্যে তো উত্তম কুমার ছিলেন না। তাই মেকআপ করার পর মন খারাপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল ইস যদি, নকল সুচিত্রা একবার আসল উত্তমকে পেতেন তাহলে ভালো হতো!'
আরও পড়ুন: পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজের প্রসঙ্গে মুখ খুললেন সুনিধি, বললেন, 'আমার অভিজ্ঞতা খুবই...'
জমালয়ে জীবন্ত ভানু প্রসঙ্গে
শাশ্বত চট্টোপাধ্যায় এর আগেও একাধিকবার বাংলা সিনেমার স্বর্ণ যুগের একাধিক নায়ক বা পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে মেঘে ঢাকা তারা ছবিতে ঋত্বিক ঘটকের চরিত্রে এবং অচেনা উত্তম ছবিতে উত্তম কুমারের চরিত্রে দেখা গিয়েছে। এবার তিনি ভানু বন্দ্যোপাধ্যায় হতে ধরা দিতে চলেছেন। তাঁর এই আসন্ন ছবির নাম যমালয়ে জীবন্ত ভানু। এই ছবির পরিচালনা করেছেন ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। বুড়িমা চিত্রম নিবেদিত এই ছবিটির প্রযোজনা করেছে সুমন কুমার দাস। এই ছবির গানের দায়িত্বে আছেন রাজা নারায়ণ দেব।