এবার রুপোলি পর্দায় মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় দর্শনা বণিক! হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তৈরি করছেন ‘যমালয়ে জীবন্ত ভানু’। সেই ছবিতেই বাঙালির মহানায়িকা হিসাবে দেখা যাবে সৌরভ ঘরণীকে।
ছবিতে দর্শনার উপস্থিতি সীমিত। ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবিতে ‘সাড়ে চুয়াত্তর’ ছবির আইকনিক দৃশ্য ‘মাসিমা, মালপো খামু’ হবহু পুননির্মাণ করেছেন পরিচালক। সেখানেই সুচিত্রার ভূমিকায় দর্শনা। সুচিত্রার ভূমিকায় অভিনয়ের লোভ সামলাতে পারেননি দর্শনা।
সুচিত্রার মুখের সঙ্গে কোনও মিল নেই দর্শনার। পর্দায় সুচিত্রার জুতোয় পা গলানোর কথা মাথায় এলেই রাইমা, পাওলি-রা প্রাধান্য পাবনে। অথচ পরিচালক বেছেছেন দর্শনাকে। শুরুতে একটু দ্বিধা থাকলেও নিজেকে রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতে সঁপে দেন দর্শনা। তিনি টলিপাড়ায় ম্যাজিকশিয়ান নামেও পরিচিত।
এদিন সুচিত্রা হিসাবে দর্শনার লুক সামনে এসেছে। একরঙা শিফন, মাথায় লেসের ফিতে দিয়ে বাঁধা বো, গলায় সরু নেকপিস- যেন বাংলা সিনেমার স্বর্ণযুগের নায়িকা দর্শনা। অথচ সুচিত্রার রূপী দর্শনাকে দেখেই শুরু হল ট্রোলিং। এক নেটিজেন কটাক্ষের সুরে লেখেন, ‘বড্ড ওভাররেটেড। অভিব্যক্তিহীন’। এই মন্তব্য নজরে আসতেই পালটা দিলেন দর্শনা। তিনি লেখেন, ‘আমি আন্ডাররেটেড, দয়া করে একটু ওভাররেটেড করে দিন’।
কিন্তু না এখানেই থামেনি এই ভার্চুয়াল ঝগড়া। বরং বউয়ের অপমানের জবাব দিতে এগিয়ে আসেন সৌরভ দাসও। নেটিজেন পালটা লেখেন, ভালো অভিব্যক্তি-সহ অভিনয়টা করতে। এতেই চটে যান দর্শনা। প্রশ্ন করেন, ‘আপনি কি সিনেমা হলে গিয়ে ছবি দেখেন? সূর্য দেখেছেন?’ সৌরভ আসরে যোগ দিয়ে জানতে চান, ‘আপনার এই সাজেশনের জন্য কত টাকা ফি নেবেন?’
নেটিজেন তো হতবাক যে তাঁর কমেন্ট দেখে সব কাজ ফেলে বর-বউ মিলে রিপ্লাই করতে বসেছে! তাতেও থামেননি দর্শনা। তিনি আরও জানতে চান, ‘আপনি শেষ কোন বাংলা ছবি হলে গিয়ে দেখেছেন?… রিপ্লাই দিলে সেটা মেনে নিতে পারেন না কেন? আজব!’
নেটিজেনদের অনেকেই লিখেছেন, ‘সুচিত্রার ভূমিকায় একমাত্র রাইমা মানানসই, দর্শনাকে মানাচ্ছে না’। সুচিত্রার সঙ্গে তাঁর চেহারার মিল নেই, অজানা নয় দর্শনার। তবে জান-প্রাণ ঢেলে এই চরিত্রটা ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন সৌরভের বেটারহাফ।