বাংলা নিউজ > বায়োস্কোপ > Oscars 2024: ২০২৩-এর রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে ৯৬তম অস্কারের দিন, দেখুন অনুষ্ঠানের পূর্ণ ক্যালেন্ডার

Oscars 2024: ২০২৩-এর রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে ৯৬তম অস্কারের দিন, দেখুন অনুষ্ঠানের পূর্ণ ক্যালেন্ডার

প্রকাশ্যে এল ৯৬তম অস্কারের দিন

Oscars 2024: ২০২৪ সালে কবে অস্কার অনুষ্ঠিত হবে সেটার দিনক্ষণ প্রকাশ্যে এল। জানানো হল ১০ মার্চ ২০২৪ সালে এই ৯৬ তম আকাদেমি পুরস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এখনও ২০২৩ সালের অস্কারের জ্বর পুরোপুরি ছাড়েনি সবার। ৯৫ তম আকাদেমি পুরস্কার নিয়েই মেতে আছেন সকলে। এবার একটা নয়, দুটো অস্কার এসেছে ভারতে। আর এই হ্যাঙ্গোভার কাটতে না কাটতেই প্রকাশ্যে এসে গেল ২০২৪ সালে কবে অস্কার অনুষ্ঠিত হবে সেটার দিন।

আকাদেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে ৯৬তম আকাদেমি পুরস্কারের দিন ঘোষণা করা হল। সোমবার, ২৪ এপ্রিল আকাদেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে জানানো হল যে ৯৬তম অস্কার ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এই খবরটি আকাদেমির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে 'দিনটা সেভ করে রাখুন। দ্য ৯৬ অস্কার ২০২৪ সালের ১০ মার্চ, রবিবার অনুষ্ঠিত হবে।'

১৮ নভেম্বর ২০২৩ এর মধ্যে সাধারণ বিভাগে মনোনয়ন জমা দিতে হবে ২০২৪ সালের অস্কারের জন্য। এরপর ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক পর্যায়ের বাছাইয়ের কাজ। প্রাথমিক তালিকা এরপর ২১ ডিসেম্বর প্রকাশিত হবে।

২০২৪ সালের জানুয়ারির ১১ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে নমিনেশন ভোটিং। এরপর সেটার তালিকা প্রকাশ করা হবে। ২৩ জানুয়ারি সেটা প্রকাশিত হবে।

এরপর ২২ ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত পর্যায়ের ভোটিং চলবে। ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে যে কারা কোন বিভাগে লড়াই করছেন ৯৬ তম অস্কারে। ১২ ফেব্রুয়ারি অস্কারে মনোনীত ব্যক্তিদের লাঞ্চিয়ন পার্টি থাকবে। ABC নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে এই শো। ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এটি।

এবছর এসএস রাজামৌলির আরআরআর ছবিটি একটি অস্কার জিতেছে এমএম কিরাবানির নাটু নাটু গানটির জন্য। সেরা অরিজিন্যাল গান বিভাগে এই গান পুরস্কার পেয়েছে। অন্যদিকে গুনীত মোঙ্গা প্রযোজিত, কার্তিকী গোনসালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স অস্কার জিতেছে। সেরা শর্ট তথ্যচিত্র বিভাগে এই ছবি এই পুরস্কার পেয়েছে।

বন্ধ করুন