বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম মুখ কোয়েল মল্লিক। তবে ‘শেষ থেকে শুরুর’র পর কোয়েলকে আর দেখা যায়নি কমার্শিয়্যাল ছবির নায়িকা হিসাবে। হয় তিনি মিতিন মাসি হয়ে পর্দায় ধরা দিয়েছেন, কিংবা রক্তরহস্য়ের নারীকেন্দ্রিক ছবিতে। জিৎ কিংবা দেবের সঙ্গে কোয়েলের জুটি দেখতে মুখিয়ে রয়েছে ভক্তরা। এর মাঝেই কোয়েলকে নিয়ে সামনে এল বড় আপটেড। আরও পড়ুন-পাত্র মুসলিম, রয়েছে সলমন-যোগ! TMC সাংসদ শত্রুঘ্নর হবু জামাই সোনাক্ষীর চেয়ে বয়সে কত ছোট?
সম্পর্কের গল্পে ফিরছেন কোয়েল মল্লিক। আর এক দশকেরও বেশি সময় পর বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ছবির নাম ‘স্বার্থপর’। এই ছবিতে কোয়েলের উকিলের ভূমিকায় থাকছেন রঞ্জিত মল্লিক, অর্থাৎ পর্দায় বাবা-মেয়ে নন তাঁরা। ‘স্বার্থপর’ পরিচালনার দায়িত্বে থাকছেন অন্নপূর্ণা বসু। দাদা-বোনের সম্পর্কের আবর্তে তৈরি হবে এই ছবি। যেখানে কোয়েলের দাদার ভূমিকায় থাকছেন কৌশিক সেন।
কোয়েল বাস্তব জীবনে বাবা-মা'র একমাত্র সন্তান। পর্দায় দেখা যাবে দাদার সঙ্গে কোয়েলের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধবে, সেই সময় উকিলের ভূমিকায় থাকা রঞ্জিত মল্লিক কোয়েলের পাশে থাকবেন। এই ছবিতে গৃহবধূর চরিত্রে দেখা মিলবে কোয়েলের। চরিত্রের নাম অপর্ণা। কোয়েলের কথায়, ‘আমাদের আশাপাশে এমন অনেক হোমমেকার রয়েছেন যাঁরা সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের স্বপ্ন-ইচ্ছেগুলো পূরণ করতে পারেন না। অপর্ণা তেমনই একটা চরিত্র’। লম্বা সময় পর বাবার সঙ্গে কাজ করতে পেরে উত্তেজিত কোয়েল।
বাবা-মেয়ের চরিত্রে না থাকলেও রঞ্জিত মল্লিক এখানে শুধু কোয়েলের উকিল নন, অপর্ণার মেন্টরও বটে। সুতরাং বাবা-মেয়ের সম্পর্কের সূক্ষ্মতা উঠে আসবে গল্পে, যা স্পষ্ট। ছোট থেকে বোনকে কোলেপিঠে করে মানুষ করেছে দাদা, অথচ সম্পত্তির ভাগ-বাটোয়ারার প্রশ্ন উঠলেই অন্য খাতে বইবে সম্পর্ক। বাবা-মা'র সম্পত্তিতে নিজের অধিকার দাবি করার অর্থ কি মেয়ে ‘স্বার্থপর’? সেই প্রশ্নেরই উত্তর হয়ত এই কোর্টরুম ড্রামা ও সম্পর্কের গল্পে খোঁজার চেষ্টা করবেন অন্নপূর্ণা।
এই মুহূর্তে পরিবারের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন কোয়েল। কবীর, নিসপালই নন, সঙ্গী বাবা-মাও। দু-দিন আগেই অযোগ্যর স্পেশ্যাল স্ক্রিনিং-এ পৌঁছেছিলেন হাসিমুখে। সেখানে জানান, এখন একদম ফিট তিনি। কিছুদিন আগে ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর সেটে হাতে চোট পান কোয়েল। ছুটি কাটিয়ে ফিরে নতুন উদ্যমে কাজে ফিরবেন টলি কুইন।
এর আগে জি ফাইভ বা হইচই প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরি করেছেন ‘স্বার্থপর’ পরিচালক। সহকারী হিসাবে দায়িত্ব পালন করা অন্নপূর্ণা প্রথমবার বড় পর্দার জন্য ছবি তৈরি করছেন। তাঁর কথায়, বাংলার প্রত্যেক মা-মেয়েই তাঁর গল্পের সঙ্গে একাত্মবোধ করবেন। আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে ছবির শ্যুটিং। সব ঠিক থাকলে এই ছবিতে কৌশিক সেনের উকিলের চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।