আপাতত বলিউড বক্স অফিসে রাজত্ব করছে স্ত্রী ২। শ্রদ্ধা কাপুরের সিনেমা পিছনে ফেলে দিয়েছে বেদা, খেল খেল মে-র মতো সিনেমাকেও। মুক্তির প্রথম দিন, অর্থাৎ বৃহস্পতিবার ১৫ অগস্ট স্ত্রী ২ ব্যবসা করে ৫০ কোটির। যেখানে জন আব্রাহাম এবং শর্বরী ওয়াঘ অভিনীত বেদা, এবং অক্ষয় কুমারের খেল খেল মে বক্স অফিসে যথাক্রমে প্রায় ৬ কোটি ও ৫ কোটি আয় করে।
খেল খেল মে-র বক্স অফিস রিপোর্ট:
দ্বিতীয় দিনে কিন্তু অক্ষয় কুমারের কপাল হল আরও খারাপ! শুক্রবার খেল খেল মে-র সংগ্রহ মাত্র ১.৯০ কোটি। যদিও সমালোচক থেকে শুরু করে দর্শকরা বেশ পছন্দ করেছেন ছবিটি। কমেডি ঘরানার অক্ষয় কুমারের কামব্যাক পছন্দ হয়েছে। দুই দিন মিলিয়ে 'খেল খেল মে'-এর মোট ব্যবসা এখন হয়েছে ৬.৯৫ কোটি টাকা।
বেদা-র বক্স অফিস রিপোর্ট:
খেল খেল মে-র মতোই জন আব্রাহামের অ্যাকশন প্যাকড সিনেমা 'বেদা'ও বক্স অফিস দখলকে মজবুত করতে ব্যর্থ। তবে এই ছবিটি এখনও পর্যন্ত আয়ের দৌড়ে অক্ষয় কুমারের ‘খেল খেল মে’-র থেকে এগিয়ে। 'বেদা' সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন বেদা খাতা খোলে ১.৬০ কোটি দিয়ে। আর দ্বিতীয় দিনে স্যাকনিল্কের প্রাথমিক রিপোর্ট বলছে ১.৬০ কোটি টাকা সংগ্রহ করেছে সিনেমাখানা। আর দুই দিনে 'বেদা'-এর মোট আয় এখন ৭.৯০ কোটি।
ইতিহাস গড়ার পথে স্ত্রী ২:
শ্রদ্ধা কাপুর আর রাজকুমার রাও-এর হরর কমেডি স্ত্রী ছিল ব্লকবাস্টার হিট। আর এখন ইতিহাস গড়র পথে স্ত্রী ২-ও। 'স্ত্রী ২' স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল। সিনেমাটি প্রথম দিনে ৬০.২ কোটি টাকা সংগ্রহ করেছে দেশে। সঙ্গে নির্মাতাদের দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, 'স্ত্রী ২' মুক্তির প্রথম দিনে ৭৬.৫ কোটি টাকা সংগ্রহ করে ইতিহাস তৈরি করেছে এবং এর সঙ্গে ছবিটি শাহরুখ খানের পাঠান এবং জওয়ানের প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে। দ্বিতীয় দিনে নিঃসন্দেহে ছবিটির আয় হ্রাস পেয়েছে, তবে কাজের দিনের হিসেবে আয়ের অঙ্ক দুর্দান্ত! Sacknilk-এর প্রথম দিকের ট্রেড রিপোর্ট অনুসারে, 'স্ত্রী ২' মুক্তির দ্বিতীয় দিনে ৩০ কোটি সংগ্রহ করেছে। যা নিয়ে দু দিনে ভারতে এই ছবির মোট আয় ছাড়িয়ে গিয়েছে ৯০ কোটি।
ছবিটি যে গতিতে আয় করছে তা দেখে মনে হচ্ছে শনি ও রবিবারের পর সোমবার রাখির ছুটিতেও এই সিনেমা খুব ভালো আয় করবে। ২০২৪ সালের প্রথম বলিউড ছবি হতে পারে, যা এন্ট্রি নেবে ৫০০ কোটির ঘরে।