আরজি কর কাণ্ডের প্রতিবাদে অনির্বাণ ভট্টাচার্য পথে না নামলেও নিয়মিত প্রতিবাদ মিছিল, জমায়েতে দেখা গিয়েছে তাঁর স্ত্রী মধুরিমা গোস্বামীকে। এদিন তিনি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ করেন পথ নাটিকার মাধ্যমে। করেন মূকাভিনয়। কিন্তু তারপরই এটার জন্যই তাঁকে কটাক্ষ করেন দেবাংশু।
আরও পড়ুন: আকাশ বা মাটিতে নয়, এবার অ্যাকশন জমবে সমুদ্রের জলে! প্রথম ঝলকেই নজর কাড়ল জুনিয়র এনটিআর-সইফের দেবরা
আরও পড়ুন: কার্যত লটারি মুম্বইয়ে কোল্ডপ্লে কনসার্টের টিকিট! রিসেলিং সাইটে বিক্রি হচ্ছে ১২ লাখ টাকায়
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে মধুরিমা গোস্বামীকে কালো টিশার্ট এবং প্যান্ট পরে, মুখে মাইমের মেকআপ করে পথ নাটিকা করতে দেখা যাচ্ছে। তিনি সেই পথ নাটিকার মাধ্যমেই মেয়েদের সঙ্গে হওয়া অপরাধকে তুলে ধরেন। কিন্তু এখানেই নাকি তিনি শুরুতে 'কুরুচিপূর্ণ' অঙ্গভঙ্গি করেছেন বলে অভিযোগ করেন কেউ কেউ। তিনি এই পথ নাটিকার মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন নাকি কিছুই বোঝা যায়নি বলে দাবি তাঁদের। আর সেটার জন্যই তাঁকে এদিন রীতিমত আক্রমণ শানান দেবাংশু। ব্যঙ্গের সুরে বিদ্রুপ করেন।
দেবাংশু এদিন তাঁর পোস্টে লেখেন, 'ফ্যান্টাস্টিক প্রোটেস্ট!কিন্তু অনেক চেষ্টা করেও, ঠিক কী বার্তা দেওয়ার চেষ্টা হল বুঝলাম না। ক্যান এনিওয়ান এক্সপ্লেইন?' বহু মানুষ এদিন দেবাংশুকে সমর্থন করে জানিয়েছেন যে তাঁরাও এই অভিনয়ের অর্থ বুঝতে পারেননি। কারও মতে তিনি নাকি 'যৌনতার' ইঙ্গিত দিয়েছেন। কেউ কেউ আবার শিল্পীর পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন, এটা একটা আর্ট ফর্ম। এর মধ্যে বিকৃতির কিছুই নেই। কেবল একটি ‘মেয়ের জীবনচক্র’ বোঝানো হয়েছে।
আরও পড়ুন: শৌচাগারের দেওয়ালের ফুটো দিয়ে নায়িকার ভিডিয়ো বানানোর চেষ্টা! অভিযুক্তের সদস্যপদ কাড়ল ফেডারেশন
কে কী লিখলেন দেবাংশুর পোস্টে?
এক ব্যক্তি লেখেন, 'মানসিকতা মানুষের পরিচয়। এর জন্য শিক্ষিত হতে হয়, যেটা দুর্ভাগ্যের তৃণমূল থেকে আশা করা যায় না। বিশ্বাস না হলে কমেন্টসগুলো দেখে নাও। এক একটা বিকৃত।' আরেকজন লেখেন, 'এটা হল মেয়েদের জীবন চক্র, সবাই বুঝতে পারবে না, খারাপ দিকটাই আগে লক্ষ্য করবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মূকাভিনয়, একটা আর্ট ফর্ম। যারা যোগেশ দত্তকে চেনেন বা তার কাজকর্ম সম্পর্কে জানেন একমাত্র তাদেরই এই নাটক সম্বন্ধে জ্ঞান আছে, কলকাতা শহরে যার নামে একটি অডিটোরিয়াম ও আছে যোগেশ মাইম অ্যাকাডেমি নামে।'