বাংলা নিউজ > বায়োস্কোপ > Debangshu-Sujoy: ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, 'ট্রেন্ডে গা ভাসানো পাবলিক' সুজয় প্রসাদকে কড়া জবাব দেবাংশুর

Debangshu-Sujoy: ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, 'ট্রেন্ডে গা ভাসানো পাবলিক' সুজয় প্রসাদকে কড়া জবাব দেবাংশুর

‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর

‘আপনাদের মত কিছু ট্রেন্ডে গা ভাসানো পাবলিক এই সোসাইটির সমস্যা’, এবার সুজয় প্রসাদকে নিয়ে চাঁচাছোলা দেবাংশু। 

সোশ্যাল মিডিয়ায় গত দু-দিনে আলোচনার কেন্দ্রে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য ও কুণাল ঘোষ। নেপথ্যে টেলি অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে নিয়ে করা শাসক শিবিরের দুই নেতার কিছু মন্তব্য। যাকে ‘অশালীন’ আখ্যা নিয়ে মৌসুমীর স্বপক্ষে সুর চড়িয়েছেন টলিউডের একাধিক তারকা।

মঙ্গলবার সেই বিতর্কের রেশ একটু ঠাণ্ডা হতেই আসরে নামলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালেই নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন অভিনেতা। সঙ্গে কুণাল ঘোষ ও দেবাংশুর উদ্দেশে তাঁর প্রশ্ন, 'কুণাল বাবু কিছু বলবেন ছবিটা নিয়ে? দেবাংশু তুমি? ইংরেজি ভাষায় একটা আপ্তবাক্য একটু মনে করিয়ে দিই- People who live in glass houses shouldn't throw stones at others (অর্থাৎ যাঁদের ঘর কাচ দিয়ে তৈরি তারা অন্যের দিকে ঢিল ছোঁড়ে না)…আজ তো বিশ্বকর্মা পুজো। হ্যাপি ঘুড়ি ডে'।

আমন্ত্রণ জানিয়েছিলেন সুজয় নিজেই। রাত গড়াতেই জবাব এল দেবাংশুর তরফে। তিনি ফেসবুকে সুজয়ের পোস্ট শেয়ার করে লেখেন, 'অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়? নাকি খেয়ে দেয় কাজ কম পড়েছে? আপনার ছবি নিয়ে মন্তব্য করতে যাব কেন? আপনি কি আমার কোনও পাকা ধানে মই দিয়েছেন? দিয়ে থাকলে বলুন! তাহলে ভেবে দেখব..

আপনাদের মত কিছু ট্রেন্ডে গা ভাসানো পাবলিক এই সোসাইটির সমস্যা। না জেনে, না বুঝে উল্টো পাল্টা একটা কিছু পোষ্ট করে দিলেই হল! আপনি কি জানেন ঠিক কোন বক্তব্যের ভিত্তিতে আমাদের ওই মন্তব্য?

খুনের হুমকির পরেও শালীনতা মেনটেইন করতে বলছেন? সরি! পারবো না স্যার। আমাদেরও বাড়ির লোক আছে। তারাও আতঙ্কিত হন.. তারা মঙ্গল গ্রহের লোক নন। আপনার অভিনেত্রী বন্ধু কী বলেছেন, কেন বলেছেন আগে এটা খোঁজ করুন। কেন দুজনকে গণপিটুনির থ্রেট দিয়েছেন সেটার কৈফিয়ত চান। তারপর আমাদের খোঁচাতে আসবেন।

আমি চিনতামও না আপনাকে! অকারণ খুঁচিয়ে পুজোর আগে ফ্রি ফুটেজ নিয়ে নিলেন.. যত্ত সব!'

নিজের ফেসবুক পোস্টে দেবাংশু সকলকে সচেতন করে বলেন, কেউ যেন সুজয় প্রসাদকে ব্যক্তিগত আক্রমণ না করেন! 

'পাবলিক যেদিন হাতে পাবে, সেদিন ওদের কে বাঁচাবে আমি দেখব… মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওদের বাঁচাতে আসবে না', কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে মৌসুমীর এই বক্তব্য নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। তারপরই সোশ্য়াল মিডিয়ায় খোলাখুলি মৌসুমীকে ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন শাসক দলের দুই নেতা। দেবাংশু মৌসুমীর পেশা নিয়ে প্রশ্ন তোলেন, তাঁকে বডি শেমিং পর্যন্ত করেন। কুণালের তরফে আসা বিয়ের প্রস্তাবের পালটা লেখেন, ‘বড় দজ্জাল মনে হচ্ছে…. সিরিয়ালে কাজ নেই। বদন বিগড়ে গেছে। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.