অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যর ‘বদন বিগেড়েছে’, এমন কটাক্ষ করে ঝামেলায় জড়িয়েছেন দুই তৃণমূল নেতা- কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য। এক মহিলাকে নিয়ে 'কদর্য রসিকতা ভালোভাবে নেয়নি টলিউডের শিল্পীরা। সহকর্মীর পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষ ও দেবাংশুকে একহাত নিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্তরা। কুণাল আগেই জবাব দিয়েছেন, এবার পালটা আসরে নামলেন দেবাংশু।
ওদিকে চুপ নেই মৌসুমীও। সম্প্রতি আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবাংশুর পুরুষত্বকে খোঁচা দিয়ে অভিনেত্রী বলেন, ','দেবাংশুর মেরুদণ্ড নেই, পুরুষত্বও নেই। ও পোস্ট করে আবার এডিট করেছে। আরে ধক থাকলে পোস্টটা রেখে দে'। সুতরাং বিতর্ক থামবার নাম নেই।
‘বদন বিগড়েছে’ মন্তব্যের বিরোধিতা করায় এবার দেবাংশুর নিশানায় টলিপাড়ার তারকারা। মৌসুমীর সাপোর্টে মুখ খোলায় নাম ধরে ধরে সুদীপ্তা, পরমব্রতদের জবাব দিলেন দেবাংশু। প্রথমেই তিনি জানতে চান, মৌসুমী কি সত্যি রাজনৈতিকভাবে বিরোধিতা করেছেন তাঁদের? গণপিটুনিতে উস্কানি দেওয়া কি রাজনৈতিক বিরোধিতা?
মৌসুমীর বিতর্কিত সাক্ষাৎকারের নির্বাচিত অংশ নিজের ভিডিয়ো বার্তায় শোনান দেবাংশু। যেখানে অভিনেত্রী তাঁকে ‘কালীঘাটের কুলি’ বলেছেন। এরপর সরাসরি বলে বসেন, ‘যেদিন ওদের পাবলিক হাতে পাবে দেখব কে বাঁচায়’। ফেসবুকে ভিডিয়ো বার্তা পোস্ট করে দেবলীনার উদ্দেশ্য দেবাংশুর প্রশ্ন,'আপনারা জানেন মৌসুমী দেবী কী ভাষায় আক্রমণ করেছিলেন? আপনারা কি পুরো ভিডিয়োটা শুনেছিলেন? আমাকে ‘কালীঘাটের কুলি’ বলা হয়েছে। তবে পাঁচ বছরে এমন বহু আক্রমণ সয়েছি। তাই কোনও প্রতিক্রিয়া দিইনি।'
দেবাংশু ক্ষোভের সুরে প্রশ্ন তোলেন, ‘আপনাদের সতীর্থ (মৌসুমী) গণধোলাইতে উস্কানি দিয়েছেন। আপনারা তো একটি শব্দও খরচ করলেন না এর প্রতিবাদে?’
সুদীপ্তা চক্রবর্তীকে নিজের অন্য প্রিয় অভিনেত্রী হিসাবে উল্লেখ করে একই প্রশ্ন তোলেন তৃণমূল নেতা। পরমব্রত এই প্রসঙ্গে ফেসবুকে লিকেছিলেন, ‘কারও কথা আক্রমণাত্মক মনে হলে রাজনৈতিক জবাব দিন। তিনি আপনাদের রাজনৈতিক ভূমিকার বিরুদ্ধে কথা বলেছেন। আপনাকে কেমন দেখতে, কাজ আছে কি না, আপনার বিয়ে হয়েছে কি না, তাই নিয়ে কথা বলেছেন কি?’ মানতে না-রাজ দেবাংশু। তিনি স্পষ্ট বলেন, ‘মৌসুমীদেবীর মুখে যেটা শুনলেন সেটা সত্যিই রাজনৈতিক তো? সত্যিই পোস্টটি আপনি লিখেছেন তো? না কি সবাই দেবাংশুকে গালাগাল করছে বলে ফোমো (ফিয়ার অফ মিসিং আউটট)-তে গা ভাসিয়ে আপনিও গালাগাল দিলেন।’
শ্রীলেখা দেবাংশু-কুণাল ঘোষকে ‘সম্ভাব্য রেপিস্ট’ বলে তোপ দেগেছিলেন। জবাবে শ্রীলেখার ভাইরাল অডিও ক্লিপ শোনান দেবাংশু। যেখানে সহকর্মী ঋতুপর্ণা সেনগুপ্তকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন শ্রীলেখা। স্বস্তিকার প্রতিবাদের জবাবে দেবাংশু বলেন, ‘মৌসুমীদেবী আমাদের গণধোলাইয়ের হুমকি দিয়েছেন। আমরা ঠাট্টা করেছি। আর তিনি আমাদের বিনা চিকিৎসায় মেরে ফেলার হুমকি দিয়েছেন। আপনারা কেউ কিছু বললেন না তো? আপনাদের জগতের মানুষকে নিয়ে হাসিঠাট্টা বলে আপনারা একজোট হয়ে আমাদের আক্রমণ করছেন। আমাদের দলে অন্যায় করলে আমরা তাঁকে সমর্থন করি না। আপনারা কেন নিজের জগতের কেউ অন্যায় করলে মুখ খোলেন না?’
দেবাংশু-কুণালের মন্তব্যের জবাবে কি আইনি পথে হাঁটবেন মৌসুমী। প্রশ্নের জবাবে অভিনেত্রী ও তাঁর স্বামী জ্যাক দুজনেই জানিয়েছেন, বিষয়টা নিয়ে আলোচনা করছেন তাঁরা। এখনও কোনও সিদ্ধান্ত নেননি।