'শিল্পীরা কি পুরস্কার ফেরত দেবে?' আরজি কর নিয়ে আন্দোলনরত টলিউড তারকাদের উদ্দেশে এমন প্রশ্ন রেখেছিলেন শাসক দলের বিধায়ক কাঞ্চন মল্লিক। পরে ক্ষমা চাইলেও অভিমানের বরফ গলেনি শিল্পীদের। একে একে পুরস্কার ফেরাচ্ছেন টলিপাড়ার কলাকুশলীরা। শিক্ষক দিবসের দিন এই তালিকায় জুড়েছে দুটো নাম। অভিনেতা সুপ্রিয় দত্ত পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার ফেরাচ্ছেন। অন্যদিকে বৃহস্পতিবার বিকালে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি অ্যাওয়ার্ড ফেরানোর কথা জানালেন দেবপ্রতিম দাশগুপ্ত।
শুধু পুরস্কার ফেরানোর কথাই জানালেন না দেবপ্রতিম। কাঞ্চন মল্লিকের নামে বিস্ফোরক অভিযোগ তাঁর। এদিন অভিনেতা-চিত্রনাট্যকার জানান, ২০১৮ সালে পশ্চিমবঙ্গ টেলি একাডেমির তরফে সেরা চিত্রনাট্যকারের যে সম্মান তিনি পেয়েছিলেন তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তাঁর পক্ষে সহজ ছিল না এই সিদ্ধান্ত। কারণ পুরস্কার বাবদ যে এক লক্ষ টাকা তিনি পেয়েছিলেন, এই মুহূর্তে সেই টাকা তাঁর হাতে নেই। তবে ধারদেনা করেও সেই টাকা শোধ দিতে চান দেবপ্রতিম। শুধু তাই নয়, ফেসবুকে টলিপাড়ার প্রিয় তাজুদা (এই নামেই পরিচিত দেবপ্রতিম) জানান, যেদিন ওই সম্মান তিনি মমতা সরকারের কাছ থেকে গ্রহণ করেছিলেন ফোন করে কাঞ্চন মল্লিক বলেছিলেন, ‘ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলি? IPTA- করা তোর বাবা ওপরে গিয়ে খাবি খাচ্ছে আজ, ছিঃ, ওই বাপের এই ছেলে!!!’
আফসোসের সুরে বলেন, বন্ধুর ফোন এসেছিল তো তাই, আলাদা করে ওইদিন কল রেকর্ড করা হয়নি। ফেসবুকে দেবপ্রতিম আরও লেখেন,এরপর তিনি (কাঞ্চন মল্লিক) বিধায়ক হলেন। আজ উনি বুঝিয়ে দিলেন পুরস্কার মানে কি, সম্মান কথার আসল মানে। সেদিনই বলতে পারতাম কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে এক লক্ষ টাকা আমার কাছে নেই। থাকলে ওই বক্তব্য শুনেই ফিরিয়ে দিতাম। আজ বলছি : দরকার হয় ধার করবো। কিন্তু আমি সেই সম্মান (!) ফিরিয়ে দেবো। (এতদিন বলিনি লোক বলবে ফুটেজ খেতে লিখছি, কিন্তু সকলের প্রতিবাদে চুপচাপ আছি তাই দমবন্ধ লাগছে ) আশা করি আমার বাবা আর ওপরে গিয়ে খাবি খাবেন না। উনি আমার প্রথম শিক্ষক। শিক্ষক দিবসে এটাই শ্রদ্ধা'।
শিক্ষক দিবসে বাবাকে সম্মান জানাতে এই পুরস্কার ফেরানোর ঘোষণা করলেন দেবপ্রতিম। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। যিনি নিজে রাজ্য সরকারি সম্মান ফিরিয়েছেন দু-দিন আগে। সুদীপ্তা বলেন, ‘আমরা চাঁদা তুলে দেবো তাজু দা…’। এক লক্ষ টাকা ফেরত দেওয়ার ব্যাপারে, সাহায্যের হাত বাড়াতে চেয়েছেন অনেকেই।