দীর্ঘ ১৬ বছর পর আবার একসঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় ফিরতে চলেছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়। পুজোর সময় মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি শাস্ত্রী। সেই ছবির প্রচারের ফাঁকে দুজনের কথায় উঠে এল আরজি কর প্রসঙ্গ।
আরও পড়ুন: টেক্কার রানির সঙ্গে আলাপ করালেন দেব! টেডি হাতে ধরা দিলেন 'ইরা' স্বস্তিকা
আরও পড়ুন: আলো নিভিয়ে আরজি করের নির্যাতিতার বিচার চেয়েছেন কলকাতার ৪৪ লাখ মানুষ! হিসেব দিলেন সৃজিত - শোভন
দেবশ্রী রায়-মিঠুন চক্রবর্তী কী বললেন আরজি কর?
আরজি কর প্রসঙ্গে এদিন দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তী জানান তাঁরা তাঁদের মতো করে প্রতিবাদ জানিয়েছেন, বা জানাচ্ছেন। দেবশ্রী রায় এদিন এই প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'আমি নিজের মতো করে প্রতিবাদ করছি। ভক্তদের বলে দিয়েছি যাতে সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ না থাকে। রিল পোস্ট না করে।'
আরও পড়ুন: হাসপাতালে নামের ফলক নিয়ে দেবের নিন্দা কুণালের, 'উনি অপপ্রচার চালাচ্ছেন' পাল্টা জবাব অভিনেতার
অন্যদিকে মিঠুন চক্রবর্তী জানান, 'আমি এই বাংলাকেই দেখতে চেয়েছিলাম। সবাই নিজেদের মতো প্রতিবাদ করছে দেখে ভালো লাগছে।'
কিন্তু আরজি কর কাণ্ডের প্রভাব যে বক্স অফিসে পড়েছে সেটা? বাবলি, পদাতিক সেই অর্থে ব্যবসা করতে পারল না ইতিবাচক রিভিউ পাওয়া সত্বেও। এই বিষয়ে মিঠুন চক্রবর্তী জানান, 'প্রভাব তো পড়তেই হতো। প্রভাব না পড়লে ভাবতাম আমরা অমানুষ হয়ে গিয়েছি। আমরা সবাই এক হয়ে আন্দোলন চালিয়ে যাব এবার। এটুকুই চাই। এই আন্দোলনে কোনও রাজনীতির রং লাগতে দেবেন না। আর আমি নিজেও রাজনীতি নিয়ে কিছু বলব না। তাহলে আবার বলবে বিজেপির লোক বলছে।'
আরও পড়ুন: শপিং নয়, অশৌচ পালনের ডাক... তবুও পুজো কালেকশনের বিজ্ঞাপনে সোহিনী! অভিনেত্রীকে কটাক্ষ TMC সমর্থকের
আরও পড়ুন: 'যা যা করেছি না...' ঠিক যেন পাশের বাড়ির ছেলেটি! স্কুল না যাওয়ার জন্য কী কী অজুহাত দিতেন অমিতাভ?
শাস্ত্রী প্রসঙ্গে
পুজোয় পথিকৃৎ বসু পরিচালিত শাস্ত্রী যে আসছে সেই বিষয়ে নিশ্চিত সকলেই। এই ছবিতে মিঠুনের সঙ্গে থাকবেন দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ। সদ্যই এই ছবির অভিনেতাদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায় এই ছবির সংলাপ লিখেছেন। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।