টেলি দুনিয়ার ভীষণ পরিচিত একটি মুখ দেবচন্দ্রিমা রায় সিংহ। এই মুহূর্তে রাজা চন্দ পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘বিভীষণ’ নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। এই প্রথম গর্ভবতী মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সোহম চক্রবর্তীর বিপরীতে একেবারে অন্য অবতারে দেখতে পাওয়া যাবে নায়িকাকে।
তবে এই গর্ভবতী মায়ের চরিত্রে অভিনয় করার পরেই নাকি তিনি অভিনয় ছেড়ে দিতে চান। তাঁর জীবনের অন্যতম প্রধান লক্ষ্য নাকি মা হওয়া। অনুষ্কা শর্মার সুরেই অভিনেত্রী জানালেন, সারা জীবন কাজ নয় বরং সংসার করতে চান তিনি।
আরও পড়ুন: বিরাটের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জেনেলিয়া! ইন্টারনেটে ফাঁস ভিডিয়ো,আসল ব্যাপার কী?
আরও পড়ুন: 'জীবন আগের মতো থাকবে না...', কাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সায়ন্তিকা?
কেরিয়ারের শীর্ষে যখন একের পর এক কাজ আসছে অভিনেত্রীর কাছে, ঠিক তখনই মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন দেবচন্দ্রিমা। অভিনেত্রী বলেন, ‘সারা জীবন অভিনয় করতে চাই না, একটা সময় নিজেই সরে যাব। সাধারণ একটা সংসার, সন্তান চাই আমি।’
মনের মানুষের সংজ্ঞা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি চাই এমন একটা মানুষ যিনি সৎ মানুষ হবেন। আমি সব সময় একটা সাধারণ জীবন চেয়েছি। মা হওয়া আমার কাছে আশীর্বাদ। অনেকেই আছেন যারা সন্তানকে রেখেই সব কাজ সামলাচ্ছেন, আমিও পারবো।’
‘বিভীষণ’ সিরিজে মায়ের চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেত্রীকে সাহায্য করেছেন তাঁর অন্তঃসত্ত্বা দিদি। দিদিকে দেখে অনুপ্রাণিত হয়েই এই চরিত্রের জন্য রাজি হয়েছিলেন দেবচন্দ্রিমা। এক কথায় বলা ভালো, গর্ভাবস্থায় একজন মহিলার শরীরে এবং মনে কি কি পরিবর্তন ঘটে, তা খুব কাছ থেকেই দেখেছেন নায়িকা।
আরও পড়ুন: বড়দিনে মিমির সঙ্গে ঘুরে আসুন ভূতের হোটেলে, নতুন ব্যবসা নাকি? আসল ঘটনা কী?
আরও পড়ুন: মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সলমন, কী এই রোগ? কী সমস্যা হয়?
প্রসঙ্গত, দেবচন্দ্রিমা ইতিমধ্যেই অভিনয় করেছেন সাঁঝের বাতি, সাহেবের চিঠি, পরিণীতা সহ বেশ কয়েকটি ধারাবাহিকে। হোমস্টে মার্ডার নামক একটি সিরিজেও অভিনয় করেছেন। ব্যাক্তিগত জীবন নিয়েও বারবার নায়িকার নাম উঠে এসেছে খবরের শিরোনামে।