কিছুদিন আগেই একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী-মডেল কিরণ মজুমদার তাঁর প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের নামে একাধিক অভিযোগ আনেন। তাতে মন্তব্য করেন দেবচন্দ্রিমাও। এরপর সায়ন্ত নিজেকে নির্দোষ বলতেই, প্রেমিকাদের গায়ে তোলেননি কখনও এমন দাবি করতেই একাধিক বিষয় নিয়ে বিচ্ছেদের ৪ বছর পর মুখ খুললেন দেবচন্দ্রিমা। কী কী জানালেন?
আরও পড়ুন: দুই পাশে দুইজনের অর্ধেক মুখ, মাঝে লেখা ‘শামিয়ানা’! জিতের বাড়ির বাইরে থাকা এই লেখার অর্থ কী?
কী বললেন দেবচন্দ্রিমা?
অভিনেত্রী এদিন একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর ইউটিউব চ্যানেলে, সেখানেই তিনি জানান তাঁর প্রাক্তন সায়ন্ত তাঁর সঙ্গে কেমন আচরণ করতেন। কত টাকা পান এখনও তিনি সেই সময় বিষয়। এদিন টাকার বিষয়ে কথা বলতে গিয়ে দেবচন্দ্রিমা বলেন, 'কত নির্লজ্জ আপনি। হিসেব করতে বসবেন? আমি হিসেবটা পাঠাব? হাই, আপনাকে বলছি। আমি আমার হিসেবটা পাঠাব? ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাব আপনাকে? যে টাকাটা দেওয়ার ভয়ে আপনি পালিয়ে গেছেন, আমার সঙ্গে আর কোনও রকম যোগাযোগ করেননি। আমার প্রত্যেক ভিডিয়ো থেকে যে রেভিনিউ জেনারেট হয়েছে পাঠাবেন ওই টাকাটা? আমার অ্যাকাউন্ট ডিটেলস আমি লিখে দিচ্ছি এখানে।'
আরও পড়ুন: আরজি কর থেকে বাংলাদেশের আন্দোলনে বাজছে মেয়ের গান! আরাত্রিকার বাবা বললেন, 'ওই অনুভূতিটা...'
অভিনেত্রী এদিন আরও বলেন, 'মালদ্বীপের ট্রিপে আড়াই লাখ খরচ হয়েছে। চলো ৫০ লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। ২ লাখ টাকা দিন। ইউটিউব থেকে যে টাকা জেনারেট হয়েছে সেটা পাঠিয়ে দিন আমার অ্যাকাউন্টে। কিরণের সঙ্গে তো প্রচুর ইউটিউব ভিডিয়ো করেছেন, ব্র্যান্ড শ্যুট করেছেন। আমার সঙ্গেও করেছেন। আমি নিশ্চিত আপনি কোনও পয়সা দেননি। আমি আপনাকে হাড়ে হাড়ে, মজ্জায় মজ্জায় চিনি। করব হিসেবে? কিরণকে পাশে বসিয়ে হিসেবে করে আপনাকে অফিসিয়াল মেলে পাঠাব পুরোটা? ২৪ ঘণ্টা সময় দিলাম ড্রোন মাইক আমার বাড়িতে পাঠাবেন। ওর বাড়িতে না। আমার বাড়িতে। দেখলে বেটা। রিকোয়েস্ট করলাম না কিন্তু। লোকের জিনিস টেনেটুনে আবার বলছে দেব না ফেরত! লজ্জা লাগে না অন্যের জিনিস ব্যবহার করতে? ওটা কামালগাজির খালের উপর ওড়ানোর জন্য নয়। আর ভুলেও এটার রিপ্লাই দিয়ে ভিডিয়ো বানাতে আসবেন না। এরম করে মাটি সরাব আর চাপা দিয়ে দেব। আমি কিন্তু কান্নাকাটি করব না। একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে কখনও যদি এটা দেখি আমি।'