বিগত বেশ কিছুদিন ধরেই সায়ন্তর বিরুদ্ধে এক এক করে মুখ খুলছেন তাঁর প্রাক্তনরা। ইতিমধ্যেই বিচ্ছেদের চার বছর পর দেবচন্দ্রিমা সিংহ রায় তাঁর সঙ্গে ঘটা সমস্ত ঘটনার কথা ভিডিয়ো করে প্রকাশ্যে এনেছেন। এবার জানালেন তিনি সায়ন্ত মোদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। কিন্তু কী কী বিষয়ে?
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে প্রেমিকাদের শরীর নিয়ে ‘কুৎসিত’ আলোচনা করেন সায়ন্ত! ফের বিস্ফোরক দাবি দেবচন্দ্রিমার
আরও পড়ুন: 'একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে', কিরণের অভিযোগ খারিজ করতেই সায়ন্তকে জবাব দেবচন্দ্রিমার
কী ঘটেছে?
এদিন ইউটিউবে একটি পোস্ট করেন দেবচন্দ্রিমা, সেখানেই তিনি জানান তিনি প্রাক্তন সায়ন্ত মোদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। জানিয়েছেন কিরণের যে মাইক এবং ড্রোন তাঁর কাছে আছে সেটা তিনি ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ফেরত দেননি তাই এই পদক্ষেপ নেবেন। সঙ্গে তাঁর বকেয়া টাকা তো আছেই।
এই বিষয়ে দেবচন্দ্রিমা সিংহ রায় লেখেন, 'হ্যালো এভরিওয়ান। গতকাল আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে টক্সিক বক্স (সায়ন্তর চ্যানেলের নামের অপভ্রংশ, তাঁর চ্যানেলের আসল নাম কনফিউজড বক্স) কিরণের ড্রোন এবং মাইক ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেবে। কিন্তু একটা গোটা দিন পেরিয়ে যাওয়ার পরও সে কিছু করেনি। এখান থেকেই বোঝা যাচ্ছে সে শান্তিপূর্ণ ভাবে কিছু করবে না, সমস্যা মেটাবে না।'
তিনি এদিন আরও লেখেন, 'আমি তাই সিদ্ধান্ত নিয়েছি ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। একটা আইনি নোটিশ পাঠাব যাতে ওর চ্যানেল থেকে আমার সমস্ত ভিডিয়ো ডিলিট করে দেওয়া হয়। এবং আমায় যেন মালদ্বীপের টাকা ফেরত দেয়। দেখা যাক এরপর কী হয়।'

প্রসঙ্গত এদিন দেবচন্দ্রিমা যে ভিডিয়ো পোস্ট করেছিলেন সেখানেই তিনি কিরণের এই মাইক এবং ড্রোন ফেরত দেওয়ার প্রসঙ্গে সায়ন্তকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'আমি আপনাকে হাড়ে হাড়ে, মজ্জায় মজ্জায় চিনি। করব হিসেবে? কিরণকে পাশে বসিয়ে হিসেবে করে আপনাকে অফিসিয়াল মেলে পাঠাব পুরোটা? ২৪ ঘণ্টা সময় দিলাম ড্রোন মাইক আমার বাড়িতে পাঠাবেন। ওর বাড়িতে না। আমার বাড়িতে। দেখলে বেটা। রিকোয়েস্ট করলাম না কিন্তু। লোকের জিনিস টেনেটুনে আবার বলছে দেব না ফেরত! লজ্জা লাগে না অন্যের জিনিস ব্যবহার করতে? ওটা কামালগাজির খালের উপর ওড়ানোর জন্য নয়। আর ভুলেও এটার রিপ্লাই দিয়ে ভিডিয়ো বানাতে আসবেন না। এরম করে মাটি সরাব আর চাপা দিয়ে দেব। আমি কিন্তু কান্নাকাটি করব না। একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে কখনও যদি এটা দেখি আমি।' সেটা তিনি না করায় এই পদক্ষেপ নেওয়ার কথা জানালেন।