দেবচন্দ্রিমা সিংহ রায় বর্তমানে টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজ করছেন। হিন্দি ধারাবাহিকে এখন নিয়মিত দেখেন তাঁকে দর্শকরা। তবে তিনি দিদি নম্বর ওয়ানের ১০০০ পর্বে এদিন খেলতে আসছেন। আর সেই পর্বের শ্যুটিংয়ে এসে জীবন থেকে কেরিয়ার, বেঁচে থাকার মন্ত্র নিয়ে কী জানালেন অভিনেত্রী?
জীবন থেকে কেরিয়ার, বলিউড সফর নিয়ে কী বললেন দেবচন্দ্রিমা?
এদিন টলি টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবচন্দ্রিমা তাঁর জীবনের লড়াই, বেঁচে থাকার মন্ত্র সম্পর্ক বলতে গিয়ে জানান, 'অনেক ছোটবেলায় বাবা যখন মারা যায় মাকে দেখেছি আমাদের দুই বোনকে মানুষ করতে গিয়ে মা ভীষণ আত্মনির্ভর হয়ে গিয়েছিল। আর মাকে দেখে শিখেছি এটা। মা সবসময় বলতো যে আমি আছি, কিন্তু যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকে যাবে ততক্ষণ আমার দিকে ঘুরে তাকাবে না। মা আমায় বলে ভেবো না তোমার পিছনে কেউ না কেউ থাকবে। সারাজীবন কেউ বাঁচে না। নিজের শিরদাঁড়ার জোর নিজে বানাও।'
অভিনেত্রী এদিন আরও বলেন, 'মরে যাওয়া খুব সোজা। আমার বাবা সুইসাইড করেছিল। লড়াই করতে পারেনি বলেই করেছিল। আমি তাই বিশ্বাস করি জীবনে যাই হয়ে যাক লড়ে বাঁচতে হবে। মায়ের থেকে শিখেছি এটা। তাই হয়তো এতটা স্বাবলম্বী হয়ে গিয়েছি। যাই হয়ে যাক হার মানব না।'
মুম্বইতে গিয়ে থাকা কাজ করা এবং সেখানে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে বললেন, 'অ্যাডজাস্টমেন্টের উপরেই তো জীবন দাঁড়িয়ে। আমাদের সব জায়গায় অ্যাডজাস্ট করতে হয়। আমার এটা এক্সপেক্ট করাই ভুল যে আমার জন্য কেউ সিংহাসন সাজিয়ে বসে থাকবে। বম্বে জার্নিটা আমি জিরো থেকে শুরু করেছি। ওখানে কেউ আমায় চেনা না। নতুন ভাবে কেরিয়ার শুরু করছি ওখানে। এই রিস্ক নেওয়ার ক্ষমতা থাকা জরুরি। চেষ্টা করে দেখা উচিত।'
এদিন দিদি নম্বর ওয়ানে খেলা প্রসঙ্গে তিনি জানান প্রথম রাউন্ডে তিনি ল্যাটা মাছ ধরতে গিয়ে একেবারেই নাকানি চুবানি খেয়ে ফেলেছেন। কিন্তু সেই পর্বে আর কী কী ঘটবে সেটা শুক্রবার দেখা যাবে।