বাংলা নিউজ > বায়োস্কোপ > Debesh Chattopadhyay: 'অন্যের অভিমতকে সম্মান জানাতে আমরা ভুলেছি', ৩০ বছর পর মঞ্চে ফিরে বললেন দেবেশ চট্টোপাধ্যায়

Debesh Chattopadhyay: 'অন্যের অভিমতকে সম্মান জানাতে আমরা ভুলেছি', ৩০ বছর পর মঞ্চে ফিরে বললেন দেবেশ চট্টোপাধ্যায়

দেবেশ চট্টোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব

দেবেশ চট্টোপাধ্যায় জানান, ‘আমরা আসলে একটা বাইনারি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কোনটা সত্যি, কোনটা মিথ্যে সেটা সবসময় আমাদেরকে বলতে হয়। অনেকেই ভাবেন আমি যেটা বলছি সেটাই ঠিক, সেটাই সত্যি। অন্য কেউ অন্য বললে সেটা ভুল। বিরুদ্ধে অভিমতকে সম্মান জানাতে মানুষ ভুলে যাচ্ছে। ’

প্রায় ৩০ বছর পর মঞ্চে ফিরলেন নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। তবে তিনি ফিরলেন অন্য পরিচালকের নির্দেশনায়। ইতালির নোবেলজয়ী সাহিত্য়িক লিউইজি পিরেনদেল্লোর নাটকে সম্প্রতি মধুসুদন মঞ্চে অভিনয় করলেন দেবেশ। নাটকটির পরিচালক ছিলেন অর্পিতা ঘোষ। নাটকে এক বিশেষ চরিত্রে অভিনয় করেন তিনি।

এবিষয়ে টিভি৯ বাংলাকে নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় জানান, ‘এর আগে আমি ফ্যাতাড়ু, ব্রেইন-এ অভিনয় করেছি, তবে সেটার কোনওটা রুদ্রনীলের অনুপস্থিতিতে , আবার কোনটা পীযুষের মারা যাওয়ার পর। তবে নিজের পরিচালনা ছাড়া অন্য পরিচালকের নির্দেশনায় কাজ করলাম প্রায় ৩০ বছর পর। এটি পিরেনদেল্লোর লেখা একটি নাটকের বাংলা করছেন অর্পিতা ঘোষ। এখানে আমার চরিত্রটি মূত পিরেনদেল্লোর চরিত্র।’

দেবেশ চট্টোপাধ্যায় জানান, ‘আমরা আসলে একটা বাইনারি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কোনটা সত্যি, কোনটা মিথ্যে সেটা সবসময় আমাদেরকে বলতে হয়। অনেকেই ভাবেন আমি যেটা বলছি সেটাই ঠিক, সেটাই সত্যি। অন্য কেউ অন্য বললে সেটা ভুল। বিরুদ্ধে অভিমতকে সম্মান জানাতে মানুষ ভুলে যাচ্ছে। আসলে সত্যের অনেক স্তর আছে, সত্য এক স্তরীয় নয়, বহু স্তরীয়। সেটা আমরা ক্রমশ ভুলে যাচ্ছি।’

আরও পড়ুন-Exclusive Super Singer Subhadeep: মায়ের ‘পায়ে’ খরচ করতে চান পুরস্কারের টাকা, সুপার সিঙ্গার শুভদীপের আছে আরও স্বপ্ন

আরও পড়ুন-Exclusive Transgender Singer Anwesha: রূপান্তরকামী প্রতিযোগী হওয়ার কারণেই এত্ত আলোচনা? কী মত 'সুপার সিঙ্গার' অন্বেষার

প্রসঙ্গত, সত্য বহুমাত্রিক, প্রতিটি দৃষ্টিভঙ্গীরই আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। অর্পিতা ঘোষের পিরেনদেল্লোর নাটকের বাংলা রূপান্তর ‘তুমি ঠিক যদি ভাবো তুমি ঠিক!’ রবিবার মধুসুদন মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়েছে।

তাঁর নাটকে দেবেশ চট্টোপাধ্যায়ের অভিনয় নিয়ে টিভি৯ বাংলাকে পরিচালক অর্পিতা ঘোষ বলেন, ‘দেবেশ ভীষণই ন্যাচারাল অ্যাক্টর, কিন্তু ও অভিনয়টা করে না। তবে এটার বাংলা রূপান্তরের পর দেবেশই বলল, ওঁর চরিত্রটা ভীষণ পছন্দ। ওটা পিরেনদেল্লোর চরিত্র। তখন আমি ওকে করতে বলি, প্রথমে না বললেও পরে ও রাজি হয়। এখনে সত্যের বহুমাত্রিকতাকে যেন পিরেনদেল্লোই মঞ্চে দাঁড়িয়ে চিহ্নিত করছেন। দেবেশ পরিচালক হিসাবেই বেশি পরিচিত, অভিনয়টা ও কমই করে।’ মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে এই নাটক মঞ্চস্থ হয়েছে বলে জানা যাচ্ছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন