Debina Bonnerjee's second child: দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধুরীর দ্বিতীয় সন্তান গত বছরের ১১ নভেম্বর জন্ম নেয়। সন্তানের নাম প্রকাশ্যে আনলেও, তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেও এতদিন ছবি প্রকাশ্যে আনেননি। এবার সেটা করলেন তাঁরা। দেখুন ছবি।
1/7দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধুরীর দ্বিতীয় সন্তান ২০২২ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করে। তাঁর নাম রাখা হয় দিভিশা। এতদিন তাঁদের কনিষ্ঠ সন্তানকে নিয়ে ছবি দিলে বা তার নাম প্রকাশ্যে আনলেও মুখ দেখাননি। এবার সে প্রকাশ্যে আনলেন দেবিনা এবং গুরমিত।
2/7এই তারকা জুটি গত ২৬ জানুয়ারি তাঁদের ছোট সন্তানকে নিয়ে একটি ফটোশ্যুট করেন। সঙ্গে অবশ্য একটি ছবিতে তাঁদের বড় মেয়েকেও দেখা যায়। সেই ছবিই তাঁরা ৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।
3/7এটাই প্রথমবার নয়, এর আগেও তাঁরা দুই মেয়েকে নিয়ে একাধিক ফটোশ্যুট করেছেন। যদিও সেখানে তাঁদের ছোট মেয়ের মুখ দেখা যায়নি।
4/7এটাই প্রথমবার নয়, এর আগেও তাঁরা দুই মেয়েকে নিয়ে একাধিক ফটোশ্যুট করেছেন। যদিও সেখানে তাঁদের ছোট মেয়ের মুখ দেখা যায়নি।
5/7সমুদ্রে বেড়াতে গিয়ে সেখানেও তাঁরা দুই সন্তানকে নিয়ে পোজ দেন। ছুটির মুডে দেখা যায় তাঁদের সেই ছবিগুলিতে
6/7এমনকি সমুদ্র সৈকতে বসেই, ভীষণ আর্টিস্টিক ভাবে ছবি তুলে তাঁরা তাঁদের ছোট মেয়ের নাম প্রকাশ্যে আনেন। একটি বাঁশের গোলাকার জায়গায় বসে, তাঁরা দুজনই দিভিশাকে কোলে নিয়ে ছবি তোলেন। আর উপরে লেখা ছিল ওর নাম।
7/7বড়দিনের সময়ও সান্টা টুপি এবং লাল পোশাক পরে তাঁরা ফটোশ্যুট করেছিলেন।