বাংলা নিউজ > বায়োস্কোপ > Debina Bonnerjee-Gurmeet Choudhary: দ্বিতীয় মেয়ে আসায় জায়গার অভাব! বিলাসবহুল নতুন বাড়ি কিনল গুরমিত-দেবিনা, রইল ছবি

Debina Bonnerjee-Gurmeet Choudhary: দ্বিতীয় মেয়ে আসায় জায়গার অভাব! বিলাসবহুল নতুন বাড়ি কিনল গুরমিত-দেবিনা, রইল ছবি

দেবিনা-গুরমিতের নতুন বাড়ি কেমন দেখতে?

দেবিনা তাঁর ভ্লগে আগেই জানিয়েছিলেন পুরনো বাড়িতে দুই সন্তান নিয়ে থাকতে একটু সমস্যা হবে, বিশেষ করে মেয়েরা যখন বড় হবে। তাই নতুন বাড়ি খুঁজছেন। এবার সেই নয়া আস্তানার ছবি তাঁরা শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। 

নভেম্বরেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন গুরমিত চৌধুরি আর দেবিনা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন বাড়িতে যাওয়ার পালা। সোশ্যাল মিডিয়ায় নতুন বাড়ির কিছু ছবি শেয়ার করে নিলেন এই তারকা দম্পতি। বিশাল বড় ডাইনিং রুম থেকে শেয়ার করলেন ছবি।

মুখে হাসি, একাধিক পোজ দিয়ে ছবিগুলি তুলেছেন দেবিনা আর গুরমিত তাঁদের নতুন বাড়ির ডাইনিংয়ে। ঘরে ক্রিম রঙ করা হয়েছে। একাধির বাহারি পেনডেন্ট লাইট ব্যবহার করা হয়েছে। যদিও কাজ এখনও চলছে। দেখা মিলল কাঠের মিস্ত্রদেরও। সম্ভবত ইন্টিয়ারের কাজ ঠিকমতো হচ্ছে কি না দেখতেই এসেছিলেন তাঁরা। বসার ঘরের সঙ্গে রয়েছে একটা বড় ব্যালকনিও। যাতে লাগানো হয়েছে কাচের প্যানেল।

ছবির ক্যাপশনে তাঁরা লিখলেন, ‘চিয়ার্স টু দ্য নিউ বিগিনিং (নতুন শুরুর জন্য উল্লাস)। ওম ওম নম শিবায়।’ হিন্দি টিভির একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। যাদের মধ্যে আছেন দেলনাজ ইরানি, দর্শন কুমাররা।

দ্বিতীয় সন্তান আসার আগেই দেবিনা নিজের ভ্লগে দেবিনা জানিয়েছিলেন তাঁদের পুরনো বাড়ি দুই সন্তানের জন্য ছোট পড়বে। তাই নতুন ফ্ল্যাট খুঁজছেন। বোঝা যাচ্ছে মনের মতো বাড়ি খুঁজে পেয়েই গিয়েছেন। এবার যত্ন নিয়ে তাকে সাজানোর অপেক্ষা।

বড় সন্তানের বয়স মাত্র ৭ মাস, জন্ম এপ্রিলে। আর তার মাঝেই ১১ নভেম্বর জন্ম নেয় দেবিনা-গুরমিতের দ্বিতীয় সন্তান। দুই মেয়ের মা-বাবা তাঁরা। পরিবারে তাই শুধুই খুশির উচ্ছ্বাস। সে অনুভব একাধিকবার নিজেদের অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন এই দম্পতি। হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী জানিয়েছেন, প্রথম সন্তানের জন্মের পর সবই ঠিকঠাক ছিল। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিস্থিতি একটু খারাপই ছিল। শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন বলেও জানিয়েছেন। ছোট মেয়ে আকারে খুব ছোট জন্মেছে। তাঁকে খুব তোলা তোলা করে রাখতে হচ্ছে এখন।

 

বন্ধ করুন