স্বামী ও দুই ছোট্ট মেয়েকে নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কা বেড়াতে। ফিরেই অসুস্থ অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসে আক্রান্ত দেবিনা। আপাতত দুই ছোট্ট সন্তান লিয়ানা ও দিবিশার থেকে দূরে থাকতে হচ্ছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দেবিনা লিখেছেন, ‘মাতৃত্ব মোটেও সহজ বিষয় নয়।’
দেবিনা জানিয়েছেন শ্রীলঙ্কা থেকে ফিরে তাঁর জ্বর ও সর্দি-কাশির সমস্যা ছিল। কিছুতেই সারছিল না, পরীক্ষা করে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা তিনি জানতে পারেন। সংবাদমাধ্যমকে দেবিনা জানিয়েছেন, 'এখন যদিও তাঁর জ্বর নেই, তবে কাশি ও সর্দি রয়েছে, ডাক্তাররা বলেছেন, তিনি এদিক ওদিক যেতেই পারেন। সঙ্গে প্রচুর তরল খাবার ও বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে চিন্তার কোনও কারণ নেই, দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও অনুরাগীদের জানিয়েছেন অভিনেত্রী। তবে দেবিনা ও গুরমীতর দুই মেয়ে লিয়ানা ও দিবিশার টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি দেবিনা এবং গুরমীত সাতপাকে বাঁধা পড়েন। রামায়ণে একসঙ্গে রাম-সীতার চরিত্রে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েছিলেন দুই তারকা। গত বছর মাতত্বের কারণেই বারবার খবরের শিরোনামে উঠে আসেন দেবিনা। মাত্র ৮ মাসের ব্যবধানে জন্ম দেন দুই সন্তানের। ২০২২-এর ৩ এপ্রিল জন্ম হয় দেবিনার প্রথম সন্তান লিয়ানার। এরপর মাত্র ৩ মাসের ব্যবধানে ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন দেবিনা। গত বছর ১১ নভেম্বর জন্ম হয় অভিনেত্রীর দ্বিতীয় সন্তানের। তবে প্রি-ম্যচিওর ডেলিভারির কারণে বেশকিছুদিন হাসপাতালে রাখতে হয় শিশুটিকে।
পরে দেবিনা ও গুরমীত জানান, তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন দিবিশা, যার অর্থ সমস্ত দেব-দেবীর প্রধান। এদিকে দেবিনা ও গুরমীত জানিয়েছিলেন প্রথমবার মা হওয়া দেবিনার পক্ষে সহজ হয়নি। বহু চেষ্টার পর শেষপর্যন্ত IVF-এর সাহায্য নিতে হয়। অথচ দ্বিতীয়বার সহজেই অন্তঃসত্ত্বা হন দেবিনা।