গত নভেম্বর মাসেই দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমীত চৌধুরীর দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছে। অবশেষে এই বলি জুটি তাঁদের ছোট মেয়ের নাম প্রকাশ্যে আনলেন। এই শিশুটির নাম তাঁরা দিভিশা রেখেছেন। মঙ্গলবার, ৩ জানুয়ারি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তাঁরা তাঁদের মেয়ের নাম প্রকাশ্যে আনেন। কিন্তু এই নামের অর্থ কি জানেন? দেখুন কী জানালেন অভিনেত্রী।
দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমীত চৌধুরী এদিন যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সেখানে তাঁদের একটি সমুদ্র সৈকতে দিভিশাকে কোলে নিয়ে পোজ দিতে দেখা গিয়েছে। বাঁশ দিয়ে তৈরি একটি বিশেষ চেয়ারে তাঁরা বসেছিলেন মেয়েকে নিয়ে। এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমাদের এই সন্তানের নাম রাখলাম দিভিশা। এই নামের অর্থ হল সমস্ত দেব দেবীর প্রধান।' এই পোস্টে অভিনেত্রী গোয়ার একটি হোটেলকে ট্যাগ করেছেন।
তাঁদের অনুরাগীরা এই সদ্যোজাতকে শুভকামনা জানিয়েছেন। এক ব্যক্তি এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'আপনাদের মতো বাবা মা পেয়ে দিভিশা ধন্য হয়ে গেল।' আরেক ব্যক্তি লেখেন, 'খুব সুন্দর নাম। ঈশ্বর ওর মঙ্গল করুন।'
দেবিনা এবং গুরমীতের বড় মেয়ে ছোটটির থেকে মাত্র ৮ মাসের বড়। তার নাম লিয়ানা। গুরমীত চৌধুরী ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তাঁদের সন্তান আসার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি সেই পোস্টে লিখেছিলেন, 'আমাদের মেয়ে এল এই পৃথিবীতে। আমরা আবার বাবা মা হলাম।' তিনি এই পোস্টেই জানিয়েছিলেন যে তাঁদের দ্বিতীয় সন্তান সময়ের অনেকটা আগেই জন্ম নিয়েছে।
অন্যদিকে দিভিশাকে নিয়ে সম্প্রতি দেবিনা একটি পোস্ট করেছিলেন, সেখানে তিনি লেখেন, ' আমার দ্বিতীয় সন্তানকে, তুমি আমার প্রথম নও, এটা ভীষণ সত্যি। তোমায় ভালোবাসার আগে, আমি আরেকজনকে ভালোবেসেছি। কিন্তু আগের বারের তুলনায় আমি একদম অন্যরকম মা। আমি এখন আরও শান্ত আর কনফিডেন্ট হয়েছি। তুমি আসার পর আমার জীবন একটা আলাদা মাত্রা খুঁজে পেল। এখন আমার দুটি সন্তানকেই আমায় সমান গুরুত্ব দিতে হবে। প্রথমবার আমি দারুন উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু এবারের সমস্ত জিনিস অনেক ধীর, শান্ত। তোমার সব প্রথম আমার জন্য সব শেষ হবে। তুমি আমার প্রথম সন্তান না হলেও, আমার শেষ সন্তান তুমিই।'
২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি দেবিনা এবং গুরমীত গাঁটছড়া বাঁধেন। তাঁদের একসঙ্গে রামায়ণে রাম সীতার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।