বাংলা নিউজ > বায়োস্কোপ > Debina Bonnerjee on her daughters: 'দুজনেই কড়া টক্কর দেয়', মেয়েদের বিষয়ে কোন তথ্য ফাঁস করলেন দেবিনা

Debina Bonnerjee on her daughters: 'দুজনেই কড়া টক্কর দেয়', মেয়েদের বিষয়ে কোন তথ্য ফাঁস করলেন দেবিনা

মেয়েদের বিষয়ে কোন তথ্য ফাঁস করলেন দেবিনা?

Debina Bonnerjee on her daughters: সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন দেবিনা। এই বছরেই তাঁর দুই কন্যা সন্তানের হয়েছে। তাদের বিষয়ে ইনস্টাগ্রামে এসে কী জানালেন অভিনেত্রী?

গত মাসেই দেবিনা বন্দোপাধ্যায় এবং গুরমিত চৌধুরীর পরিবারে নতুন সদস্য এসেছে। প্রথম সন্তানের জন্মের মাত্র আট মাসের মধ্যেই তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয় ১১ নভেম্বর। এবার অভিনেত্রী তাঁর জীবনের নানা কথা ইনস্টাগ্রামে তুলে ধরলেন। দ্বিতীয় সন্তান হওয়ার পর তিনি কীভাবে তাঁদের সামলাচ্ছেন, স্তন্যপান করাচ্ছেন সেই সব তো বললেনই সঙ্গে জানালেন তাঁর উজ্জ্বল ত্বকের রহস্য বা এখন যে সামাজিক চাপ, উদ্বেগের মধ্যে তাঁর দিন কাটছে সেটাও।

শনিবার অভিনেত্রী ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশনের আয়োজন করেন। আর সেখানে তিনি তবে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন। আর সেই উত্তর দিতে গিয়েই উল্লিখিত জিনিসগুলো সম্পর্কে তিনি আলোচনা করেন এবং বলেন।

এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন তিনি কি তাঁর সন্তানদের মাতৃদুগ্ধ দেন? এটার উত্তরে তিনি জানান হ্যাঁ, ৯৮ শতাংশই স্তন্যপান এবং বাকি ২ শতাংশ ফর্মুলার উপর রেখেছেন তাঁর সন্তানদের। আরেক ভক্ত লেখেন, 'এত পর পর দুটি সন্তান নিলেন আপনি তো উইক হয়ে যাবেন।' এটার উত্তরে অভিনেত্রী বলেন, ' মস্তিষ্ক দেহকে চালনা করে, আর সেটা যথেষ্ট শক্তিশালী।' দেবিনা এবং গুরমিতের প্রথম সন্তান লিয়ানা ২০২২ এর এপ্রিল মাসে জন্ম নেয়। তার মাত্র আট মাসের মধ্যেই তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হ ১১ নভেম্বর।

<p>দেবিনার পোস্ট</p>

দেবিনার পোস্ট

কিন্তু অভিনেত্রীর এই উজ্জ্বল ত্বকের নেপথ্যে কোন রহস্য লুকিয়ে আছে? তিনি জানান ত্বকের সঠিক পরিচর্যা এবং ওমেগা ৩ এর কারণে তাঁর ত্বক এত সুন্দর। অভিনেত্রীর এক ভক্ত লেখেন কী করে ইতিবাচক মনোভাব রাখা যায় যখন সমাজ আপনার প্রেগন্যান্সি নিয়ে প্রশ্ন তোলে? তিনি বলেন, 'কান বন্ধ করে নাও। ভাবো এটা তোমার জীবন, আর তুমি যা বলবে যা ঠিক করবে তাই হবে।'

তবে সব থেকে মজার প্রশ্ন ছিল, কোন সন্তানকে সামলানো সব থেকে কঠিন, বড় নাকি ছোটকে? উত্তরে অভিনেত্রী বলেন, 'কঠিন প্রশ্ন! দুজনেই সমান টক্কর দেয় আর কী!' এরপর দুই সন্তানের কথা জানাতে গিয়ে লেখেন ছোট মেয়ের বিষয়ে বলেন 'এত কাঁদে যে কান্না শুরুই হয় ১০০০০ ডিসেবল দিয়ে।' অন্যদিকে বড়জনের বিষয়ে বলেন, ' এত জোর হামা দেয় বারবার আঘাত পায় আর হাতের কাছে যা পায় সেটাই মুখে ঢুকিয়ে দেয়।' তিনি তাঁর দুই সন্তানের ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যদিও ছোট মেয়ের মুখ দেখা যায়নি সেখানে।

<p>দেবিনার পোস্ট</p>

দেবিনার পোস্ট

২০১১ সালে ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দোপাধ্যায়ের বিয়ে হয়। তাঁদের ২০০৮ সালে রামায়ণের সেটে প্রথম দেখা হয়, সেখানে তাঁরা রাম সিতার ভূমিকায় অভিনয় করেছিলেন।

বন্ধ করুন