মাত্র সাত মাসের ব্যবধান। একই বছরে দ্বিতীয়বার মা হয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্য়ায়। পর পর দুই মেয়ে কোল আলো করে এসেছে দেবিনা এবং গুরমিত চৌধুরীর।
দেবিনার প্রথম সন্তান লিয়ানার জন্ম হয় চলতি বছরের ৩ এপ্রিল। এর চার মাসের মাথায় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী। গত ১১ নভেম্বর দ্বিতীয় সন্তান প্রসব করেন তিনি। জানা গিয়েছে, দেবিনার দ্বিতীয় সন্তান সময়ের আগেই জন্ম নিয়েছে।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তানকে প্রথমবার কোলে নেওয়ার অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন দেবিনা। অভিনেত্রী জানিয়েছে, প্রথম সন্তানের জন্মের পর সবই ঠিকঠাক ছিল। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিস্থিতি একটু খারাপই ছিল। শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন বলেও জানিয়েছেন। ছোট মেয়ে আকারে খুব ছোট জন্মেছে। তাঁকে খুব তোলা তোলা করে রাখতে হচ্ছে এখন।
আরও পড়ুন: মেয়ে সুহানা একাকিত্ব বোধ করবে! মাসের পর মাস কাজ করেননি শাহরুখ, কী হয়েছিল সেই সময়
অভিনেত্রী বলেছেন, 'প্রত্যেকে, এমনকি চিকিৎসকেরা সেই সময়ে পরামর্শ দিয়েছিল, ডেলিভারি করিয়ে নিতে। নাহলে যত অপেক্ষা করতে থাকব, পরিস্থিতি আরও বেশি জটিল হবে। তাই বেশ টেনশনে ভুগেছিলাম। আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও চিন্তায় ছিলাম। কিন্তু গোটা প্রক্রিয়ায় আমার আত্মবিশ্বাসের একটু ঘাটতি হয়নি।'
ছোট মেয়ে এখনও অনেকটাই ছোট। তাই মেয়ের নাম এখনও ঠিক করেননি তাঁরা। তবে মেয়ের নাম ঠিক হলে নিজেরাই জানিয়ে দেবেন। পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন, 'ডেলিভারির আগের মুহূর্তে আমরা সকলে আলোচনা করছিলাম, আমার বয়স কুড়ি বা তিরিশের শুরু নয়। তাই সবকিছুই ঠিক থাকবে। তারপর সন্তানের জন্ম হয়। আমার সেলাই কাটা হয়ে গিয়েছে।'
দেবিনা আরও বলেছেন, 'দ্রুত সুস্থ হয়ে উঠছি আমি। অন্তঃসত্ত্বা অবস্থায় শেষ কিছুদিন আমি বেশি নড়াচড়া করতে পারছিলাম না। কারণ, আমার পাকস্থলীতে অনেকটা জল জমেছিল। এখন ঠিক আছি। নিয়ম মেনে খাবার খাচ্ছি। নিজের সুস্থ হয়ে ওঠাটা অনুভব করতে পারছি। আশা করি দ্রুত সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠব।'