বাংলা নিউজ > বায়োস্কোপ > Debleena Dutt: 'মানসিকভাবে আমি পেরে উঠছি না…' আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোর কাজ থেকে বিরত থাকছেন দেবলীনা!

Debleena Dutt: 'মানসিকভাবে আমি পেরে উঠছি না…' আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোর কাজ থেকে বিরত থাকছেন দেবলীনা!

মানসিকভাবে বিধ্বস্ত! আরজি কর-কাণ্ডের জেরে পুজোর কাজ থেকে বিরত থাকছেন দেবলীনা

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোর সমস্ত রকমের কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। কারণ তিনি ভুলতে পারছেন না এই ঘটনার ভয়াবহতা।

দুর্গাপুজো মানে কেবল আনন্দ আর উৎসব নয়, বহু মানুষের রোজগারের মাধ্যমও। একজন খাবার বিক্রেতা, বেলুন বিক্রেতার মতো এই সময়টা তারকারাও পুজোর ফোটোশুট থেকে শুরু করে, ফিতে কাটা, পুজো পরিক্রমা এগুলিতে অংশগ্রহনের মাধ্যমে রোজকার করেন। তাছাড়াও বিভিন্ন পুজো প্যান্ডেলে বহু বিচিত্রানুষ্ঠানেও তাঁরা অংশগ্রহণ করে সেখান থেকে উপার্জন করেন। কিন্তু এবার নিজকে সেই উপার্জন থেকে বঞ্চিত রাখছেন দেবলীনা দত্ত। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোর সমস্ত রকমের কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। কারণ তিনি ভুলতে পারছেন না এই ঘটনার ভয়াবহতা।

তবে যাঁরা পুজোর কাজে যুক্ত থাকছেন তাঁদের নিয়ে অভিনেত্রীর কোনও অভিযোগ নেই, কারণ তাঁর মতে এটা অভিনেতাদের পেশারই একটা অঙ্গ। দেবলীনার কথায়, ‘রুজিরুটি আর আন্দোলনকে গুলিয়ে ফেলার কোনও কারণ নেই।’ এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবলীনা বলেছেন, ‘এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তার মানে এই নয় যে, পুজোয় যাঁরা শামিল থাকছেন, তাঁদের বিরুদ্ধে আমার কোনও বক্তব্য রয়েছে। পুজোর কাজ কিন্তু আমাদের রুজিরুটিও। এর সঙ্গে আন্দোলনকে গুলিয়ে ফেলার কোনও কারণ নেই। আমি থাকছি না কারণ, মানসিক ভাবে আমি পেরে উঠছি না।’

আরও পড়ুন: অনিল কাপুরের মা নির্মলা কাপুরের ৯০ বছরের জন্মদিন! কাপুর পরিবারের গ্র্যান্ড সেলেব্রেশনে কারা হাজির ছিলেন?

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন দেবলীনা। এই ঘটনা সহ তাঁর নিজের ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সরব দেবলীনা বলেন, ‘হুমকি সংস্কৃতি সব জায়গাতেই চলে। আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন এক কেশসজ্জা শিল্পীকে মাসের পর মাস কাজ করতে দেওয়া হয়নি বলে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।’ দেবলীনা জানান, তিনি নিজেও অনেক সময় এই কাজ না পাওয়ার মতো সমস্যায় পড়েছেন, কেবল সব ঘটনায় সরব থাকার কারণে। 

অভিনেত্রীর কথায়, ‘আমি সব সময়ই ইন্ডাস্ট্রির লবিবাজি, হুমকি সংস্কৃতি, কাস্টিং কাউচের বিরুদ্ধে সরব ছিলাম। আমি সব সময় লড়েছি। তার ফলও ভুগেছি। কিন্তু তার চেয়েও বড় বিষয় হল, ক্ষমতাহীন মানুষ প্রতিবাদ করলে কী পরিণতি হতে পারে, তা দেখলাম। তাঁকে পরীক্ষায় ফেল করানো হয়। তাঁকে হয়তো চিকিৎসকই হতে দেওয়া হল না। এমনকি, তাঁকে প্রাণে মেরেও ফেলা যেতে পারে। এ কী ভয়ঙ্কর!’

আরও পড়ুন: আরজি কর নিয়ে কলকাতার প্রতিবাদে অনুপ্রাণিত কিরণ, তিলোত্তমাকে ঘিরেই ‘লাপাতা লেডিজ’ পরিচালকের আগামী ছবি

আরজি কর-কাণ্ডের তদন্ত বর্তমানে সিবিআইয়ের অধীনে, কিন্তু তদন্তের শ্লথ গতি অবাক করেছে দেবলীনাকে। নিহত চিকিৎসকের বাবা-মায়ের অবস্থা অভিনেত্রীর ভাবনায় গভীর ভাবে প্রভাব ফেলেছে। তাই কিছুতেই পুজোর ছন্দে ফেরার মানসিক তৈরি করতে পারছেন না দেবলীনা। অভিনেত্রী মতে, ‘বাবা-মায়ের একটা মাত্র সন্তান। স্কুলের পোশাক সেলাই করে উপার্জন করে মেয়েকে পড়াশোনা করিয়েছিলেন বাবা। কত খরচ হয় এবং কতটা মেধা প্রয়োজন হয়! আর শেষে সেই মেয়ের এই পরিণতি হল। এটার বিচার চাই। আমি প্রতিবাদের উৎসবে আছি। খুঁটিপুজো থেকে শুরু করে ব্র্যান্ডিং, যাবতীয় কাজের সঙ্গে উৎসবমুখর মানসিকতা জড়িয়ে থাকে। আমি সেই মানসিক অবস্থায় কিছুতেই আসতে পারছি না। সেই কারণেই এই উপার্জন থেকে নিজেকে বঞ্চিত রাখতে হয়েছে।’ 

দেবলীনার চোখে এবারের পুজো প্রতিবাদের। তাই মহালয়া থেকে শুরু করে পুজোর দিনগুলিতে বিচারের দাবিতে নানা আন্দোলনে থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। অভিনেত্রী চোখে এ বার মা দুর্গাও প্রতিবাদী রূপে আসছেন। পাশাপাশি তিনি শিল্পীদের প্রতিবাদের কথাও তুলে ধরেছেন তাঁর বক্তব্যে। দেবলীনার কথায়,  ‘শিল্পীরাও তাঁদের শিল্পকে ব্যবহার করছেন প্রতিবাদের জন্য। আমার অত্যন্ত প্রিয় শিল্পী সনাতন দিন্দা এ বার মায়ের হাতে অস্ত্র দিচ্ছেন। কোনও বার ওঁর প্রতিমায় অস্ত্র থাকে না। এই ভাবেই প্রতিবাদ। আর্জি, নির্যাতিতা বিচার পাক ও হুমকি সংস্কৃতি নিপাত যাক।’ 

বায়োস্কোপ খবর

Latest News

দেওয়াল জুড়ে ক্যারিকেচার!জন্ম শতবর্ষে রাজ কাপুরকে অভিনব কায়দায় শ্রদ্ধা সচিনের শামি অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না সম্ভবত! বাংলার বিজয় হাজারে ট্রফির দলে রাখা হল নাম IND vs AUS: গাব্বাতে নেমে সচিন তেন্ডুলকরের অনন্য রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি জোড়া বিশ্বকাপারের গোল,ISLর চূড়ায় মোহনবাগান! রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে কেরল বধ '১.৫ মিনিটের মিথ্যের দাম পড়েছিল ১.৫ বছর' হঠাৎ কেন এমন বললেন কার্তিক? বাস্তবের সঙ্গে যোগ নেই! বলিউডের তুলোধোনা করে কঙ্গনা বললেন, 'ওদের খালি হট মেয়ে…' দল থেকে বাদ দুই তারকা! অল্প সময়ের মধ্যে জোড়া সিরিজ! বিরক্ত হরমনপ্রীত যা বললেন… 'আল্লাহর রহমত থাকলে মুসলিমরা মেজরিটি হবে', ববির কথায় ইসলামিক আইনের জুজু দেখল BJP টলিউড নিয়ে অভিমানী রাজ! কেন বললেন, 'আমায় সাপোর্ট করার কেউ নেই'? IPL-এ দল না পাওয়া তারকা ক্রিকেটাররা PSL-এ খেলতে চাইছেন না! কারণ জানলে অবাক হবেন

IPL 2025 News in Bangla

IPL-এ দল না পাওয়া তারকা ক্রিকেটাররা PSL-এ খেলতে চাইছেন না! কারণ জানলে অবাক হবেন রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.