বাংলা নিউজ > বায়োস্কোপ > Debleena Dutt: ‘হোটেলরুমে মদ্যপ অবস্থায় শারীরিকভাবে ঘনিষ্ঠ..’, টলি সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক দেবলীনা

Debleena Dutt: ‘হোটেলরুমে মদ্যপ অবস্থায় শারীরিকভাবে ঘনিষ্ঠ..’, টলি সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক দেবলীনা

‘মদ্যপ অবস্থায় শারীরিকভাবে ঘনিষ্ঠ..’, টলি সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক দেবলীনা

Debleena Dutt: মাঝরাতে ফোন করে হোটেল রুমে ডেকে সুপারস্টার নায়ক শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন দেবলীনার সঙ্গে। 'দাদা' অরিন্দমের বিরুদ্ধে অভিযোগের মাঝেই সরব দেবলীনা। 

টলিউড অভিনেত্রীকে শ্যুটিং সেটে যৌন হেনস্থা করার অপরাধে পরিচালকদের সংগঠন সাসপেন্ড করেছে অরিন্দম শীলকে। মহিলা কমিশনের কাছে চিঠি লিখে ক্ষমা চেয়েও রেহাই পেলেন না টলিউডের প্রথম সারির এই পরিচালক। আর জি কর কাণ্ডের মাঝে এই ঘটনায় সরগরম টলিপাড়া। 

মৌছাকে ঢিল পড়তেই একে একে নায়িকাদের সঙ্গে ঘটা হেনস্থর ঘটনা সামনে আসছে। অরিন্দম শীল সাসপেন্ড হতেই সমাজমাধ্যমে দেবলীনা দত্ত লেখেন- ‘সময় সব বলে দেয়। সময়কে কখনওই চুপ করিয়ে রাখা যায় না।’ সম্পর্কে অরিন্দম শীলের তুতো বোন দেবলীনা। দাদার কীর্তি-তে রাগের থেকেও বেশি কষ্ট পাচ্ছেন দেবলীনা। 

অরিন্দম শীলের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য, অনেকের মতেই বহু অরিন্দম শীল অবাধে ঘুরে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। যৌন হেনস্থার মুখে অতীতে পড়তে হয়েছে দেবলীনাকেও। তিনি সেই তিক্ত স্মৃতি ফিরে দেখলেন। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, একবার বাংলা ইন্ডাস্ট্রির একদল মানুষের সঙ্গে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। সেখানেই এক বড় তারকার হাতে হেনস্থা হতে হয়েছিল তাঁকে। সেই সুপারস্টার শুধু টলিউড নয়, হিন্দিতেও পরিচিত নাম। নামী তারকা। 

দেবলীনা জানান, নিউ ইয়র্কের হোটেলে সেই তারকার ঘরে সকলে আড্ডা দিচ্ছিলেন। সফরসঙ্গী অভিনেত্রীর মা-ও সেই দলে ছিলেন। ভুল করে মা নিজের গায়ের শালটা তারকার ঘরেই ফেলে আসেন। নৈশভোজের আসরে তারকা দেবলীনার রুম নম্বরটা জেনে নিয়েছিলেন। রাত ১২টার পর ওই তারকা ফোন করে দেবলীনাকে মায়ের শালটি ফেরত নিয়ে যেতে বলেন। সরল মনেই পৌঁছেছিলেন দেবলীনা। 

অভিনেত্রীর কথায়, ‘আমি তখন অনেকটাই ছোট। এই ডেকে পাঠানোর ইঙ্গিত না বুঝেই ওঁর ঘরে যাই। তিনি বলেন, সোফায় রাখা রয়েছে শাল। আমি শালটা আনতে গেলেই তিনি ঘরের দরজা বন্ধ করে দেন এবং মদ্যপ অবস্থায় আমার সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। আমি দৌড়ে এসে ঘরের দরজা খোলার চেষ্টা করতে থাকি।’  

দেবলীনার সম্মতি নেই দেখে ওই তারকা জোর করেননি। তাঁকে চলে যেতে দেন ঘর থেকে। এই ঘটনার কথা জানালেও সেই তারকার নাম প্রকাশ্যে আনতে না-রাজ দেবলীনা। কারণ হিসাবে বললেন, এই ঘটনার পর বহুবার সেই তারকার সঙ্গে তাঁর দেখা হয়েছে। প্রত্যেকবারই সম্মান দিয়েই দেবলীনার সঙ্গে কথা বলেছেন তিনি। বড়মাপের তারকারা এই ধরণের রিজেকশন সহ্য করেন না। কিন্তু পরবর্তীতে তিনি কোনও খারাপ আচরণ করেননি। তাই এই অতীত স্মৃতি ভুলেই জীবনে এগোতে চান দেবলীনা। 

বায়োস্কোপ খবর

Latest News

চেয়ার, টেবিল, চৌকিও আটকাচ্ছে পুলিশ,বউবাজার থানার সামনে অবস্থানে জুনিয়র ডাক্তাররা একটানা ২৩ বছর প্রশাসনিক প্রধানের পদে! শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতায় ভরালেন মোদী শ্রীলঙ্কা ম্যাচের আগে বড় ধাক্কা! বিশ্বকাপে মঞ্চে ICC-র শাস্তি ভারতীয় তারকাকে… চতুর্থীর সাজে কপার শাড়ি আর স্লিভলেস ব্লাউজে মিমি! ফ্য়ানেরা বলল ‘লাগে উরা ধুরা’ ডাক্তারকে লাথি থেকে থানায় সহকর্মীকে যৌন হেনস্থা, বাহিনীকে কড়া নির্দেশ CP মনোজের পুলকারে ধাক্কা বাইকের, আরোহীকে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, চতুর্থীতে শোরগোল হাওড়ায় ভারতীয় দলে অভিষেক! ১১ কোটির মালিক হচ্ছেন মায়াঙ্ক…IPL নিলামের আগে কোটিপতি নীতীশও… মাথাটা খাটা খেলার সময়-রান আউট হতেই শিষ্যকে ধমক গুরু যুবরাজের কতটা কষ্ট করেন জোম্যাটোর ডেলিভারি এজেন্টরা, মলে পৌঁছেই হাড়ে হাড়ে বুঝলেন সিইও রোজ তুলসী পাতা খান? শরীরে যা ঘটছে...! জানলে মাথা ঘুরে যাবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.