বাংলা নিউজ > বায়োস্কোপ > Debleena Dutt: পোষ্যকে বিয়ে! দেবলীনার পোস্ট দেখে মাথা ঘুরল নেটিজেনদের

Debleena Dutt: পোষ্যকে বিয়ে! দেবলীনার পোস্ট দেখে মাথা ঘুরল নেটিজেনদের

দেবলীনার পোস্ট দেখে মাথা ঘুরল নেটিজেনদের

Debleena Dutt: হোলির আগে কুকুরদের গায়ে রং দেওয়া নিয়ে সকলকে সতর্ক করলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। সঙ্গে পোষ্যর সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন কোন বার্তা?

ফের নতুন ছবি পোস্ট করে সকলকে চমকে দিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। অর্ধেক বিয়ের সাজে পোষ্যের সঙ্গে ছবি দিয়ে এমন এক অদ্ভুত ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী যা দেখলে চমকে উঠতেই হয়!

দোল উপলক্ষ্যে অভিনেত্রী এদিন সকালে একাধিক ছবি পোস্ট করেন তাঁর পোষ্যর সঙ্গে। সেখানে তাঁকে টিশার্ট এবং জিন্স পরে বসে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে তাঁর পোষ্য রেক্সি। দুজনে হেসে একসঙ্গে কিছু ছবি তুলেছেন সেগুলো পোস্ট করেই দোল নিয়ে সতর্কবার্তা দিয়েছেন অভিনেত্রী। আসলে অনেকেই আজকের দিনে কুকুরদের গায়ে রং দিয়ে দেন। সেই বিষয় নিষেধ করে তিনি লেখেন, 'হোলি খেল, শুধু ওদের গায়ে রং দিও না।' এই পোস্টে তিনি একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন। তিনি লেখেন, 'হোলি ২০২৩', 'বাঙালি অভিনেত্রী', 'বাংলা সিনেমা', 'ডগ লাইফ', ইত্যাদি।

তবে এর সঙ্গে তিনি এমন একটি লাইন লিখেছেন যা দেখলে চমকাতে হয় বইকি! তিনি লিখেছেন, 'রেক্সিকে বিয়ে করলাম।' এটা দেখে বিষম খেয়েছেন অনেকেই। সঙ্গে ছবিতে আবার তাঁকে অর্ধেক বিয়ে সাজে দেখা যাচ্ছে। মুখে মেকআপ। সঙ্গে নববধূর মতো চন্দনের সাজ। তবে কি?...

না, না তেমন কিছু না। উনি আদতে এমনটা তাঁর আগামী ছবি ম্যারেজ অ্যানিভার্সারির শ্যুটিংয়ের জন্য সেজেছিলেন। সেটাকেই মজা করে অন্যভাবে লেখেন। অনেকেই তাঁর পোস্ট কমেন্ট করেন। এক ব্যক্তি লেখেন, 'শুভ হোলি তোমায় এবং রেক্সিকে।' আরেক ব্যক্তি তাঁর সতর্ক বার্তা সহমত পোষণ করে লেখেন, 'একদম ঠিক বলেছ।' আরেক ব্যক্তির মতে, 'এরাই সব থেকে ভালো বন্ধু হয়।'

তবে কেবল পোষ্যর সঙ্গে নয়, তিনি এদিন নিজেও রঙিন সাজে দোলের আমেজে ধরা দেন। একটি টপ এবং লাল প্যান্ট সঙ্গে রঙিন চুল পরে আবিরের থাকা হাতে নিয়ে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। সকলকে জানান দোলের শুভেচ্ছা।

বন্ধ করুন